
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ১৫ জুন (রোববার) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৬.১৫ বিলিয়ন মার্কিন ডলারে, যা ২ হাজার ৬১৫ কোটি ডলারের সমতুল্য।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং বিশ্বব্যাংকের ঋণ বাবদ ২৫ কোটি ডলার ছাড় করায় রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়ায় ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও এর দাম স্থিতিশীল রয়েছে।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধ করার পর গ্রস রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছিল। তা এখন বেড়ে ২৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে অর্থাৎ দুই হাজার ৬০৬ কোটি ডলার। পাশাপাশি নিট রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। এখন তা বেড়ে পৌনে ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ দুই হাজার ৭৭ কোটি ডলার। আর ২৩ কোটি ডলার বাড়লেই নিট রিজার্ভ ২১ বিলিয়ন ডলারে পৌঁছাবে।