
মদীনার মসজিদে নববীর শায়খ ক্বারী বশীর আহমদ আল সিদ্দিকীর ইন্তেকালে ইউকে জমিয়তের শোক প্রকাশ

মদীনা শরীফের মসজিদে নববীতে দীর্ঘ ৬০ বছর পর্যন্ত কেরাত ও তাজবীদের কালজয়ী ওস্তাদ, পবিত্র হারামাইন শরীফের কয়েকজন ইমামের সরাসরি উস্তাদ, কুরআনুল কারীমের শিক্ষা বিশ্বব্যাপী প্রচারে অনন্য কৃতিত্বের অধিকারী মহান ব্যক্তিত্ব শায়খ কারী বশীর আহমদ আল সিদ্দীক গত এক অক্টোবর (২০২৫) মদীনা শরীফে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ূন।
মরহুম শায়খ কারী বশীর সিদ্দীক মসজিদে নববীতে দীর্ঘ ষাট বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের কোরআন পিপাসুদেরকে পবিত্র কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত বিষয়ক গ্রামার, ইলমুল কেরাত ও ইলমুত তাজওয়ীদ এর উচ্চতর শিক্ষা দান করেন। এ সময় বিভিন্ন দেশের অসংখ্য অগণিত আলেম উলামা তাঁর কাছ থেকে ইজাযাহ প্রাপ্ত হন। মরহুম শায়খ কারী বশীর আহমদ আল সিদ্দীক মসজিদে নববীতে যোগদানের পূর্বে দারুল উলূম করাচীর কেরাত ও তাজওয়ীদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর শিষ্যগন পশ্চিমা বিশ্বসহ পৃথিবীর বিভিন্ন দেশে কেরাত ও ও তাজওয়ীদের অসাধারণ খেদমত অব্যাহত রেখে চলেছেন।
তাঁর বিশিষ্ট ছাত্রদের মধ্যে ছিলেন:
১) বিশ্বখ্যাত কারী, শেখ মুহাম্মদ আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি (মসজিদে নববীর প্রাক্তন ইমাম)।
২) শেখ আলী জাবির রাহঃ- (দুই পবিত্র মসজিদের প্রাক্তন ইমাম)।
৩) শেখ মুহাম্মদ আল-মুখতার আল-শানকিতি, সিনিয়র পণ্ডিত পরিষদের সদস্য।
৪) শেখ আবদুল মুহসিন আল-কাসিম (আল-মসজিদ আন-নবওয়ির ইমাম)
৫) শেখ সালাহ আল-বুদাইর (আল-মসজিদ আন-নববীর ইমাম)।
প্রয়াত শাইখকে মসজিদে নববীতে কুরআন শিক্ষার এক ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচনা করা হত, তিনি জ্ঞানের এক উত্তরাধিকার এবং মুসলিম বিশ্ব জুড়ে কুরআনের সেবা করে চলেছেন এমন ছাত্রদের রেখে গেছেন।
শায়খ বশীর আহমদ আল সিদ্দীক এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দ এক শোকবার্তায় গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর পরকালীন মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর সমীপে কায়মনোবাক্যে মোনাজাত করেন। ইউকে জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের পরিবার পরিজনের প্রতিও সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন মরহুম শায়খ কারী বশীর সিদ্দীকের কোরআনী খেদমত তাঁর জন্য চিরকাল উত্তম সদকায়ে জারিয়া বিবেচিত হবে ইনশাআল্লাহ।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন:-
শায়খ মাওলানা আসগর হুসাইন প্রধান উপদেষ্টা জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে,
ডক্টর মাওলানা শুয়াইব আহমদ,
সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে,
মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।
সিনিয়র সহ-সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, জয়েন্ট সেক্রেটারি হাফীজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান,হাফীজ মাওলানা মাছুম আহমদ, মাওলানা মইন উদ্দিন খান,মাওলামা আব্দুল গাফ্ফার,ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ,প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই,মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।