পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল আজ
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের সথে সাথেই পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃত্বে থাকা স্বৈরাচারের দোসররাও পলায়ন করে। তাদের দীর্ঘ ১৬ বছরের শিক্ষানাশী অপকর্ম, নৈরাজ্য-লুটপাট থেকে প্রকাশনা জগত নিস্তার পায়। বৈষম্য বিরোধী পুস্তক প্রকাশক ও বিক্রেতাগণ সর্বসম্মতিতে তাদের সুযোগ্য নেতৃত্ব কায়েম করেন। কিন্তু সম্প্রতি সেই পতিত অপশক্তি ছদ্মবেশ ধারণ করে পুনরায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মত দেশের অন্যতম বৃহত্তম এই সংগঠনটির নেতৃত্ব ছিনিয়ে নিতে চায়।
তাদের পুনর্বাসনের পেছনে গোপনে পৃষ্ঠপোষকতা করছে আওয়ামী মাফিয়া শাসনামলে লুটপাটের সাথে সরাসরি জড়িত কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান। এই পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের বিশাল প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল আজ ২৬ নভেম্বর মঙ্গলবার মঙ্গলবার বিকেল ৪ টায় বাংলাবাজার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাপুস আহ্বায়ক/ সভাপতি এম. এস. এস. ভুইয়া টিটন ওরুফে কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন। উপস্থিত থাকবেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাপুস আহ্বায়ক/সভাপতি মহামান্য সুপ্রীম কোর্টের ল ইয়ার প্রেরিত নোটিশটির প্রতি ৬৪ জেলার সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আরো আইনি দলিলাদি চলমান আছে বলে জানান ।
গতকাল এক প্রস্তুতি সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বাপুসের বর্তমান সভাপতি কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন বলেন, “অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ড.ইউনুসসহ দেশের ছাত্র-জনতা-শ্রমিক ও বৈষম্য বিরোধী আন্দোলনের দেশপ্রেমিকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা ফ্যাসিস্ট লুটেরাদের মত দেশের প্রচলিত আইন-কানুন বিধিবিধানকে অগ্রাহ্য করে বাংলাবাজার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুসকে দখল করতে চায় ও দখলের ষড়যন্ত্রে লিপ্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তিনি ২০২৪ এর মহান বিপ্লবে শহিদদের রক্তের শপথ নিয়ে সাঈদ-মুগ্ধদের প্রতি গভীর শদ্ধা নিবেদন করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাজীবন রক্ষার্থে সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান ।