img

ইসফাকের জায়গায় বিসিবির পরিচালক রুবাবা দৌলা

প্রকাশিত :  ০৯:৫০, ০৭ অক্টোবর ২০২৫

ইসফাকের জায়গায় বিসিবির পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। তবে গতকাল সোমবার (৬ অক্টোবর) বিসিবির নির্বাচনের পর রাতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এনএসসি। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়।

সফাকের জায়গায় এনএসসি মনোনীত বিসিবির পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। বিশ্বস্ত একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

গ্রামীণফোনের কর্মকর্তার দায়িত্বে থাকাকালীন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে পরিচিত মুখ ছিলেন রুবাবা দৌলা

খেলাধুলার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন রুবাবা দৌলা। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন তিনি।

এছাড়া রুবাবা দৌলা গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে থাকাকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন।

img

ফের বিয়ে করতে যাচ্ছেন ইংল্যান্ড কিংবদন্তি স্ট্রস

প্রকাশিত :  ০৭:০৩, ১৫ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:০৭, ১৫ নভেম্বর ২০২৫

ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রথম স্ত্রী রুথ স্ট্রাউসের মৃত্যুর ৭ বছর পর ৪৮ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তি আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন তার প্রেমিকা অ্যান্টোনিয়া লিনিয়াস পিটকে। 

স্ট্রস ‘স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্ট’-এ জানিয়েছেন যে এই অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন।

বিয়ের কারণে তিনি আগামী সপ্তাহে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে উপস্থিত থাকতে পারবেন না। স্ট্রস এবং লিনিয়াস-পিটকে প্রথমবার প্রকাশ্যে দুই বছর আগে লন্ডনের এক রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় দেখা যায়। 

এ ছাড়াও তারা এই গ্রীষ্মে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে রয়েল বক্সেও একসঙ্গে উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ২৯ ডিসেম্বর ফুসফুসের বিরল ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মারা যান স্ট্রসের প্রথম স্ত্রী রুথ ম্যাকডোনাল্ড। তাদের ১৫ বছরের সংসারে স্যামুয়েল (১৯) এবং লুকা (১৭) নামের দুই ছেলে রয়েছে।

রুথের মৃত্যুর পর ২০১৯ সালে স্ট্রস তার স্মৃতিতে ‘রুথ স্ট্রস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনটি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পরিবারের সহায়তা এবং নন-স্মোকিং লাং ক্যান্সারের গবেষণায় তহবিল দেয়।