img

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর : চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

প্রকাশিত :  ০৬:৫৯, ০৪ অক্টোবর ২০২৫

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর : চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

লন্ডন, ৩ অক্টোবর ২০২৫: ইস্ট লন্ডন মসজিদের গ্রীষ্মকালীন সবেচেয়ে বড় আয়োজন মুসলিম চ্যারিটি রান এই বছর ১২ বছর উদযাপন করছে। আগামী ১২ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে ১২তম চ্যারিটি রান । চ্যারিটি রান সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি চলছে । প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ নাম রেজিস্ট্রেশন করছেন।

৩ অক্টোবর শুক্রবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে এ উপলক্ষে আয়োজন করা হয় এক প্রেস ব্রিফিং। এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদ, সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক ও ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী।

প্রেস ব্রিফিংয়ে আগামী ১২ অক্টোবর রোববার কমিউনিটির ছেলে, বুড়ো, যুবা সকল বয়সের পুরুষ এবং অনুর্ধ ১২ বছর বয়সী মেয়েদের সপরিবারে সকাল সাড়ে ৯টার মধ্যে ভিক্টোরিয়া পার্কে সমবেত হওয়ার আহবান জানানো হয়।

মসজিদের চেয়ারম্যান আব্দুল হাই মুর্শেদ বলেন, এই বছরের চ্যারিটি রানে দেড় হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। তবে অংশগ্রহণ করলেই যে দৌড়াতে হবে এমন নয়, আপনারা পরিবার-পরিজন নিয়ে পার্কে আসবেন এবং দর্শক হয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেবেন । তিনি বলেন এটা শুধু চ্যারিটি রানই নয়, এটি কমিউনিটির একটি বড় উৎসব। পুরুষ ও সব বয়সের ছেলেদের পাশাপাশি এবার ১২ বছরের কম বয়সী মেয়েরাও অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, চ্যারিটি রানে অংশগ্রহণ করে যে সাওয়াব অর্জন করবেন, দর্শকের সারিতে দাঁড়ালেও আল্লাহ তায়ালা সেই সাওয়াবের অংশীদার করবেন বলে আমরা আশাবাদী । 

মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, মুসলিম চ্যারিটি রানের মাধ্যমে আমরা এ পর্যন্ত ১.২ মিলিয়ন পাউণ্ড সংগ্রহ করতে সক্ষম হয়েছি। শুধু গত বছরের (২০২৪ সাল) চ্যারিটি রানে ৩৫টি সংগঠন মিলে ১৯৫ হাজারের বেশি ফান্ডরেইজ করেছে।

তিনি বলেন, শুধু দৌড়ে অংশগ্রহণ আর ফান্ডরেইজিংয়ের মধ্যেই মুসলিম চ্যারিটি রানের কার্যকারিতা সীমাবদ্ধ নয়, বরং এই চ্যারিটি রানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে শতাধিক রানার পরবর্তীতে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ম্যারাথমে অংশগ্রহণ করেছে । আমরা আশা করছি, ১২ অক্টোবর কমিউনিটির মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ভিক্টোরিয়া পার্কে সমবেত হবেন এবং উৎসবে মেতে ওঠবেন। তিনি বলেন, এই রান শুধু একটি ফান নয়, এতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে মানুষ স্বাস্থ্যকর জীবন-যাবনে অভ্যস্ত হয়ে ওঠতে পারছে।

ইমাম সৈয়দ আনিসুল হক বলেন, শুধু মসজিদে বসে উপাসনা করা কিংবা ইসলামের দাওয়াত দেওয়ার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। বরং আমরা বিভিন্নভাবে ইসলামের কাজ করতে পারি। মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণও একটি ইসলামিক কাজ। কারণ এই চ্যারিটি রানের মাধ্যমে আমরা স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কমিউনিটির মানুষের  মধ্যে ঐক্য গড়ে তুলতে পারছি । তাছাড়া মানুষের যদি নিয়ত সঠিক থাকে তাহলে প্রতিটি পদক্ষেপে সে সাওয়াব অর্জন করে।

ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী চ্যারিটি রানে অংশগ্রহণে আগ্রহীদের যথাশীঘ্র নাম রেজিস্ট্রেশনের আহবান জানান । তিনি ১২ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টার মধ্যে সকলকে ভিক্টোরিয়া পার্কে জড়ো হওয়ার হওয়ার আহবান জানান, যাতে মূল দৌড় শুরু হওয়ার আগে ওয়ার্ম-আপ সেশনে অংশগ্রহণ করতে পারেন।

তিনি বলেন আগ্রহীরা মাত্র ১০ পাউণ্ড ফি পরিশোধ করে যে কোনো চ্যারিটির পক্ষে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে ফান্ডরেইজ করতে পারবেন। এই ১০ পাউণ্ডের বিনিময়ে তাঁকে দেওয়া হবে মুসলিম চ্যারিটি রানের ব্র্যান্ডেড টি-শার্ট, মেডেল, বিজয়ীদের ট্রফি ও অন্যান্য লজিস্টিক সেবা। চ্যারিটি রানে শিশুদের জন্য থাকবে বাউন্সি ক্যাসল,বাঞ্জি রান, গ্ল্যাডিয়েটর গেইম, ফুটবল শুটিংসহ নানা ধরনের স্টল।

উল্লেখ্য, এবারের চ্যারিটি রানে পার্টনার ও স্পনসর হিসেবে রয়েছে আমানাহফাই, লন্ডন ম্যারাথন, হিউম্যান আপিল, সুন্নাহ মাস্ক, সরকার সলিসিটর্স, কুরআন বাউন্ড, গ্লোবাল এহসান রিলিফ, এম.এ.টি.ডাব্লিউ প্রজেক্ট, মুসলিম হেল্প ইউকে, সালাম চ্যারিটি, আগোশ ইউকে, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, জিআরটি ইউকে, মুসলিম চ্যারিটি, আল খায়ের ফাউন্ডেশন, হেল্প ইয়াতীম ও মুসলিম এইড।

কমিউনিটি এর আরও খবর

img

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সেন্ট্রাল কমিটির কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত :  ১১:২০, ০৯ অক্টোবর ২০২৫

সভাপতি - প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, সাধারণ সম্পাদক - মাওলানা শাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক - হাফিজ মাওঃ কাওছার আহমদ
-------------------------------------------------------------
আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন গত ৫ অক্টোবর ২০২৫, রবিবার, বাদ যোহর নিউইয়র্কস্থ ফুলতলী ইসলামিক সেন্টারে স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার আল্লামা মঈন উদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওঃ মুহাম্মদ আব্দুন নুর সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

হাফিজ নজম উদ্দীন আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনজুমানে আল- ইসলাহ\'র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ভার্চুয়ালী যুক্ত হয়ে কাউন্সিল অধিবেশন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করাসহ, ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত বিভিন্ন স্টেট থেকে আগত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ আব্দুন নূর সভাপতি,  মাওলানা শাব্বির আহমদ সাধারণ সম্পাদক ও হাফিজ মাওঃ কাওছার আহমদ-কে সাংগঠনিক সম্পাদক করে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) জন্য ২৩ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি  মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ্ব সাদাত খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোতাহির হুসাইন, প্রচার সম্পাদক মালিক শেখ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, যুব-বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহিতুর রহমান সোহেল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জামশেদ হুসাইন এবং অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান।
নির্বাহী সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা সুন্নতুর রহমান, ক্বারী মাহতাব উদ্দিন চৌধুরী, হাফিজ মঈনউদ্দিন এবং হাফিজ পারভেজ সিদ্দিক।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান স্থায়ী কমিটির সভাপতি আল্লামা মঈন উদ্দীন সাহেব।
স্থায়ী কমিটির সদস্য আল্লামা  সৈয়দ সাজেদুল হক সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ‎ ‎

কমিউনিটি এর আরও খবর