img

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম ইউকে ও সমমনা ইসলামী দলসমূহ

প্রকাশিত :  ১৫:০৯, ১১ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:১৫, ১১ জুন ২০২৫

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম ইউকে ও সমমনা ইসলামী দলসমূহ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে বিশেষ শুভকামনা সূচক বার্তা দিয়েছে বৃহত্তম ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম ইউ কে ও যুক্তরাজ্যের সমমনা ইসলামী দল সমুহ। ৮ ই জুন রবিবার হেফাজতে ইসলাম ইউকের খাস কমিটির গুরুত্বপূর্ণ একটি মিটিং থেকে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে এ বার্তা প্রেরণ করা হয়। এতে সমমনা বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও যোগদান করেন। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ইউকের মুহতারাম সভাপতি শায়খুল হাদীস মুফতি আবদুর রহমান মনোহরপূরী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন হেফাজত ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া। মিটিংয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সার্বিক বিভিন্ন দিক বিবেচনা করে  আলোচনায় অংশ নেন হেফাজতে ইসলাম ইউকে’র উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির সালেহ, সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহ-সভাপতি মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী, সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মুফতি মওছুফ আহমদ,জয়েন্ট সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদ, সহ-সেক্রেটারি মুফতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ট্রেজারার মাওলানা কামরুল হাসান খান।
গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিংয়ে 
 বিশেষ আলোচনায় ইউকে হেফাজত নেতৃবৃন্দ তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে বলেন, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর, সময়ের প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ। এ সফরে ডঃ মুহাম্মদ ইউনূস এর জন্য কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড প্রাপ্তি  এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কে নির্দ্বিধায় বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক সাফল্য আখ্যায়িত করা যায়। এর দ্বারা দু-দেশের সম্পর্ক নতুন প্রেরণায় উজ্জীবিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হেফাজত নেতৃবৃন্দ।  হেফাজত নেতৃবৃন্দ তাদের আলোচনায় উদ্বেগ প্রকাশ করে বলেন ফ্যাসিবাদী শক্তির দোসরেরা  অন্তর্বর্তী সরকার ও এর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে দুর্নাম ছড়াতে ব্যস্ত। মূলতঃ  পরাজিত শক্তি টি ধুম্রজাল, অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডার আশ্রয় নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার মাধ্যমে নিজেদের ঘুরে দাঁড়াবার চোর দরজা অন্বেষণের দূরভিসন্ধিতে লিপ্ত। এঅপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দেয়া নিঃসন্দেহে ঐতিহাসিক শাপলা চত্বর ও জুলাই বিপ্লবের শহীদানের বুকের তাজা রক্তের সাথে বেঈমানির শামিল। বছরের পর বছর জগদ্দল পাথরের ন্যায় ক্ষমতার মসনদে চেপে বসা অপশক্তির কোন ষড়যন্ত্রের শিকারে পরিণত না হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান হেফাজতে ইসলাম ইউকে নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরো বলেন যদি প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য আগমন কে কেন্দ্র করে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কোন অপতৎপরতা চালানো হয়, তাহলে কমিউনিটির আপামর জনসাধারণকে সচেতন ভূমিকা পালন করে শক্ত ভাবে এমন উশৃংখল পরিবেশ রুখে দিতে হবে। সর্বস্তরের উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দের গুরু দায়িত্ব হলো,ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির মোকাবেলা করা। ইউকে হেফাজত ও সমমনা ইসলামী দল সমুহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে শক্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এতে দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি ভিত্তিতে সময়ের অপরিহার্য দাবি।

কমিউনিটি এর আরও খবর

img

মিথ্যা নবুওতের দাবিদার ভন্ডদের ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের মোকাবেলা উম্মাহর সম্মিলিত দায়িত্ব

প্রকাশিত :  ১৭:৩০, ১৭ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১৭:৩৫, ১৭ জুলাই ২০২৫

