img

মাইল এন্ডে সাড়ে ৪ লাখ পাউন্ড ব্যয়ে আধুনিক ফুটবল পিচ চালু

প্রকাশিত :  ২১:৫৪, ১৭ অক্টোবর ২০২৫

মাইল এন্ডে সাড়ে ৪ লাখ পাউন্ড ব্যয়ে আধুনিক ফুটবল পিচ চালু

সবার জন‍্য উন্নত স্পোর্টস সুবিধা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর – মেয়র লুৎফুর রহমান

পূর্ব লন্ডনের মাইল এন্ড পার্কের ফুটবল পিচের সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রায় ৪ লাখ ৩২ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বারার বাসিন্দাদের জন্য আরো বেশী লেজার সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে সম্প্রতি মাইল এন্ড এর ফুটবল পিচ গুলো পুনরায় চালু করা হয়েছে।

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন ও স্থানীয় কমিউনিটি গ্রুপকে সঙ্গে নিয়ে ফুটবল পিচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এসময় হেড অফ সার্ভিসেস ফর কালচার ক্যাপিটাল টিম ক্লি, হেড অফ সার্ভিসেস ফর লেইজার অপারেশন্স সায়মন জোনস এবং ডিরেক্টর অফ কালচার জহুর আলী সহ কাউন্সিলের স্পোর্টস সার্ভিসেস এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংস্কার হওয়া কাজের মধ্যে রয়েছে, পুরনো পিচগুলোর নিচের স্তরে নতুনভাবে সংস্কার, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পিচে শক প্যাড বসানো, উন্নতমানের কৃত্রিম ঘাসের স্তর স্থাপন, মজবুত ফেন্সিং, নতুন কিকবোর্ড, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পূর্ণ নতুন গোলপোস্ট বসানো হয়েছে।


নতুন ফুটবল পিচগুলো ওয়েবসাইটে গিয়ে বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ব্যবস্থাপনায় রয়েছে \'প্লে ফুটবল\'।

এই বিনিয়োগের ফলে সব বয়সের মানুষের জন্য আরও নিরাপদ ও আনন্দদায়ক খেলার পরিবেশ তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের জন্য উপযুক্ত স্থান গড়ে উঠবে, যা বাসিন্দাদের সক্রিয় থাকতে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, \"আমরা যখন লেজার সেন্টারগুলোকে আবারও বারার বাসিন্দাদের মালিকানায় ফিরিয়ে আনলাম, তখন থেকে খেলাধুলা, সুস্থতা এবং বিনোদনের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বিনিয়োগ সম্ভব হয়েছে। যার একটি উদাহরণ হলো মাইল এন্ডে এই চমৎকার নতুন ফুটবল পিচগুলোর আধুনিকায়ন। তৃণমূল পর্যায়ে ফুটবল এবং কমিউনিটি স্পোর্টস মানুষকে একত্রিত করতে, সুস্থ-সবল জীবন গড়ে এবং তরুণদের জন্য সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।\"


তিনি বলেন, \"আমরা যে পিকগুলো উন্মুক্ত করছি, তা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন। বারার বাসিন্দাদের জন্য আমরা উন্নতমানের স্পোর্টস সুবিধা দিতে বদ্ধপরিকর। আমি গর্বিত যে, এমন আধুনিক ও উচ্চ মানের স্পোর্টস স্পেস তৈরি করছি, যা টাওয়ার হ্যামলেটসের সবাই উপভোগ করতে পারবে।”

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন বলেন, “আমরা শুধু মাঠের উন্নয়নেই থেমে থাকছি না। জন ওরওয়েল - এর বয়লার প্লান্টে আপগ্রেডের কাজ চলছে,  মাইল এন্ড এর মাল্টি কোর্ট গুলোর আধুনিকায়ন হওয়ার পথে,  ইয়র্ক হল এবং হোয়াইটচ্যাপেল সেন্টারের আরও উন্নয়ন পরিকল্পনায় রয়েছে। আমরা পুরো বারাজুড়ে স্থায়ীভাবে উন্নয়ন করছি। এই প্রকল্পগুলো নিশ্চিত করে যে, আমাদের বাসিন্দারা আধুনিক, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক সুযোগ-সুবিধা পাবেন, যা আগামী বহু বছর ধরে কমিউনিটিকে সেবা দিয়ে যাবে।”

কমিউনিটি এর আরও খবর

img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :  ০৮:৩৪, ১৯ অক্টোবর ২০২৫

নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার দাবী

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কার্যকরি নতুন কমিটিকে অভিষিক্ত করা হয়েছে। ব্রাডফোর্ড এর শাপলা কমিউনিটি সেন্টারে  ১৪ই অক্টোবর বেলা ২ ঘটিকায় সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই।

বিশেষ অতিথি হিসাবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, গ্রেটার সিলেট এর সাবেক সেক্রেটারি  ৭১ এর বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, ড. মনুজ জোসি এম বি ই ডি এল, কমিউনিটি ব্যাক্তিত্ব ড. শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান. রিজিওনাল  ট্র্বেজারার কাউন্সিলার ফুলজার আহমদ, সাউথ ওয়েষ্ট রিজিওনাল চেয়ারপার্সন নজমুল ইসলাম, জেনারেল সেক্রেটারি এডভোকেট মীর গোলাম মস্তোফা, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল, সাংবাদিক সৈয়দ ছাদেক আহমদ,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির,  ইউনিটি অব মৌলভীবাজার এর প্রেসিডেন্ট আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েষ্ট রিজিওনাল ট্রেজারার  সোহেল মিয়া, ও  সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ কাহের সহ কেন্দ্রীয়  অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রিজিওনাল নেতৃবৃন্দের  মধ্যে জামাল আলী জেপি, শাহাব উদ্দিন, মোহাম্মদ সালেহ, মোহাম্মদ রুকনুজ্জামান, কবির উদ্দিন, মসুদ চৌধুরী, সৈয়াদ আনোয়ার হোসেন,ও আব্দুল বাসিত সহ  প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্টান শেষে সমাপনী বক্তব্য রাখেন প্রবীন মুরব্বি জনাব হাজী কবির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন , এনামুল হক কে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।  

গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই, সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহব্বান জানিয়ে নতুন কমিটি আগামী দু\'বছর লকাল কমিউনিটির উন্নয়ণে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেট বাসীর দাবি দাওয়ার ক্যাম্পেইণে ও মানবতার কল্যাণে  কমিউনিটির  মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর প্রবাসীদের  বাংলাদেশে ও  বিমানবন্দরে নানা ধরনের হয়রানি বন্ধ,  নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা  ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার জোর  দাবী জানিয়েছেন।

নতুন কমিটির চেয়ারপার্সন কাউন্সিলার আসরাফ মিয়া সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল ২০২৫ ও ২০২৭ সালের জন্য নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন, এনামুল হক কে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।  

নতুন কমিটির সম্মানিত উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া,শাহাব উদ্দিন, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলার কামাল হোসেন, লালু মিয়া,মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন,ও ইসমাইল আলী মিরাস।

২০২৫ ও ২০২৭ সালের জন্য নব নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, ভাইস চেয়ারম্যান, মনওর আলী রুকনুজ্জামান, সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ লয়লু মিয়া,খালিদুর রহমান, আসক আলী, আব্দুল খালিক,পংকি মিয়া, জয়েন্ট সেক্রেটারি রুহেল মিয়া ও আব্দুল কুদ্দুস, জয়েন্ট ট্রেজারার শাহীন আহমেদ, ও আজমল হোসেন,অর্গানাইজিং সেক্রেটারি শাহিদুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি  জুনেদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কবির আহমেদ, জয়েন্ট মেম্বারশিপ সেক্রেটারি নাজমুল ইসলাম, সুন্দর আলী, ও গিয়াস উদ্দিন, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি শেখ মোহাম্মদ আলেক্স, জয়েন্ট প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি এমদাদুল হক ও মুসা আহমেদ, কালচারাল সেক্রেটারি নুরুজ্জামান জামাল, জয়েন্ট কালচারাল সেক্রেটারি মনির পারভেজ, স্পোর্টস সেক্রেটারি  আরজ আলী, জয়েন্ট  স্পোর্টস সেক্রেটারি হেলাল মিয়া, এডুকেশন সেক্রেটারি সয়ফুর রহমান, জয়েন্ট এডুকেশন সেক্রেটারি শেখ মোহাম্মদ লায়েক মিয়া,রিলিজিয়াস সেক্রেটারি  এম এ মান্নান, জয়েন্ট রিলিজিয়াস সেক্রেটারি লুতফুর রহমান, উইমেন্স অর্গানাইজিং সেক্রেটারি জয়নব আক্তার, ইসি মেম্বার মোহাম্মদ মালিক,সিরাজুল ইসলাম ও মোহাম্মদ সিরাজ মিয়া।

কমিউনিটি এর আরও খবর