img

১৬তম লন্ডন-বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব আগামী ১৯ অক্টোবর

প্রকাশিত :  ১৫:০২, ১৭ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:২৫, ১৭ অক্টোবর ২০২৫

১৬তম লন্ডন-বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব আগামী ১৯ অক্টোবর

বই মানুষের মনকে বড় করে। বইমেলা বড় মনের মানুষদের জড়ো করে। আগামী ১৯ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভ্যানুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য ১৬তম লন্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। উক্ত বইমেলায় বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রকাশনf সংস্থা অংশগ্রহণ করবে।

বইমেলার সাংস্কৃতিক উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের তথা উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন এবং পশ্চিম বঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মৌসুমি ভৌমিক। 

বইমেলাকে সফল করার জন্য লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সমন্বয় কমিটির এক সাধারণ সভা গত ৩০ শে অক্টোবর সন্ধ্যায় ব্রাডি আর্ট সেন্টারে প্রধান সমন্বয়ক,  উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় কবি গোলাম কবির ও কবি মুজিবুল হক মনিকে যুগ্ম-সমন্বয়ক এবং বিলেতের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামালকে সদস্য সচিব করে, ৩১ সদস্য বিশিষ্ট ১৬তম বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

মাইল এন্ডে সাড়ে ৪ লাখ পাউন্ড ব্যয়ে আধুনিক ফুটবল পিচ চালু

প্রকাশিত :  ২১:৫৪, ১৭ অক্টোবর ২০২৫

সবার জন‍্য উন্নত স্পোর্টস সুবিধা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর – মেয়র লুৎফুর রহমান

পূর্ব লন্ডনের মাইল এন্ড পার্কের ফুটবল পিচের সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রায় ৪ লাখ ৩২ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বারার বাসিন্দাদের জন্য আরো বেশী লেজার সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে সম্প্রতি মাইল এন্ড এর ফুটবল পিচ গুলো পুনরায় চালু করা হয়েছে।

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন ও স্থানীয় কমিউনিটি গ্রুপকে সঙ্গে নিয়ে ফুটবল পিচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এসময় হেড অফ সার্ভিসেস ফর কালচার ক্যাপিটাল টিম ক্লি, হেড অফ সার্ভিসেস ফর লেইজার অপারেশন্স সায়মন জোনস এবং ডিরেক্টর অফ কালচার জহুর আলী সহ কাউন্সিলের স্পোর্টস সার্ভিসেস এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংস্কার হওয়া কাজের মধ্যে রয়েছে, পুরনো পিচগুলোর নিচের স্তরে নতুনভাবে সংস্কার, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পিচে শক প্যাড বসানো, উন্নতমানের কৃত্রিম ঘাসের স্তর স্থাপন, মজবুত ফেন্সিং, নতুন কিকবোর্ড, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পূর্ণ নতুন গোলপোস্ট বসানো হয়েছে।


নতুন ফুটবল পিচগুলো ওয়েবসাইটে গিয়ে বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ব্যবস্থাপনায় রয়েছে \'প্লে ফুটবল\'।

এই বিনিয়োগের ফলে সব বয়সের মানুষের জন্য আরও নিরাপদ ও আনন্দদায়ক খেলার পরিবেশ তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের জন্য উপযুক্ত স্থান গড়ে উঠবে, যা বাসিন্দাদের সক্রিয় থাকতে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, \"আমরা যখন লেজার সেন্টারগুলোকে আবারও বারার বাসিন্দাদের মালিকানায় ফিরিয়ে আনলাম, তখন থেকে খেলাধুলা, সুস্থতা এবং বিনোদনের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বিনিয়োগ সম্ভব হয়েছে। যার একটি উদাহরণ হলো মাইল এন্ডে এই চমৎকার নতুন ফুটবল পিচগুলোর আধুনিকায়ন। তৃণমূল পর্যায়ে ফুটবল এবং কমিউনিটি স্পোর্টস মানুষকে একত্রিত করতে, সুস্থ-সবল জীবন গড়ে এবং তরুণদের জন্য সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।\"


তিনি বলেন, \"আমরা যে পিকগুলো উন্মুক্ত করছি, তা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন। বারার বাসিন্দাদের জন্য আমরা উন্নতমানের স্পোর্টস সুবিধা দিতে বদ্ধপরিকর। আমি গর্বিত যে, এমন আধুনিক ও উচ্চ মানের স্পোর্টস স্পেস তৈরি করছি, যা টাওয়ার হ্যামলেটসের সবাই উপভোগ করতে পারবে।”

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন বলেন, “আমরা শুধু মাঠের উন্নয়নেই থেমে থাকছি না। জন ওরওয়েল - এর বয়লার প্লান্টে আপগ্রেডের কাজ চলছে,  মাইল এন্ড এর মাল্টি কোর্ট গুলোর আধুনিকায়ন হওয়ার পথে,  ইয়র্ক হল এবং হোয়াইটচ্যাপেল সেন্টারের আরও উন্নয়ন পরিকল্পনায় রয়েছে। আমরা পুরো বারাজুড়ে স্থায়ীভাবে উন্নয়ন করছি। এই প্রকল্পগুলো নিশ্চিত করে যে, আমাদের বাসিন্দারা আধুনিক, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক সুযোগ-সুবিধা পাবেন, যা আগামী বহু বছর ধরে কমিউনিটিকে সেবা দিয়ে যাবে।”

কমিউনিটি এর আরও খবর