img

প্রফেসর আব্দুল হান্নানের সাথে সলিসিটার মোহাম্মদ আবুল কালামের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত :  ২০:১০, ০৩ অক্টোবর ২০২৫

প্রফেসর আব্দুল হান্নানের সাথে সলিসিটার মোহাম্মদ আবুল কালামের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনের জনপ্রিয় সলিসিটার ফার্মের স্বত্বাধিকারী ব্যারিস্টার ও সলিসিটার মোহাম্মদ আবুল কালামের সাথে গত ২০ সেপ্টেম্বর শনিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও আল হামরা লিমিটেডের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক উসমানী নগরের কৃতিসন্তান প্রফেসর আব্দুল হান্নান।

সাক্ষাতের শুরুতে সলিসিটার মোহাম্মদ আবুল কালাম ফুল দিয়ে প্রফেসর আব্দুল হান্নানকে বরণ করে নেন। পরে দুজনের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।

প্রফেসর আব্দুল হান্নান দীর্ঘদিন তাজপুর কলেজে অধ্যাপনা করছেন এবং সিলেটের মিরাবাজার জামেয়ায় প্রিন্সিপালের দায়িত্ব সফলভাবে পালন করছেন।

এ সময় আলোচনায় আরও উপস্থিত ছিলেন— বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী, লন্ডন ইকরা ইন্সটিটিউটের চেয়ারম্যান ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রব এবং তরুণ ব্যবসায়ী কামরুজ্জামান প্রমুখ। 

কমিউনিটি এর আরও খবর

img

শারীরিক কার্যক্রমে অংশগ্রহণে প্রতিবন্ধকতা নিয়ে গবেষণায় আগ্রহী সংগঠন খুঁজছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত :  ২০:৫৭, ১৫ নভেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল একটি গুণগত গবেষণা প্রকল্প পরিচালনার জন্য স্থানীয় কমিউনিটি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কাছ থেকে আগ্রহ প্রকাশের আহ্বান জানিয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো টাওয়ার হ্যামলেটসে বসবাসরত বয়স্ক নাগরিক এবং এশীয় বংশোদ্ভূত নারীদের মধ্যে শারীরিকভাবে সক্রিয় থাকার  কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা।
এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য ‘প্লেস পার্টনারশিপ’ প্রোগ্রামের আওতায় নীতিনির্ধারণী কাজে সহায়তা করবে এবং স্থানীয় জনগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়ক হবে।
নির্বাচিত সংস্থাটি স্থানীয় কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, ফোকাস গ্রুপ এবং উন্মুক্ত প্রশ্ন ভিত্তিক জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সহযোগিতায় কাজ সম্পন্ন করবে। এ প্রকল্পের জন্য বরাদ্দকৃত বাজেট £১৫,০০০ পাউন্ড।
প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে:
- সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে প্রাথমিক আলোচনা
- প্রকল্পের মূল কর্মসূচি সূচক (KPIs) নির্ধারণ
- একটি চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রতিবেদন প্রস্তুত ও জমা
কাউন্সিলের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে শক্তিশালী সম্পৃক্ততা এবং অন্তর্ভুক্তিমূলক গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন সংস্থাগুলোকে এই কাজে অংশ নেওয়ার জন্য আহবান জানানো হচ্ছে। আগ্রহী সংস্থাগুলিকে একটি সংক্ষিপ্ত লিখিত প্রস্তাবনা জমা দিতে হবে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর বিকেল ৫টা।
বিস্তারিত তথ্য ও প্রকল্পের বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
সোফি বাওয়েন, পাবলিক হেলথ অফিসার, হেলদি এনভায়রনমেন্টস
ইমেইল: Sophie.bowen@towerhamlets.gov.uk

কমিউনিটি এর আরও খবর