লন্ডনে অনুষ্ঠিত খতমে নবুওত সম্মেলনে নেতৃবৃন্দের বক্তব্য

গত ১৩ জুলাই রবিবার লন্ডনের সর্বদলীয় সংগঠন মজলিসে তাহাফফুজে খতমে নবুওত এর উদ্যোগে বিরাট খতমে নবুওত সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মহান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ভারত থেকে আগত মেহমান, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির দৌহিত্র, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আশহাদ রশিদী। সম্মেলনে সভাপতিত্ব করেন মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। সভায় লন্ডনের সর্বদলীয় উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দ গুরুত্ব সহকারে উপস্থিত হন এবং মজলিসে তাহাফফুজে খতমে নবুওতের ইতিবাচক কার্যক্রম ও মিথ্যা নবুওতের দাবিদার ভন্ডদের ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের মোকাবেলায় বিভিন্ন প্রতিবাদ- আন্দোলন কর্মসূচি আরো গতিশীল করার জন্য তাওহিদী জনতার প্রতি জোর আহ্বান জানান। সভায় খতমে নবুওত এর সর্ববাদী সম্মত আকিদা বিশ্বাসের অপরিসীম গুরুত্ব ও কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে সারগর্ভ আলোচনা পেশ করেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হামল্যাটস এর চেয়ারম্যান মাওলানা হাফিজ শামছুল হক, হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদীস মুফতি আবদুর রহমান মনোহরপূরী, খতমে নবুওত লন্ডন এর সহ-সভাপতি মাওলানা ডক্টর শুয়াইব আহমদ, সহ সভাপতি শায়খ মাওলানা ইমদাদুর রাহমান আলমাদানী, বিশিষ্ট আলেম মাওলানা ফয়েজ আহমদ প্রমুখ। সভায় কমিউনিটি নেতা, জনাব কে এম আবু তাহের চৌধুরী, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা শাহনূর মিয়া, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা সৈয়দ তামীম আহমদ, টিভি ব্যক্তিত্ব মুফতি সালেহ আহমদ,  হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীও মাওলানা সৈয়দ নাঈম আহমদ সহ প্রচুর সংখ্যক নেতৃস্থানীয় উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন 


কাদিয়ানী সম্প্রদায় খতমে নবুওতের অকাট্য ও সুস্পষ্ট আকীদাকে শুধু অস্বীকারই করে না, গোলাম আহমদ কাদিয়ানীকে ‘নবী’ বলেও বিশ্বাস করে। (নাউযুবিল্লাহ) একারণে তারা নিজেদের পরিচয়ও দেয় ‘আহমদিয়া’ বলে। বলাবাহুল্য, এই এক কুফরই এদের কাফির হওয়ার জন্য যথেষ্ট। এছাড়াও অন্যান্য কুফরীর কথা ও তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। একারণে মুসলিম উম্মাহর সর্বসম্মত সিদ্ধান্ত এই যে, কাদিয়ানী মতবাদ সম্পূর্ণ কুফরী মতবাদ এবং এই মতবাদে বিশ্বাসীরা নিঃসন্দেহে অমুসলিম, কাফির।

বক্তাগন আরো বলেন 

খতমে নবুওতের মতো অকাট্য আকীদা অস্বীকার করার পর, নবুওতে মুহাম্মাদীর সমান্তরালে নতুন ‘নবুওতে’ বিশ্বাসের পরও যারা এদের অমুসলিম পরিচয়ে সংশয় পোষণ করেন তারা হয় যিন্দীক-বেদীন কিংবা জাহিল-মূর্খ। এদেরও কর্তব্য নতুন করে আল্লাহর শেষ রাসূলের উপর ঈমানকে নবায়ন করা। বক্তাগন বিশ্ব মুসলিমের মৌলিক মানবাধিকার ও ঈমানী সার্বভৌমত্ব রক্ষার অপরিহার্য দাবি উত্থাপন করে তাঁদের সুচিন্তিত আলোচনায় উদাহরণ দিয়ে বলেন যদি কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের অখন্ডতাকে অস্বীকার করে এবং বাংলাদেশের সীমানার ভিতরে আরেক ‘বাংলাদেশে’র গোড়াপত্তন করে আর ঐ কল্পিত রাষ্ট্রের জন্য বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করে, আলাদা নির্বাহী, প্রশাসন ও বিচারবিভাগ ঘোষণা করে তাহলে এই বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে দেশপ্রেমিক জনগণ, সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থান কী হবে বা হওয়া উচিৎ? এরপর যদি ঐ বিদ্রোহী গোষ্ঠীর উপর এদেশের কোনো জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশিত হয় এবং তাদের ‘সংস্কৃতি’ ও ‘রাজনৈতিক পরিচিতি’ রক্ষার আবদার জানিয়ে মায়াকান্না করা হয় তাহলে এদের সম্পর্কে দেশপ্রেমিক জনগণের প্রতিক্রিয়া কী হবে?  এরা কি চিরদিনের জন্য গাদ্দার ও মুনাফিক বলে চিহ্নিত হবে না?

