img

টাওয়ার হ্যামলেটসের প্রোপার্টি এন্ড এস্টেইট এর কর্পোরেট ডাইরেক্টর নিযুক্ত

প্রকাশিত :  ১৮:৫২, ০২ অক্টোবর ২০২৫

টাওয়ার হ্যামলেটসের প্রোপার্টি এন্ড এস্টেইট এর কর্পোরেট ডাইরেক্টর নিযুক্ত

প্রোপার্টি এন্ড এস্টেইট  ডিপার্টমেন্ট এর কর্পোরেট ডাইরেক্টর হিসেবে স্যাম ব্রাউনকে নিয়োগ দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। মি. ব্রাউনের জন্ম এবং বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে। ১৯৮৮ সালে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কর্মজীবন শুরু করেছিলেন। একজন শিক্ষানবীশ প্লাম্বার হিসেবে শুরু করে বর্তমানে তিনি প্রোপার্টি এন্ড এস্টেইট এর নতুন করপোরেট ডাইরেক্টর।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রোপার্টি এন্ড এস্টেইটস এর নবনিযুক্ত করপোরেট ডাইরেক্টর মিস্টার ব্র্রাউন বলেন, \'\'আমি গর্বের সাথে বলি টাওয়ার হ্যামলেটসে আমার আজীবনের বসবাস। একজন শিক্ষানবীস হিসেবে ১৯৮৮ সালে আমি কাউন্সিলের জন্যে কাজ শুরু করেছিলাম।  একটি শ্রমজীবি পরিবার থেকে উঠে এসে আমি সরাসরি কাউন্সিলের জন্যে কর্মরত থাকা অবস্থায় আমার সিটি এন্ড গিল্ডস এবং এডভান্স ক্রাফ্ট কোয়ালিফিকেশন কোর্স সম্পন্ন করেছি।

এরপর থেকে আমার পেশা জীবনে আমি গ্লোব টাউন রেসিডেন্ট কেয়ারটেকার থেকে শুরু করে, লাইম হাউসে হাউজিং ইন্সপেক্টরসহ হাউজিংয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি, যা আমাকে কমিউনিটির সঙ্গে একটি সুুদৃঢ় বন্ধন তৈরীর সুযোগ করে দিয়েছে এবং এর মাধ্যমে আমি সামনে থেকে কাজ করার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি। 

বছরের পর বছর ধরে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় বিভিন্ন পদে কাজের মাধ্যমে আমি সব সময় শিখেছি এবং নিজেকে বিকশিত করেছি। পেশাজীবনের এই ধারাবাহিকতায় আমি ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে ১০৬ সদস্যের দায়িত্বশীল সহকর্মীদের একটি টিমকে নেতৃৃত্ব দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি, এদের অনেকের সঙ্গে পুরো কর্মজীবন পাশাপাশি থেকে কাজ করেছি।

কাউন্সিলের সহযোগিতায় আমি আমার নিজেকে আরো বহু দূর এগিয়ে নিয়েছি, গত বছর লিডারশীপ এবং ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ লেভেল-৭ সম্পন্ন করেছি। অতি সম্প্রতি, সফলভাবে দায়িত্ব পালনের পর প্রোপার্টি এবং এস্টেইট এর করপোরেট ডাইরেক্টর হিসেব নিয়োগ পেয়ে আমি সত্যি আনন্দিত।

৩৭ বছরের কর্মজীবনে আমি যে পথ বেছে নিয়েছিলাম তাতে আমি অত্যন্ত গর্বিত এবং প্রতিটি স্তরে কাউন্সিলের সার্বিক সহযোগিতার জন্যে আমি কৃতজ্ঞ। কিন্তু আরো গুরুত্বপূর্ণ এবং পুলকিত বিষয় হল, যে বারাকে সব সময় আমি নিজের বাড়ি মনে করে আসছি, সেই টাওয়ার হ্যামলেটস বারার বাসিন্দাদের জন্যে সামনের দিনগুলোতে আমার আবেগ ও অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে প্রকৃতপক্ষেই আমি আলাদা কিছু করতে চাই।\'\'

হাউজিং এন্ড রিজেনারেশনের করপোরেট ডাইরেক্টর ডেভিড জয়েস বলেছেন, \'\'সাম হলেন এমন একজন মানুষ যিনি টাওয়ার হ্যামলেটসে তার পেশাগত জীবনে নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতার সংমিশ্রনে কিছু একটা করার জন্যে নিজেকে ব্যস্ত রাখেন।

\'\'আমাদের করপোরেট প্রোপার্টি এবং এস্টেইটের বৈচিত্র্যময়তা এবং এর সাথে অসংখ্য ব্যক্তিগত চ্যালেঞ্জ এবং বিবেচনার বিষয়গুলিও রয়েছে। আমরা যে কমিউনিটি এবং বাসিন্দাদের সেবা করি তাদের জন্য আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার অব্যাহত রাখার ক্ষেত্রে স্যামের অভিজ্ঞতা মূল্যবান হবে।\'\'

কমিউনিটি এর আরও খবর

img

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সেন্ট্রাল কমিটির কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত :  ১১:২০, ০৯ অক্টোবর ২০২৫

সভাপতি - প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, সাধারণ সম্পাদক - মাওলানা শাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক - হাফিজ মাওঃ কাওছার আহমদ
-------------------------------------------------------------
আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন গত ৫ অক্টোবর ২০২৫, রবিবার, বাদ যোহর নিউইয়র্কস্থ ফুলতলী ইসলামিক সেন্টারে স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার আল্লামা মঈন উদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওঃ মুহাম্মদ আব্দুন নুর সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

হাফিজ নজম উদ্দীন আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনজুমানে আল- ইসলাহ\'র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ভার্চুয়ালী যুক্ত হয়ে কাউন্সিল অধিবেশন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করাসহ, ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত বিভিন্ন স্টেট থেকে আগত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ আব্দুন নূর সভাপতি,  মাওলানা শাব্বির আহমদ সাধারণ সম্পাদক ও হাফিজ মাওঃ কাওছার আহমদ-কে সাংগঠনিক সম্পাদক করে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) জন্য ২৩ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি  মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ্ব সাদাত খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোতাহির হুসাইন, প্রচার সম্পাদক মালিক শেখ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, যুব-বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহিতুর রহমান সোহেল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জামশেদ হুসাইন এবং অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান।
নির্বাহী সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা সুন্নতুর রহমান, ক্বারী মাহতাব উদ্দিন চৌধুরী, হাফিজ মঈনউদ্দিন এবং হাফিজ পারভেজ সিদ্দিক।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান স্থায়ী কমিটির সভাপতি আল্লামা মঈন উদ্দীন সাহেব।
স্থায়ী কমিটির সদস্য আল্লামা  সৈয়দ সাজেদুল হক সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ‎ ‎

কমিউনিটি এর আরও খবর