img

১২তম মুসলিম চ্যারিটি রান অনুষ্ঠিত: দেড় হাজারের বেশি মানুষ অংশ নিয়ে রেইজ করলেন প্রায় ৩শ' হাজার পাউন্ড

প্রকাশিত :  ০৭:১৪, ১৭ অক্টোবর ২০২৫

১২তম মুসলিম চ্যারিটি রান অনুষ্ঠিত: দেড় হাজারের বেশি মানুষ অংশ নিয়ে রেইজ করলেন প্রায় ৩শ' হাজার পাউন্ড

লন্ডন, ১৫ অক্টোবর ২০২৫: ১২ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে উৎসবমুখর পরিবেশে দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহণের অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান । আর এই চ্যারিটি রানের মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদসহ ৪০টি চ্যারিটি সংগঠন সংগ্রহ করলো প্রায় ৩শ\' হাজার পাউন্ড। এ নিয়ে গত ১২ বছরে বিভিন্ন চ্যারিটি সংস্থা সংগ্রহ করেছে ১.৫ মিলিয়ন পউণ্ড। এই অর্থ ব্যয় হয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক কাজে।  

ইস্ট লন্ডন মসজিদ আয়োজিত এই চ্যারিটি রান যুক্তরাজ্যের মুসলিম কমিউনিটির জন্য একটি বড় উৎসবে পরিনত হয়েছে । চ্যারিটি রানে অংশগ্রহণের জন্য মানুষের মধ্যে সারা বছরই প্রস্তুতি থাকে। নিয়মিত দৌড়াদৌড়ির মাধ্যমে তারা নিজেকে ফিট রাখেন। এভাবে গত ১২টি চ্যারিটি রানের মাধ্যমে হাজার হাজার মানুষ দৌড়াদৌড়ি তথা শরীর চর্চায় নিজেদের অভ্যস্থ করে তুলেছেন ।

শুধু দৌড়ে অংশগ্রহণ আর ফান্ডরেইজিংয়ের মধ্যেই মুসলিম চ্যারিটি রানের কার্যকারিতা সীমাবদ্ধ নয়, বরং এই চ্যারিটি রানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে শতাধিক রানার পরবর্তীতে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ম্যারাথনে অংশগ্রহণ করেছেন ।

১২তম চ্যারিটি রান উপলক্ষে সকাল ৯টা থেকেই ছেলে বুড়ো যুবা বিভিন্ন বয়সের মানুষ ভিক্টোরিয়ো পার্ক অভিমুখে ছুটে আসতে থাকেন । অল্প কিছুক্ষনের মধ্যে এক বিশাল সমবেশে রূপ নেয়।

সকাল সাড়ে ৯টায় শুরু হয় ওয়ার্ম-আপ সেশন । চলে প্রায় একঘন্টা সময়। ঘড়ির কাটা যখন সকাল সাড়ে ১০টায় তখনই বেজেওঠে হুইসেল । শুরু হয় ৫ কিলোমিটার দৌড়। প্রথমে শিশুদের দৌড় শুরু হয় । এরপর পর্যায়ক্রমে বয়স অনুপাতে অন্য গ্রুপগুলো দৌড়াতে শুরু করে।

মাত্র ২০ মিনিট ৫ সেকেন্ড সময়ের মধ্যে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করে ফিনিশিং লাইনে ফিরে এসে এবার সেরা দৌড়বিদ হওয়ার গৌরব অর্জন করেন ৩১-৪৫ বয়স ক্যাটাগরিতে আব্দুল্লাহ কিজিথো। এরপর অন্যান্য বয়স ক্যাটাগরিতে বিজয়ীরা একে একে ফিনিশিং লাইনে ফিরে আসতে থাকেন । বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে অভিবাদন জানান অতিথিরা।  

দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি টাওয়ার হ্যামেলটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান । ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ ও সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক। চ্যারিটি রান আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী।

উল্লেখ্য, এবারের চ্যারিটি রানে পার্টনার ও স্পনসর ছিলো আমানাহফাই, লন্ডন ম্যারাথন, হিউম্যান আপিল, সুন্নাহ মাস্ক, সরকার সলিসিটর্স, কুরআন বাউন্ড, গ্লোবাল এহসান রিলিফ, এম.এ.টি.ডাব্লিউ প্রজেক্ট, মুসলিম হেল্প ইউকে, সালাম চ্যারিটি, আগোশ ইউকে, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, জিআরটি ইউকে, মুসলিম চ্যারিটি, আল খায়ের ফাউন্ডেশন, হেল্প ইয়াতীম ও মুসলিম এইড।

