
শ্রীমঙ্গলে কলাবাজার থেকে সবুজ বোড়া বিষাক্ত সাপ উদ্ধার

সংগ্রাম দত্ত: চারিদিকে সবুজে ঘেরা চা বাগান বন জঙ্গল ও পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলা শহরের কলাবাজার থেকে একটি সবুজ বোড়া বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে।
জানা গেছে, বুধবার (৭ মে) রাত ৮ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলা শহরের কলাবাজার থেকে বাজারে একটি সাপ দেখে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন আতঙ্ক হয়ে পড়ে।পরবর্তীতে বাজারের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন কুমার দেব সজল জানান সাপটির নাম পিট-ভাইপার (সবুজ বোড়া)। যা\' বাংলাদেশের বিষাক্ত সাপ গুলোর মধ্যে একটি। পরবর্তীতে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।