একই কথা কাদিয়ানী সম্প্রদায় এবং তাদের পৃষ্ঠপোষকদের সম্পর্কেও প্রযোজ্য। এ সম্প্রদায় শেষ নবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওতের সমান্তরালে আলাদা নবুওতের মিথ্যা দাবি করেও এবং সে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেও নিজেদেরকে মুসলিম উম্মাহর অন্তর্ভুক্ত বলে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সম্পূর্ণ আলাদা ও বিচ্ছিন্ন ধর্মমতে বিশ্বাসী হয়েও ইসলামের পরিচয় ও পরিভাষা ব্যবহার করে চলেছে। আর মুসলিমসমাজে ঘাপটি মেরে থাকা মুনাফিক শ্রেণী বিভিন্ন ভাবে এদেরকে প্রচারের আলোয় নিয়ে আসছে এবং এদের পক্ষে জনমত সৃষ্টির অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ইসলামের সর্বজনীনতা ও সর্বকালীনতাকে অস্বীকারকারী এই বিচ্ছিন্নতাবাদী সম্প্রদায় সম্পর্কে এরপরও কি কোনো মুসলিম দ্বিধাগ্রস্ত থাকতে পারে? আর যেসব মুলহিদ-মুনাফিক এই বিচ্ছিন্নতাবাদের সাথে সংহতি প্রকাশ করে থাকে, তাদের গোত্র-পরিচয় সম্পর্কেও কি কোনো মুমিনের সংশয় থাকতে পারে? বক্তাগন দায়িত্বশীল সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন 


এখন সময়ের দাবি, মসজিদে মসজিদে কাদিয়ানী মতবাদের উপর ব্যাপক আলোচনা শুরু হওয়া। কুরআন-সুন্নাহর আলোকে খতমে নবুওতের অকাট্য আকীদা এবং নবী-যুগ থেকে এ পর্যন্ত নবুওতের মিথ্যা দাবিদারদের ইতিহাস ও পরিণাম সম্পর্কে প্রমাণিক আলোচনা আরম্ভ করা। আমাদের মাসিক ও পাক্ষিক সাময়িকীগুলোতে এবং দৈনিক পত্রিকাগুলোর ইসলামী পাতাগুলোতেও এ বিষয়ে নিয়মিত আয়োজন থাকা উচিত। মনে রাখতে হবে, মিথ্যাচারের শতবর্ষ পূর্তি উপলক্ষে  প্রকাশ্যে-অপ্রকাশ্যে জঘন্যতম কাদিয়ানী ফেতনার অপতৎপরতা যে চলতে থাকবে তা বলাই বাহুল্য। গোটা দেশের আলিম-উলামা, ইমাম-খতীব এবং ইসলাম প্রিয় লেখক-সাংবাদিকের এ বিষয়ে একযোগে আলোচনা ও প্রতিরোধ শুরু করা এখন সময়ের দাবি। 

সভায় সভাপতির বক্তব্যে মাওলানা গোলাম কিবরিয়া উপস্থিত সকলের প্রতি শুকরিয়া আদায় করেন এবং আগামী কর্মসূচি গুলোতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন। সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ আশহাদ রশিদী।


কমিউনিটি এর আরও খবর