
প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা (NEBTRA) এর স্মারকলিপি প্রদান

ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটিরও বেশি বাংলাদেশী জীবন-জীবিকা, পড়াশোনাসহ বিভিন্ন কারণে প্রবাসী জীবন যাপন করছেনl প্রবাসী বাংলাদেশীরা প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা দেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন l কিন্তু দুর্ভাগ্য যে, দেশের নির্বাচনে এখনো পর্যন্ত এইসব প্রবাসী বাংলাদেশীদের ভোটের অধিকার নিশ্চিত হয়নি l তাই প্রবাসীদের ভোটাধিকারের দাবীতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা (NEBTRA)র পক্ষ থেকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে l
নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার নেতৃত্বে গত ১৪ অক্টোবর মঙ্গলবার একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন এর সাথে মত বিনিময় সভা শেষে স্মারকলিপিটি হস্তান্তর করেন l প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গনি চৌধুরী, মুমিন খান ও মোহাম্মদ জুনেদ আহমেদ, সহ-সভাপতি শিপার আহমেদ ও তৈয়বুর রহমান শ্যামল, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খয়রুজ্জামান, সহ দপ্তর সম্পাদক আকমল হোসেন, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া, নির্বাহী সদস্য বশির আহমেদ, নাজিরুল ইসলাম খান, সৈয়দ সুমন আহমদ প্রমুখ l
স্মারকলিপিতে নেবট্রা নেতৃবৃন্দ নিম্নোক্ত পাঁচটি দাবী তুলে ধরেন l
১. প্রবাসী ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করা,
২. ডাক-ভোট বা অনলাইন ভোটিং পদ্ধতির বাস্তবায়ন,
৩. দূতাবাসভিত্তিক ভোটকেন্দ্রের সম্ভাবনা যাচাই,
৪. সচেতনতা ও তথ্যপ্রচার কর্মসূচি,
৫. একটি স্থায়ী প্রবাসী ভোটার সেল গঠন l
সভার শুরুতে নেবট্রা সভাপতি এম জি কিবরিয়া স্মারকলিপিটি পড়ে শোনান l পরে প্রতিনিধি দলের সদস্যরা সহকারী হাই কমিশনারের কাছে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চান l জবাবে সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সরকারের গৃহীত এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের বিবরণ দেন এবং আগামী নির্বাচনে প্রবাসীরা যেনো ভোট দিতে পারেন, সেজন্য বাংলাদেশের সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন বলে অবহিত করেন l সহকারী হাই কমিশনার এবং নেবট্রা নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদেরকে ভোটার তালিকায় নাম রেজিস্টার এবং এনআইডি কার্ডের জন্য আবেদনের পরামর্শ দেন l