বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মেয়র অফিস ও ইউনাইটেড ইস্ট এন্ড-এর মিডিয়া ব্রিফিং

img

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ: শনিবার হবে শান্তি মিছিল

প্রকাশিত :  ১৮:৩৭, ২১ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৩৩, ২১ অক্টোবর ২০২৫

শান্তি সমাবেশে অংশ নিতে মেয়র লুৎফর রহমান ও ড. গ্লিন রবিনসের আহবান

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ: শনিবার হবে শান্তি মিছিল
ইউকিপের মিছিলে অংশ নিয়ে টাওয়ার হ্যামলেটসে প্রবেশ করলে গ্রেফতার করতে পারে পুলিশ 

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটান পুলিশ। ‘গুরুতর অস্থিরতার আশঙ্কা’-র যথেষ্ট কারন থাকায় মেট পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টাউন হলে আয়োজিত এক জরুরি মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ  বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ইউকিপ-এর রেলি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এবং ইউনাইটেড ইস্ট এন্ড-এর চেয়ার ড. গ্লিন রবিনস বলেন, “তারপরও আমরা এক কমিউনিটি হিসাবে আমাদের ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে একটি শান্তি সমাবেশের  আয়োজন করব।”

উল্লেখ্য, পাবলিক অর্ডার অ্যাক্টের শর্ত অনুযায়ী ইউকিপ (UKIP) হোয়াইটচ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস বরো’র অন্য কোথাও তাদের প্রতিবাদ সমাবেশ করতে পারবে না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউকিপ তাদের প্রতিবাদ অন্য কোথাও আয়োজন করতে কোন বাধা নাই, এবং যারা টাওয়ার হ্যামলেটসে জড়ো হওয়ার চেষ্টা করবে, তারা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। দলটি জানিয়েছে, তারা লন্ডনের অন্য স্থানে মিছিলটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।

নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, “এই ফার-রাইট কর্মসূচি আমাদের স্থানীয় কমিউনিটিতে বিশৃঙ্খলা, আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি করতে পারত। কিন্তু আমরা জানি, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনও টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি — ভবিষ্যতেও পারবে না।”


এদিকে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ‘আমরা মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্তকে স্বাগত জানাই — টাওয়ার হ্যামলেটস থেকে প্রস্তাবিত মিছিলটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ। টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল বরো, এবং এখানে সম্প্রদায়গত সংহতির হারও সর্বোচ্চ। এই বছর একটি স্বাধীন জরিপে দেখা গেছে, ৯১% মানুষ বলেছেন যে তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে থাকেন।”

এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ “ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর” প্রস্তাব পাশ হয়েছে, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি “প্রত্যাখ্যান” করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে টার্গেট করে এখানে আসে।

একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে ইউকিপ ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র ও ড. গ্লিন রবিনস ছাড়াও উপস্থিত ছিলেন — টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মোস্ক এর চেয়ার মাওলানা শামসুল হক, স্ট্যান্ড আপ টু রেসিজম এর ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চ এর রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আবদুল্লাহ ফালিক, এমসিএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর দিলওয়ার খান, ডেপুটি মেয়র  কাউন্সিলর মাইযুম তালুকদার, পপলার ইউনিয়ন এর চেয়ার ও সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ড এর একটিভিস্ট সামিরা আলি, এবং টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরাম-এর প্রতিনিধি সুফিয়া আলম।

কমিউনিটি এর আরও খবর

img

একসাথে সবুজ টাওয়ার হ্যামলেটস গড়ে তুলুন: যোগ দিন ক্লাইমেট অ্যালায়েন্সে

প্রকাশিত :  ১২:০৫, ২২ অক্টোবর ২০২৫

\"টাওয়ার হ্যামলেটস ক্লাইমেট অ্যালায়েন্স” নামে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নতুন বরো-ব্যাপী এক উদ্যোগের সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় প্রতিষ্ঠান, ব্যবসা ও কমিউনিটি গুলোকে একত্রিত করে সমন্বিত এবং পরিমাপযোগ্য জলবায়ু কার্যক্রম পরিচালনা করা।

যে কোনো প্রতিষ্ঠান, যারা ইতিমধ্যেই টেকসই উন্নয়নের পথে নেতৃত্ব দিচ্ছে কিংবা এখনই এই যাত্রা শুরু করছে, তারা এই অ্যালায়েন্সের মাধ্যমে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং যৌথ পদক্ষেপের সুযোগ পাবে। ক্লাইমেট অ্যালায়েন্সে যোগদান সম্পূর্ণ ফ্রি।

এই অ্যালায়েন্স টাওয়ার হ্যামলেটসের মধ্যে একটি দৃশ্যমান ও ক্রমবর্ধমান আন্দোলনের সূচনা করবে, যা স্থানীয় পর্যায়ে জলবায়ু সংকট মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কেবল নিজেদের পরিবেশগত দায়বদ্ধতা বাড়াবেই না, বরং একে অপরের সঙ্গে সহযোগিতা করে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারবে।

অ্যালায়েন্সের সদস্যরা জলবায়ু কর্মে প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে স্বীকৃতি পাবে এবং বরো-ব্যাপী ইভেন্ট ও জলবায়ু প্রচারণায় অংশ নেওয়ার আমন্ত্রণ পাবে। এছাড়াও, তাদের কাজ কেইস স্টাডি, সংবাদ প্রকাশনা ও অন্যান্য মাধ্যমে প্রদর্শিত হবে। যৌথ প্রকল্প ও তহবিলের সুযোগও থাকবে সদস্যদের জন্য।

সদস্যপদ উন্মুক্ত ও ফ্রি

ক্লাইমেট অ্যালায়েন্সে সদস্যপদ সব ধরনের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত - ব্যবসা প্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ, শিক্ষা প্রতিষ্ঠান, হাউজিং অ্যাসোসিয়েশন, চ্যারিটি এবং সরকারি সংস্থা সকলেই সদস্য হতে পারবে।

সদস্য হতে কোনো বিশেষ জলবায়ু বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই; শুধু উদ্যোগী মানসিকতা এবং পদক্ষেপ নেওয়ার ইচ্ছাই যথেষ্ট।

যোগ দিতে আগ্রহীরা অনলাইনে (www.towerhamlets.gov.uk/lgnl/environment_and_waste/Sustainability/Climate-Alliance.aspx) সহজেই সাইন আপ করতে পারেন।

জলবায়ু নেতৃত্বে অগ্রগামীদের জন্য “চ্যাম্পিয়ন সদস্যপদ”

যেসব প্রতিষ্ঠান আরও এক ধাপ এগিয়ে যেতে চায়, তাদের জন্য রয়েছে “চ্যাম্পিয়ন সদস্য” হওয়ার সুযোগ।

চ্যাম্পিয়ন সদস্যরা নেট জিরো লক্ষ্য নির্ধারণ, অগ্রগতি প্রতিবেদন, কর্মীদের প্রশিক্ষণ ও স্থানীয় জলবায়ু উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বরোতে জলবায়ু নেতৃত্বের উদাহরণ স্থাপন করবে। এর বিনিময়ে তারা পাবে বিশেষ স্বীকৃতি, এক্সক্লুসিভ সহায়তা এবং টাওয়ার হ্যামলেটসের জলবায়ু নেতৃত্বে আলোকপাতের সুযোগ।

বিস্তারিত জানতে বা টাওয়ার হ্যামলেটস ক্লাইমেট অ্যালায়েন্স টিমের সঙ্গে কথা বলতে যোগাযোগ করুন:

ইমেইল: climate@towerhamlets.gov.uk

কমিউনিটি এর আরও খবর