img

প্রবাসীদের সহজভাবে ভোট প্রদানের সুযোগ তৈরী করে দিতে হবে -লন্ডনে হাইকমিশনের সাথে বৈঠকে প্রফেসর আব্দুল হান্নান

প্রকাশিত :  ২০:১৮, ০৩ অক্টোবর ২০২৫

প্রবাসীদের সহজভাবে ভোট প্রদানের সুযোগ তৈরী করে দিতে হবে -লন্ডনে হাইকমিশনের সাথে বৈঠকে প্রফেসর আব্দুল হান্নান

বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট-২ (ওসমানী নগর-বিশ্বনাথ) সংসদীয় আসনের প্রার্থী প্রফেসর আব্দুল হান্নান বলেছেন, প্রবাসীদের শুধু রেমিটেন্স যোদ্ধা না বলে দেশের অর্থনীতির প্রধানতম চালিকা হিসেবে তাদের যথাযত সম্মান দিতে হবে।  বাংলাদেশী নাগরিক পৃথিবীর যে দেশেই বসবাস করেন না কেন, নাগরিক হিসেবে তাদের প্রতিটি অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডন যদি প্রবাসীদের দীর্ঘ  দিনের দাবি ভোটাধিকার বাস্তবে কার্যকর করতে পারে তবে সেটি হবে প্রবাসীদের জন্য সব চেয়ে বড় সম্মানজনক প্রাপ্তি।তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আন্তরিক এবং প্রবাসীরা মনে করছেন ভোটার তালিকায় সহজভাবে অন্তর্ভুক্তির মুখ্য ভূমিকা বাংলাদেশ হাইকমিশনই পালন করবে।

তিনি মঙ্গলবার দুপুরে বাংলাদেশে হাইকমিশন লন্ডনে মতবিনিময় কালে বক্তব্য রাখছিলেন। যুক্তরাজ্য সফররত প্রফেসর আব্দুল হান্নান মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে তার পূর্বনিধারিত মতবিনিময় অনুষ্ঠানের জন্য পৌঁছালে তাঁকে স্বাগত জানান হাইকমিশনার আবিদা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক আকবর হোসেন, হাইকমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত। 

প্রবাসীদের ভোটাধিকার, দেশে প্রবাসীদের নিরাপদ বিনিয়োগ এবং দেশে প্রবাসীদের সম্পদ দখলরোধে আইনি সহায়তা ও রাজনৈতিক নেতৃত্বের সামাজিক কর্তব্য বিষয়ে প্রফেসর আব্দুল হান্নান আলোচনা করেন। 

তিনি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে বলেন, আমি দেশে সিলেট-২ নির্বাচনী আসনের একজন প্রার্থী। প্রবাসে আমার আসনের হাজার হাজার নাগরিক বসবাস করেন।  অর্থনীতিতে তাদের অবদান কোনো ভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।আমি নির্বাচনী মতবিনিময়ের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন সিটিতে সফর করে সবার কাছ থেকেই এই দাবি পেয়েছি যে তারা সহজ উপায়ে তাদের ভোটাধিকার চান।তারা চান কোনো ধরণের জটিলতা ছাড়া ভোটার হয়ে তাদের আমানত ভোটটি প্রদান করতে। 

প্রফেসর হান্নান প্রবাসী বিনিয়োগ বিষয় উল্ল্যেখ করে বলেন, প্রবাসীদের বিনিয়োগের জন্য দেশ চমৎকার পরিবেশ রয়েছে। তিনি বিনিয়োগে আগ্রহীদের এ ক্ষেত্রে হাই কমিশন থেকে সহায়তা নেয়ার আহবান জানান, সেই সাথে তিনি নিজেও একজন ব্যবসায়ী এবং উদ্যোগতা হিসেবে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,প্রবাসীরা দেশে বিনিয়োগ, চাঁদাবাজি কিংবা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে  যেন আইনি জটিলতার মুখোমুখি না হন। তিনি বলেন, সামাজিক কোনো বিষয়ে তিনি এবং তাঁর দল সর্বাত্বক সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বিমান টিকেটের অতিরিক্ত মূল্য  এবং ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অন্য এয়ারলাইন্স চালু করতে হাই কমিশনের সহায়তা কামনা করেন। 

হাইকমিশনার আবিদা ইসলাম প্রফেসর আব্দুল হান্নানকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের ভোটাধিকার, দেশে বিনিয়োগ, বিমানের ভাড়া সহনশীল পর্যায়ে নেয়াসহ প্রবাসীদের সকল ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে তাঁর পক্ষ থেকে সকল ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ এর প্রেস সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী উদ্যোক্তা আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ওসমানী নগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম ইউকের সভাপতি শাহ নেসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, ওসমানী নগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম ইউকের সদস্য সচিব  আব্দুর রহিম রঞ্জু, ফোরামের প্রধান সমন্বয়ক কাজী নজমুল আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রব, কমিউনিটি ব্যক্তিত্ব তালেব উদ্দিন রব, আব্দুর রউফ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান, আব্দুল বাসিত রফি প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

img

শারীরিক কার্যক্রমে অংশগ্রহণে প্রতিবন্ধকতা নিয়ে গবেষণায় আগ্রহী সংগঠন খুঁজছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত :  ২০:৫৭, ১৫ নভেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল একটি গুণগত গবেষণা প্রকল্প পরিচালনার জন্য স্থানীয় কমিউনিটি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কাছ থেকে আগ্রহ প্রকাশের আহ্বান জানিয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো টাওয়ার হ্যামলেটসে বসবাসরত বয়স্ক নাগরিক এবং এশীয় বংশোদ্ভূত নারীদের মধ্যে শারীরিকভাবে সক্রিয় থাকার  কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা।
এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য ‘প্লেস পার্টনারশিপ’ প্রোগ্রামের আওতায় নীতিনির্ধারণী কাজে সহায়তা করবে এবং স্থানীয় জনগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়ক হবে।
নির্বাচিত সংস্থাটি স্থানীয় কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, ফোকাস গ্রুপ এবং উন্মুক্ত প্রশ্ন ভিত্তিক জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সহযোগিতায় কাজ সম্পন্ন করবে। এ প্রকল্পের জন্য বরাদ্দকৃত বাজেট £১৫,০০০ পাউন্ড।
প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে:
- সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে প্রাথমিক আলোচনা
- প্রকল্পের মূল কর্মসূচি সূচক (KPIs) নির্ধারণ
- একটি চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রতিবেদন প্রস্তুত ও জমা
কাউন্সিলের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে শক্তিশালী সম্পৃক্ততা এবং অন্তর্ভুক্তিমূলক গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন সংস্থাগুলোকে এই কাজে অংশ নেওয়ার জন্য আহবান জানানো হচ্ছে। আগ্রহী সংস্থাগুলিকে একটি সংক্ষিপ্ত লিখিত প্রস্তাবনা জমা দিতে হবে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর বিকেল ৫টা।
বিস্তারিত তথ্য ও প্রকল্পের বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
সোফি বাওয়েন, পাবলিক হেলথ অফিসার, হেলদি এনভায়রনমেন্টস
ইমেইল: Sophie.bowen@towerhamlets.gov.uk

কমিউনিটি এর আরও খবর