img

এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশিত :  ১৬:৩০, ২২ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৭:২৬, ২২ অক্টোবর ২০২৫

এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

টানা ৮ দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। এবার ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ গত ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা; যা দেশের বাজারে সর্বোচ্চ দাম ছিল।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল; যা কার্যকর হয়েছিল ২০ অক্টোবর থেকে।

এ নিয়ে চলতি বছর মোট ৬৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার, আর কমেছে মাত্র ১৯ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দামের সঙ্গে এবার কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৫৯ টাকা।


img

১১ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড আসছে বিকালে

প্রকাশিত :  ০৭:৪৪, ২২ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৪৪, ২২ অক্টোবর ২০২৫

আজ বুধবার (২২ অক্টোবর) বিকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানগুলো ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-শাহজালাল ব্যাংক, বিআএফসি, বিকন ফার্মা, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, সামিট পাওয়ার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, স্কয়ার ফার্মা,ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ভ্যালেন্স ফান্ড ও কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

আলোচ্য ১১ কোম্পানির মধ্যে বিকন ফার্মা, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, সামিট পাওয়ার ও স্কয়ার ফার্মা ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

বাকি প্রতিষ্ঠানের মধ্যে শাহজালাল ব্যাংক, বিআএফসি,পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ভ্যালেন্স ফান্ড অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে ইপিএস প্রকাশ করবে।

আর, কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে ইউনিট প্রতি আয় (ইউপিএস) প্রকাশ করবে।

অর্থনীতি এর আরও খবর