img

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা (NEBTRA) এর স্মারকলিপি প্রদান

প্রকাশিত :  ০৬:১৫, ১৭ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:০২, ১৭ অক্টোবর ২০২৫

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা (NEBTRA) এর স্মারকলিপি প্রদান

ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটিরও বেশি বাংলাদেশী জীবন-জীবিকা, পড়াশোনাসহ বিভিন্ন কারণে প্রবাসী জীবন যাপন করছেনl প্রবাসী বাংলাদেশীরা প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা দেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন l কিন্তু দুর্ভাগ্য যে, দেশের নির্বাচনে এখনো পর্যন্ত এইসব প্রবাসী বাংলাদেশীদের ভোটের অধিকার নিশ্চিত হয়নি l তাই প্রবাসীদের ভোটাধিকারের দাবীতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা (NEBTRA)র পক্ষ থেকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে l 

নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার নেতৃত্বে গত ১৪ অক্টোবর মঙ্গলবার একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন এর সাথে মত বিনিময় সভা শেষে স্মারকলিপিটি হস্তান্তর করেন l প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গনি চৌধুরী, মুমিন খান ও মোহাম্মদ জুনেদ আহমেদ,  সহ-সভাপতি শিপার আহমেদ ও তৈয়বুর রহমান শ্যামল, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খয়রুজ্জামান, সহ দপ্তর সম্পাদক আকমল হোসেন,  সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া, নির্বাহী সদস্য বশির আহমেদ, নাজিরুল ইসলাম খান, সৈয়দ সুমন আহমদ প্রমুখ l 

স্মারকলিপিতে নেবট্রা নেতৃবৃন্দ নিম্নোক্ত পাঁচটি দাবী তুলে ধরেন l

১. প্রবাসী ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করা,

২. ডাক-ভোট বা অনলাইন ভোটিং পদ্ধতির বাস্তবায়ন,

৩. দূতাবাসভিত্তিক ভোটকেন্দ্রের সম্ভাবনা যাচাই,

৪. সচেতনতা ও তথ্যপ্রচার কর্মসূচি,

৫. একটি স্থায়ী প্রবাসী ভোটার সেল গঠন l 

সভার শুরুতে নেবট্রা সভাপতি এম জি কিবরিয়া স্মারকলিপিটি পড়ে শোনান l পরে প্রতিনিধি দলের সদস্যরা সহকারী হাই কমিশনারের কাছে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চান l জবাবে সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সরকারের গৃহীত এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের বিবরণ দেন এবং আগামী নির্বাচনে প্রবাসীরা যেনো ভোট দিতে পারেন, সেজন্য বাংলাদেশের সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন বলে অবহিত করেন l সহকারী হাই কমিশনার এবং নেবট্রা নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদেরকে ভোটার তালিকায় নাম রেজিস্টার এবং এনআইডি কার্ডের জন্য আবেদনের পরামর্শ দেন l

কমিউনিটি এর আরও খবর

img

মাইল এন্ডে সাড়ে ৪ লাখ পাউন্ড ব্যয়ে আধুনিক ফুটবল পিচ চালু

প্রকাশিত :  ২১:৫৪, ১৭ অক্টোবর ২০২৫

সবার জন‍্য উন্নত স্পোর্টস সুবিধা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর – মেয়র লুৎফুর রহমান

পূর্ব লন্ডনের মাইল এন্ড পার্কের ফুটবল পিচের সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রায় ৪ লাখ ৩২ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বারার বাসিন্দাদের জন্য আরো বেশী লেজার সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে সম্প্রতি মাইল এন্ড এর ফুটবল পিচ গুলো পুনরায় চালু করা হয়েছে।

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন ও স্থানীয় কমিউনিটি গ্রুপকে সঙ্গে নিয়ে ফুটবল পিচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এসময় হেড অফ সার্ভিসেস ফর কালচার ক্যাপিটাল টিম ক্লি, হেড অফ সার্ভিসেস ফর লেইজার অপারেশন্স সায়মন জোনস এবং ডিরেক্টর অফ কালচার জহুর আলী সহ কাউন্সিলের স্পোর্টস সার্ভিসেস এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংস্কার হওয়া কাজের মধ্যে রয়েছে, পুরনো পিচগুলোর নিচের স্তরে নতুনভাবে সংস্কার, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পিচে শক প্যাড বসানো, উন্নতমানের কৃত্রিম ঘাসের স্তর স্থাপন, মজবুত ফেন্সিং, নতুন কিকবোর্ড, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পূর্ণ নতুন গোলপোস্ট বসানো হয়েছে।


নতুন ফুটবল পিচগুলো ওয়েবসাইটে গিয়ে বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ব্যবস্থাপনায় রয়েছে \'প্লে ফুটবল\'।

এই বিনিয়োগের ফলে সব বয়সের মানুষের জন্য আরও নিরাপদ ও আনন্দদায়ক খেলার পরিবেশ তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের জন্য উপযুক্ত স্থান গড়ে উঠবে, যা বাসিন্দাদের সক্রিয় থাকতে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, \"আমরা যখন লেজার সেন্টারগুলোকে আবারও বারার বাসিন্দাদের মালিকানায় ফিরিয়ে আনলাম, তখন থেকে খেলাধুলা, সুস্থতা এবং বিনোদনের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বিনিয়োগ সম্ভব হয়েছে। যার একটি উদাহরণ হলো মাইল এন্ডে এই চমৎকার নতুন ফুটবল পিচগুলোর আধুনিকায়ন। তৃণমূল পর্যায়ে ফুটবল এবং কমিউনিটি স্পোর্টস মানুষকে একত্রিত করতে, সুস্থ-সবল জীবন গড়ে এবং তরুণদের জন্য সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।\"


তিনি বলেন, \"আমরা যে পিকগুলো উন্মুক্ত করছি, তা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন। বারার বাসিন্দাদের জন্য আমরা উন্নতমানের স্পোর্টস সুবিধা দিতে বদ্ধপরিকর। আমি গর্বিত যে, এমন আধুনিক ও উচ্চ মানের স্পোর্টস স্পেস তৈরি করছি, যা টাওয়ার হ্যামলেটসের সবাই উপভোগ করতে পারবে।”

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন বলেন, “আমরা শুধু মাঠের উন্নয়নেই থেমে থাকছি না। জন ওরওয়েল - এর বয়লার প্লান্টে আপগ্রেডের কাজ চলছে,  মাইল এন্ড এর মাল্টি কোর্ট গুলোর আধুনিকায়ন হওয়ার পথে,  ইয়র্ক হল এবং হোয়াইটচ্যাপেল সেন্টারের আরও উন্নয়ন পরিকল্পনায় রয়েছে। আমরা পুরো বারাজুড়ে স্থায়ীভাবে উন্নয়ন করছি। এই প্রকল্পগুলো নিশ্চিত করে যে, আমাদের বাসিন্দারা আধুনিক, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক সুযোগ-সুবিধা পাবেন, যা আগামী বহু বছর ধরে কমিউনিটিকে সেবা দিয়ে যাবে।”

কমিউনিটি এর আরও খবর