
টাওয়ার হ্যামলেটসের প্রোপার্টি এন্ড এস্টেইট এর কর্পোরেট ডাইরেক্টর নিযুক্ত

প্রোপার্টি এন্ড এস্টেইট ডিপার্টমেন্ট এর কর্পোরেট ডাইরেক্টর হিসেবে স্যাম ব্রাউনকে নিয়োগ দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। মি. ব্রাউনের জন্ম এবং বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে। ১৯৮৮ সালে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কর্মজীবন শুরু করেছিলেন। একজন শিক্ষানবীশ প্লাম্বার হিসেবে শুরু করে বর্তমানে তিনি প্রোপার্টি এন্ড এস্টেইট এর নতুন করপোরেট ডাইরেক্টর।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রোপার্টি এন্ড এস্টেইটস এর নবনিযুক্ত করপোরেট ডাইরেক্টর মিস্টার ব্র্রাউন বলেন, \'\'আমি গর্বের সাথে বলি টাওয়ার হ্যামলেটসে আমার আজীবনের বসবাস। একজন শিক্ষানবীস হিসেবে ১৯৮৮ সালে আমি কাউন্সিলের জন্যে কাজ শুরু করেছিলাম। একটি শ্রমজীবি পরিবার থেকে উঠে এসে আমি সরাসরি কাউন্সিলের জন্যে কর্মরত থাকা অবস্থায় আমার সিটি এন্ড গিল্ডস এবং এডভান্স ক্রাফ্ট কোয়ালিফিকেশন কোর্স সম্পন্ন করেছি।
এরপর থেকে আমার পেশা জীবনে আমি গ্লোব টাউন রেসিডেন্ট কেয়ারটেকার থেকে শুরু করে, লাইম হাউসে হাউজিং ইন্সপেক্টরসহ হাউজিংয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি, যা আমাকে কমিউনিটির সঙ্গে একটি সুুদৃঢ় বন্ধন তৈরীর সুযোগ করে দিয়েছে এবং এর মাধ্যমে আমি সামনে থেকে কাজ করার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি।
বছরের পর বছর ধরে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় বিভিন্ন পদে কাজের মাধ্যমে আমি সব সময় শিখেছি এবং নিজেকে বিকশিত করেছি। পেশাজীবনের এই ধারাবাহিকতায় আমি ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে ১০৬ সদস্যের দায়িত্বশীল সহকর্মীদের একটি টিমকে নেতৃৃত্ব দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি, এদের অনেকের সঙ্গে পুরো কর্মজীবন পাশাপাশি থেকে কাজ করেছি।
কাউন্সিলের সহযোগিতায় আমি আমার নিজেকে আরো বহু দূর এগিয়ে নিয়েছি, গত বছর লিডারশীপ এবং ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ লেভেল-৭ সম্পন্ন করেছি। অতি সম্প্রতি, সফলভাবে দায়িত্ব পালনের পর প্রোপার্টি এবং এস্টেইট এর করপোরেট ডাইরেক্টর হিসেব নিয়োগ পেয়ে আমি সত্যি আনন্দিত।
৩৭ বছরের কর্মজীবনে আমি যে পথ বেছে নিয়েছিলাম তাতে আমি অত্যন্ত গর্বিত এবং প্রতিটি স্তরে কাউন্সিলের সার্বিক সহযোগিতার জন্যে আমি কৃতজ্ঞ। কিন্তু আরো গুরুত্বপূর্ণ এবং পুলকিত বিষয় হল, যে বারাকে সব সময় আমি নিজের বাড়ি মনে করে আসছি, সেই টাওয়ার হ্যামলেটস বারার বাসিন্দাদের জন্যে সামনের দিনগুলোতে আমার আবেগ ও অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে প্রকৃতপক্ষেই আমি আলাদা কিছু করতে চাই।\'\'
হাউজিং এন্ড রিজেনারেশনের করপোরেট ডাইরেক্টর ডেভিড জয়েস বলেছেন, \'\'সাম হলেন এমন একজন মানুষ যিনি টাওয়ার হ্যামলেটসে তার পেশাগত জীবনে নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতার সংমিশ্রনে কিছু একটা করার জন্যে নিজেকে ব্যস্ত রাখেন।
\'\'আমাদের করপোরেট প্রোপার্টি এবং এস্টেইটের বৈচিত্র্যময়তা এবং এর সাথে অসংখ্য ব্যক্তিগত চ্যালেঞ্জ এবং বিবেচনার বিষয়গুলিও রয়েছে। আমরা যে কমিউনিটি এবং বাসিন্দাদের সেবা করি তাদের জন্য আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার অব্যাহত রাখার ক্ষেত্রে স্যামের অভিজ্ঞতা মূল্যবান হবে।\'\'