
লন্ডনে আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক ফরিদ হোসেনকে নিয়ে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর সহকারী প্রধান শিক্ষক জনাব ফরিদ হোসেন-এর ইংল্যান্ড সফর উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক মনোজ্ঞ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৬ অক্টোবর) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ দিলওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আনোয়ারুল মুমিন (জাহাঙ্গীর স্যার)।
সভায় বিদ্যালয়ের বর্তমান অবস্থা, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক ফরিদ হোসেন-কে ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় জানানো হয়, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জেরই কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কবির আহমদ বাবর।
সভায় উপস্থিত সবাই তাঁর প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য —
মারুফ রশীদ, জিল্লুল করিম চৌধুরী, জাহেদ হোসেন, এমদাদ হোসেন টিপু, কাজি নজরুল ইসলাম, মাসুদ আহমেদ জোয়ারদার, শাহীন আহমেদ, মকসুস আহমেদ, আব্দুস সুবহান রুহেল, জুনুর, মকসুদ আহমেদ, মাসুম আহমেদ, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল প্রমুখ।
সভা শেষে প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় বিদ্যাপীঠ আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রবাসে থেকেও প্রিয় বিদ্যালয়ের প্রতি অগাধ ভালোবাসা ও মমত্ববোধই এই সভার মূল বার্তা হয়ে ওঠে।