img

শ্রীমঙ্গলে কলাবাজার থেকে সবুজ বোড়া বিষাক্ত সাপ উদ্ধার

প্রকাশিত :  ১৬:৫০, ০৭ মে ২০২৫

শ্রীমঙ্গলে কলাবাজার থেকে সবুজ বোড়া বিষাক্ত সাপ উদ্ধার

সংগ্রাম দত্ত: চারিদিকে সবুজে ঘেরা চা বাগান বন জঙ্গল ও পর্যটন নগরী  শ্রীমঙ্গল উপজেলা শহরের কলাবাজার থেকে একটি সবুজ বোড়া বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে।

জানা গেছে, বুধবার (৭ মে) রাত ৮ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলা শহরের কলাবাজার থেকে বাজারে একটি সাপ দেখে স্থানীয় ব্যবসায়ী ও  লোকজন আতঙ্ক হয়ে পড়ে।পরবর্তীতে বাজারের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন কুমার দেব সজল জানান সাপটির নাম পিট-ভাইপার (সবুজ বোড়া)। যা\' বাংলাদেশের বিষাক্ত সাপ গুলোর মধ্যে একটি। পরবর্তীতে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চা দিতে দেরি করায় রেস্টুরেন্টকর্মীকে হত্যা

প্রকাশিত :  ১০:৫০, ১৩ জুলাই ২০২৫

চা দিতে দেরি করায় সিলেটে রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রেস্টুরেন্টে চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয় বলে জানা গেছে।

আজ রোববার (১৩ জুলাই) সকালে নগরের কাজির বাজার এলাকায় রুমন (২২) নামের ওই তরুণকে খুন করা হয়।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি রেস্টুরেন্টে ঢুকেন। এসময় চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছ সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর