img

বাংলা চলচ্চিত্র “ইলাইজা” দেখানো হবে হোয়াইট চ‍্যাপলের জেনেসিস সিনেমায়

প্রকাশিত :  ০৯:১১, ২১ অক্টোবর ২০২৫

অস্কার কোয়ালিফায়িং উৎসবে পুরস্কারপ্রাপ্ত ছবি

বাংলা চলচ্চিত্র “ইলাইজা” দেখানো হবে হোয়াইট চ‍্যাপলের জেনেসিস সিনেমায়

আগামী নভেম্বরের ১৫ তারিখে হোয়াইট চ‍্যাপলে অবস্থিত জেনেসিস সিনেমা হলে প্রদর্শিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ইলাইজা”। এটি ফিলিক্স রাইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে উৎসবের ওপেনিং প্রদর্শনী হিসেবে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজন।

ইলাইজা এ বছরের জানুয়ারি মাসে চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় এবং এরই মধ্যে আমেরিকা, যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বেশকিছু পুরস্কার অর্জনও করেছে। সম্প্রতি এটি অস্কার কোয়ালিফায়িং তসবির চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। 

ইলাইজা চলচ্চিত্রে বাংলাদেশি এক অভিবাসী পরিবারের সংগ্রামী জীবনের গল্প তুলে ধরেছে। নিউ ইয়র্ক শহরে হলুদ টেক্সি মেডালিয়নের বিপর্যয়ের ফলে অভিবাসী ভুক্তভোগীদের  কথা বলা হয়েছে। এটি একটি মানবিক চলচ্চিত্র। মূলধারার মিডিয়াতে এই অভিবাসীদের করুণ গল্প তেমন তুলে ধরা হয় নি। হোয়াইট চ্যাপলে বাংলাদেশি কমিউনিটি ছবিটি দেখার সুযোগ পাবেন আগামী নভেম্বরের ১৫ তারিখ বেলা ১২ ঘটিকায়।  চলচ্চিত্রটি বাংলার বিভিন্ন আঞ্চলিক ভাষায় নির্মিত হয়, এর মধ্যে রয়েছে কলকাতান, সিলেটী, ঢাকাইয়া কুট্টি ও সাধারণ চলিত বাংলা। 

তসবির চলচ্চিত্র উৎসবের সহপ্রতিষ্ঠাতা রিতা মেহের বলেন, “৯/১১–এর পর যুক্তরাষ্ট্রে মুসলিম ও দক্ষিণ এশীয়দের নিয়ে যে ভুল ধারণা তৈরি হয়েছিল, সেটি দূর করতেই আমাদের এই উৎসবের সূচনা। এবারের আসরে রাজীদের ‘ইলাইজা’ সেই লক্ষ্যকেই নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে—চলচ্চিত্রটি আমাদের বিচারকদের হৃদয় ছুঁয়েছে।”

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রাজীদ সিজন বলেন, “‘ইলাইজা’ আসলে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মানুষের গল্প। সিয়াটলে প্রদর্শনের সময় হলভর্তি দর্শকের আবেগ, করতালি আমাকে আপ্লুত করেছে। এই পুরস্কার আমি উৎসর্গ করছি আমার পরিশ্রমী কলাকুশলী দল, যুক্তরাষ্ট্রে ট্যাক্সি মেডেলিয়ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ভাইবোন এবং সমাজে উপেক্ষিত লিঙ্গ-বৈচিত্র্যসম্পন্ন মানুষদের।”

‘ইলাইজা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এজাজ আলম, মিথিলা গাজী এবং দেবজানী ব্যানার্জি। তাদের অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

টিকেট সংগ্রহ করতে এই লিংকে ব্রাউজ করুন: 

https://www.genesiscinema.co.uk/event/102812

Genesis Cinema: 93-95 Mile End Rd, Bethnal Green, London E1 4UJ


কমিউনিটি এর আরও খবর

বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মেয়র অফিস ও ইউনাইটেড ইস্ট এন্ড-এর মিডিয়া ব্রিফিং

img

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ: শনিবার হবে শান্তি মিছিল

প্রকাশিত :  ১৮:৩৭, ২১ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৩৩, ২১ অক্টোবর ২০২৫

শান্তি সমাবেশে অংশ নিতে মেয়র লুৎফর রহমান ও ড. গ্লিন রবিনসের আহবান

ইউকিপের মিছিলে অংশ নিয়ে টাওয়ার হ্যামলেটসে প্রবেশ করলে গ্রেফতার করতে পারে পুলিশ 

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটান পুলিশ। ‘গুরুতর অস্থিরতার আশঙ্কা’-র যথেষ্ট কারন থাকায় মেট পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টাউন হলে আয়োজিত এক জরুরি মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ  বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ইউকিপ-এর রেলি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এবং ইউনাইটেড ইস্ট এন্ড-এর চেয়ার ড. গ্লিন রবিনস বলেন, “তারপরও আমরা এক কমিউনিটি হিসাবে আমাদের ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে একটি শান্তি সমাবেশের  আয়োজন করব।”

উল্লেখ্য, পাবলিক অর্ডার অ্যাক্টের শর্ত অনুযায়ী ইউকিপ (UKIP) হোয়াইটচ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস বরো’র অন্য কোথাও তাদের প্রতিবাদ সমাবেশ করতে পারবে না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউকিপ তাদের প্রতিবাদ অন্য কোথাও আয়োজন করতে কোন বাধা নাই, এবং যারা টাওয়ার হ্যামলেটসে জড়ো হওয়ার চেষ্টা করবে, তারা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। দলটি জানিয়েছে, তারা লন্ডনের অন্য স্থানে মিছিলটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।

নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, “এই ফার-রাইট কর্মসূচি আমাদের স্থানীয় কমিউনিটিতে বিশৃঙ্খলা, আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি করতে পারত। কিন্তু আমরা জানি, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনও টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি — ভবিষ্যতেও পারবে না।”


এদিকে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ‘আমরা মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্তকে স্বাগত জানাই — টাওয়ার হ্যামলেটস থেকে প্রস্তাবিত মিছিলটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ। টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল বরো, এবং এখানে সম্প্রদায়গত সংহতির হারও সর্বোচ্চ। এই বছর একটি স্বাধীন জরিপে দেখা গেছে, ৯১% মানুষ বলেছেন যে তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে থাকেন।”

এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ “ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর” প্রস্তাব পাশ হয়েছে, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি “প্রত্যাখ্যান” করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে টার্গেট করে এখানে আসে।

একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে ইউকিপ ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র ও ড. গ্লিন রবিনস ছাড়াও উপস্থিত ছিলেন — টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মোস্ক এর চেয়ার মাওলানা শামসুল হক, স্ট্যান্ড আপ টু রেসিজম এর ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চ এর রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আবদুল্লাহ ফালিক, এমসিএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর দিলওয়ার খান, ডেপুটি মেয়র  কাউন্সিলর মাইযুম তালুকদার, পপলার ইউনিয়ন এর চেয়ার ও সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ড এর একটিভিস্ট সামিরা আলি, এবং টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরাম-এর প্রতিনিধি সুফিয়া আলম।

কমিউনিটি এর আরও খবর