কমিউনিটি এর আরও খবর

img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :  ০৮:৩৪, ১৯ অক্টোবর ২০২৫

নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার দাবী

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কার্যকরি নতুন কমিটিকে অভিষিক্ত করা হয়েছে। ব্রাডফোর্ড এর শাপলা কমিউনিটি সেন্টারে  ১৪ই অক্টোবর বেলা ২ ঘটিকায় সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই।

বিশেষ অতিথি হিসাবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, গ্রেটার সিলেট এর সাবেক সেক্রেটারি  ৭১ এর বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, ড. মনুজ জোসি এম বি ই ডি এল, কমিউনিটি ব্যাক্তিত্ব ড. শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান. রিজিওনাল  ট্র্বেজারার কাউন্সিলার ফুলজার আহমদ, সাউথ ওয়েষ্ট রিজিওনাল চেয়ারপার্সন নজমুল ইসলাম, জেনারেল সেক্রেটারি এডভোকেট মীর গোলাম মস্তোফা, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল, সাংবাদিক সৈয়দ ছাদেক আহমদ,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির,  ইউনিটি অব মৌলভীবাজার এর প্রেসিডেন্ট আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েষ্ট রিজিওনাল ট্রেজারার  সোহেল মিয়া, ও  সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ কাহের সহ কেন্দ্রীয়  অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রিজিওনাল নেতৃবৃন্দের  মধ্যে জামাল আলী জেপি, শাহাব উদ্দিন, মোহাম্মদ সালেহ, মোহাম্মদ রুকনুজ্জামান, কবির উদ্দিন, মসুদ চৌধুরী, সৈয়াদ আনোয়ার হোসেন,ও আব্দুল বাসিত সহ  প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্টান শেষে সমাপনী বক্তব্য রাখেন প্রবীন মুরব্বি জনাব হাজী কবির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন , এনামুল হক কে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।  

গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই, সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহব্বান জানিয়ে নতুন কমিটি আগামী দু\'বছর লকাল কমিউনিটির উন্নয়ণে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেট বাসীর দাবি দাওয়ার ক্যাম্পেইণে ও মানবতার কল্যাণে  কমিউনিটির  মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর প্রবাসীদের  বাংলাদেশে ও  বিমানবন্দরে নানা ধরনের হয়রানি বন্ধ,  নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা  ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার জোর  দাবী জানিয়েছেন।

নতুন কমিটির চেয়ারপার্সন কাউন্সিলার আসরাফ মিয়া সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল ২০২৫ ও ২০২৭ সালের জন্য নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন, এনামুল হক কে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।  

নতুন কমিটির সম্মানিত উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া,শাহাব উদ্দিন, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলার কামাল হোসেন, লালু মিয়া,মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন,ও ইসমাইল আলী মিরাস।

২০২৫ ও ২০২৭ সালের জন্য নব নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, ভাইস চেয়ারম্যান, মনওর আলী রুকনুজ্জামান, সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ লয়লু মিয়া,খালিদুর রহমান, আসক আলী, আব্দুল খালিক,পংকি মিয়া, জয়েন্ট সেক্রেটারি রুহেল মিয়া ও আব্দুল কুদ্দুস, জয়েন্ট ট্রেজারার শাহীন আহমেদ, ও আজমল হোসেন,অর্গানাইজিং সেক্রেটারি শাহিদুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি  জুনেদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কবির আহমেদ, জয়েন্ট মেম্বারশিপ সেক্রেটারি নাজমুল ইসলাম, সুন্দর আলী, ও গিয়াস উদ্দিন, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি শেখ মোহাম্মদ আলেক্স, জয়েন্ট প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি এমদাদুল হক ও মুসা আহমেদ, কালচারাল সেক্রেটারি নুরুজ্জামান জামাল, জয়েন্ট কালচারাল সেক্রেটারি মনির পারভেজ, স্পোর্টস সেক্রেটারি  আরজ আলী, জয়েন্ট  স্পোর্টস সেক্রেটারি হেলাল মিয়া, এডুকেশন সেক্রেটারি সয়ফুর রহমান, জয়েন্ট এডুকেশন সেক্রেটারি শেখ মোহাম্মদ লায়েক মিয়া,রিলিজিয়াস সেক্রেটারি  এম এ মান্নান, জয়েন্ট রিলিজিয়াস সেক্রেটারি লুতফুর রহমান, উইমেন্স অর্গানাইজিং সেক্রেটারি জয়নব আক্তার, ইসি মেম্বার মোহাম্মদ মালিক,সিরাজুল ইসলাম ও মোহাম্মদ সিরাজ মিয়া।

কমিউনিটি এর আরও খবর