img

‘প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার’ বিষয়ে ব্রিটিশ-বাংলাদেশিদের নিয়ে লন্ডনে আলোচনা সভা

প্রকাশিত :  ১৬:২৭, ১০ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:৩৪, ১০ মার্চ ২০২৫

‘প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার’ বিষয়ে ব্রিটিশ-বাংলাদেশিদের নিয়ে লন্ডনে আলোচনা সভা

“প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার” বিষয়ে গত শুক্রবার ৭ই মার্চ ব্রিটিশ-বাংলাদেশীদের নিয়ে লন্ডনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আইনজীবি মিছবাহ উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার নাজির আহমেদ এবং ⁠বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করুন, প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো সরকারই এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এবার যদি প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করা না হয় আর কখনও হয়তো করা হবে না। কোনো রাজনৈতিক সরকার করবে না। আশ্বাসের মধ্যেই রাখা হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দাবি জানাতে হবে – আসন্ন নির্বাচনে যেকোনো উপায়ে প্রবাসীরা যেন ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। এবার না হলে আমাদের জীবদ্দশায় হয়তো আর হবে না। তাই সমস্বরে আওয়াজ তুলতে হবে। বিশেষ অতিথি বক্তব্যে সাংবাদিক ক্যারল বলেন  বিপুলসংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য পৃথিবীর সকল দেশে অবস্থানরত বাংলাদেশীরা যার যার অবস্থান থেকে আন্দোলন করা এখন সময়ের দাবী।

অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত আইনজীবী মিছবাহ উদ্দিন, ব্যারিস্টার আমীন, কমিউনিটি ব্যক্তিত ও সাংবাদিক  হাসনাত চৌধুরী,  ক্বারী মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, কমিনিটি ব্যক্তিত শাহ চেরাগ আলী, লিলু মিয়া, কয়েছ আহমদ, মুহা. জিলানী,  জাকির হোসেন , রিয়াজ আহমদ, সাদিক আহমদ, শুকুর মিয়া,  সাজিদুর রহমানসহ আরও অনেক। 

উক্ত সভায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একমত পোষণ করেন।

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরাবর জাসদের স্মারকলিপি: বাংলাদেশের জঙ্গীবাদী ধর্মীয় চরমপন্থীদের অভ্যুত্থান মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান

প্রকাশিত :  ১৭:৪০, ২৪ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৪৭, ২৪ মার্চ ২০২৫

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য জাসদের প্রতিনিধি দল আজ ২৪ মার্চ সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে । স্মারকলিপিতে তারা বাংলাদেশের চলমান মুক্তিযুদ্ধের বিরোধী চরম মৌলবাদী জঙ্গিদের  অভ্যুত্থান ও এর ফলে উদ্ভূত সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়, সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরোধিতার আন্দোলনের ছদ্মাবরণে এই অভ্যুত্থান শুরু হয়ে বর্তমানে দেশজুড়ে সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন ও ধর্মনিরপেক্ষতা বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, বাংলাদেশের স্থিতিশীলতা ও যুক্তরাজ্যসহ বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশত্যাগে বাধ্য হয়েছেন এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি ভবন বিদ্রোহীদের দখলে। অভ্যুত্থানের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যালঘুদের উপাসনালয় ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে হামলা এবং শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার এই ঘটনা প্রতিরোধে ব্যর্থ নয়, বরং একে সক্রিয়ভাবে উৎসাহিত করছে। আমরা জোরালোভাবে অনুরোধ করছি যে, যুক্তরাজ্য হাইকমিশন এই অভিযোগসমূহ তদন্ত করে সত্যতা যাচাই করুক। 'ধর্মনিরপেক্ষতা' শব্দটি বাংলাদেশের সংবিধান থেকে মুছে ফেলার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে (ICT) ব্যবহার করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুসহ ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক নেতাদের বিচারিক হত্যার পরিকল্পনা একটি চরম বিচারিক প্রহসন। ICT, যা ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত হয়েছিল, এখন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত হয়েছে।

জাসদ নেতৃবৃন্দ যুক্তরাজ্য সরকারের প্রতি অভ্যুত্থানকে নিন্দা জানানো, দায়ী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা, একটি স্বাধীন তদন্ত, মানবিক সহায়তা প্রদান এবং নির্যাতিতদের রাজনৈতিক আশ্রয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়নের অনুরোধ জানানো হয়েছে, যাতে অভ্যুত্থান-সমর্থিত শক্তিগুলো কোনো ধরনের সহায়তা না পায়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন জাসদের সভাপতি মতিউর রহমান মতিন, যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি এডভোকেট মুজিবুল হক মনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এবং কবি সালমা বেগম।

কমিউনিটি এর আরও খবর