প্রফেসর আব্দুল হান্নানের সাথে সলিসিটার মোহাম্মদ আবুল কালামের সৌজন্য সাক্ষাৎ
লন্ডনের জনপ্রিয় সলিসিটার ফার্মের স্বত্বাধিকারী ব্যারিস্টার ও সলিসিটার মোহাম্মদ আবুল কালামের সাথে গত ২০ সেপ্টেম্বর শনিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও আল হামরা লিমিটেডের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক উসমানী নগরের কৃতিসন্তান প্রফেসর আব্দুল হান্নান।
সাক্ষাতের শুরুতে সলিসিটার মোহাম্মদ আবুল কালাম ফুল দিয়ে প্রফেসর আব্দুল হান্নানকে বরণ করে নেন। পরে দুজনের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
প্রফেসর আব্দুল হান্নান দীর্ঘদিন তাজপুর কলেজে অধ্যাপনা করছেন এবং সিলেটের মিরাবাজার জামেয়ায় প্রিন্সিপালের দায়িত্ব সফলভাবে পালন করছেন।
এ সময় আলোচনায় আরও উপস্থিত ছিলেন— বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী, লন্ডন ইকরা ইন্সটিটিউটের চেয়ারম্যান ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রব এবং তরুণ ব্যবসায়ী কামরুজ্জামান প্রমুখ।



















