img

কাউন্সিল অব মস্কের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন – শামসুল হক চেয়ারম্যান, হীরা ইসলাম সেক্রেটারি, জাহেদী ক্যারল ট্রেজারার

প্রকাশিত :  ০৭:৩৮, ২০ অক্টোবর ২০২৫

কাউন্সিল অব মস্কের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন – শামসুল হক চেয়ারম্যান, হীরা ইসলাম সেক্রেটারি, জাহেদী ক্যারল ট্রেজারার

লন্ডন, ১৯ নভেম্বর ২০২৫: টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকার মসজিদ পরিচালনাকারী শীর্ষ সেবামূলক সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’-এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৮ নভেম্বর) লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত এ নির্বাচনে সংগঠনের ভোটার (কাউন্সিলর) ও প্রতিনিধিদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান। তাকে সহযোগিতা করেন কাউন্সিল অব মস্কের সিনিয়র অফিসার আজম খান ও কয়েছ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মায়ুম তালুকদার, কাউন্সিলর সাফি আহমেদ, কামরুল হোসেন, বেলাল উদ্দিন ও ফারুক খান।

প্রধান নির্বাচন কমিশনার ও টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন, “২৫ অক্টোবর হোয়াইটচ্যাপেলে ফার-রাইট গ্রুপের উপস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের ঘৃণা ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমাদের ঐক্যই সবচেয়ে বড় জবাব।” তিনি লন্ডন মুসলিম সেন্টারে কাউন্সিল অব মস্ক আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটি (২০২৫–২০২৭):

• চেয়ারম্যান: আলেমে দ্বীন হাফেজ মাওলানা শামসুল হক,

• জেনারেল সেক্রেটারি: সিরাজুল ইসলাম হীরা,

• ট্রেজারার: সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল,

• সিনিয়র ভাইস-চেয়ারম্যান: আলহাজ্ব ফারুক আহমদ,

• ভাইস-চেয়ারম্যান: মুহাম্মদ শামসুল হক,

• ডেপুটি সেক্রেটারি: মাহফুজ রব।

এক্সিকিউটিভ মেম্বারগণ: মুহাম্মদ আতিক মিয়া, বসির আহমদ, নুরুল উল্লাহ, নুরুল আমিন, মুসলেহ উদ্দিন, ইতাওয়ার হোসেন মুজিব, আরজু মিয়া, মহিন উদ্দিন মজুমদার ও আতাউর রহমান

আগামী দুই বছর এই কমিটি টাওয়ার হ্যামলেটসের মসজিদ পরিচালনার কেন্দ্রীয় সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’-এর নেতৃত্ব দেবে।

ঐক্য ও নিরাপত্তা জোরদারের আহ্বান

মেয়র লুতফুর রহমান বলেন, “হোয়াইটচ্যাপেলে ফার-রাইট ও ইউকিপ সমর্থকদের পরিকল্পিত কার্যক্রমের প্রতিক্রিয়ায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সম্প্রদায়ের নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবে।”

তিনি আরও জানান, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ‘টাওয়ার হ্যামলেটস ইউনিটি ডেমো’ ছিল একটি ঐক্য ও সংহতির প্রতীক, যার মূল উদ্দেশ্য ছিল চরম ডানপন্থী গোষ্ঠীর বিভাজনমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং স্থানীয় সম্প্রদায়ের ঐক্য ও সহনশীলতা বজায় রাখা।

তিনি সকল স্থানীয় বাসিন্দা, মুসলিম সম্প্রদায়ের সদস্য ও নাগরিক সংগঠনকে শান্তিপূর্ণ ঐক্য উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিতি ও বক্তব্য

দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান আল্লামা হাফেজ মাওলানা শামসুল হক, এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা।

সভায় উপস্থিত ছিলেন — ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান সলিছিটার আহমেদ মালিক, মহেকনি রোড শাহ পরান মসজিদের ভাইস চেয়ারম্যান নূর বক্স, বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান আব্দুল বারী, সেক্রেটারি মঞ্জুর আলি প্রমুখ।

বক্তারা বলেন, আলেম-উলামা ও ইসলামী নেতৃত্বের এ সংগঠনটি শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা টাওয়ার হ্যামলেটসে ড্রাগ, নাইফ ক্রাইম ও অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং সমাজের প্রতিটি নাগরিককে অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বক্তারা মত দেন যে, মসজিদগুলো সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুব সমাজের সঠিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

-প্রেস বিজ্ঞপ্তি



কমিউনিটি এর আরও খবর

img

প্রবাসীদের বৃহৎ বিনিয়োগ ও ব্যাংক পুনর্গঠনে অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানাই: বাংলাদেশ ব্যাংক গভর্নর

প্রকাশিত :  ০৮:২০, ২০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:২৫, ২০ অক্টোবর ২০২৫

আইএমএফ এর মিটিং উপলক্ষে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুরের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয় । শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের দেশে থাকা সম্পদ রক্ষা ও ব্যাংকের সঞ্চিত অর্থের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে পুনর্গঠিত পাঁচটি ব্যাংকে জমা থাকা প্রবাসীদের অর্থের বিষয়টি তিনি উপস্থাপন করেন । তিনি অভিজ্ঞ প্রবাসীদের বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতিতে যুক্ত করার আহ্বান জানান । সেকিল চৌধুরী বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের জন‍্য পুনর্গঠিত ব‍্যাংকের শেয়ার ক্রয়ের সুযোগ বৃদ্ধি ও ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রায় পুঁজিসংঠনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে প্রবাসীরা এখানে অংশগ্রহণ করতে পারে।

ইতিবাচক বাংলাদেশ, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে দেশে-বিদেশে বাংলাদেশ ব্যাংকের প্রচারণা করার ব্যাপারে সেকিল চৌধুরী গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন। গভর্নর তার বক্তব্যে প্রবাসীদের নানামুখী বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি পুনর্গঠিত ব‍্যাংক কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানান । এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে ইতিবাচক সহায়তা করবে বলে তিনি প্রবাসীদের আশ্বাস প্রদান করেন।

গভর্নর বলেন, দেশের সম্পদ রক্ষা ও পাচার রোধে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত কার্যকর সহায়তা প্রদান করতে পারেন। তিনি বলেন, পাচারকৃত সম্পদ উদ্ধারে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নিচ্ছে এ ব্যাপারে তিনি প্রবাসীদের সহায়তা কামনা করেন। গভর্নর বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশের সম্পদ পাচারের মতো অসৎ কাজকে নিরোৎসাহিত করা এবং এ ব্যাপারে লুটকারীরা যাতে প্রতিবন্ধকতার মুখে পড়ে সে ভূমিকা রাখতে পারেন।

আইনের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থ উদ্ধারে বাংলাদেশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে গভর্নর বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করছে । গভর্নর বলেন, ব‍্যাংকে সঞ্চিত প্রবাসীদের অর্থ নিরাপদ আছে এবং বাংলাদেশের ইতিবাচক বিষয ও ব‍্যাংকিং চ‍্যানেলে অর্থ প্রেরণের বিষয়ে দেশে-বিদেশে প্রচারণা চালানোর প্রস্তাবনার বিষয়ে গভর্নর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ঢাকায় ফিরে আলোচনার জন‍্য তিনি এনআরবি সেন্টারকে আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে এনআরবি সেন্টারের যুক্তরাষ্ট্র সহায় গ্রুপের সদস্য সানোয়ার চৌধুরী ও নাদির খান এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।


কমিউনিটি এর আরও খবর