img

টাওয়ার হ্যামলেটসে শুরু হলো ‘গেট অনলাইন উইক ২০২৫’

প্রকাশিত :  ১০:১২, ২১ অক্টোবর ২০২৫

ডিজিটাল দক্ষতা ও অন্তর্ভুক্তি বাড়াতে এক সপ্তাহব্যাপী আয়োজন

টাওয়ার হ্যামলেটসে শুরু হলো ‘গেট অনলাইন উইক ২০২৫’

যুক্তরাজ্যের বৃহত্তম ডিজিটাল অন্তর্ভুক্তি অভিযান “গেট অনলাইন উইক” এ এবারও অংশ নিচ্ছে টাওয়ার হ্যামলেটস। ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজনযেখানে স্থানীয় নাগরিকরা ডিজিটাল দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।বারার আইডিয়া স্টোরগুলিতে বয়স্ক ও প্রাপ্তবয়স্কদের জন্য একাধিক ড্রপ-ইন সেশনওয়ার্কশপ ও কোড ক্লাব অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার২১ অক্টোবরবয়স্কদের জন্য \"ডিসকভার টি ডিজিটাল ওয়ার্ল্ড এট প্রাইম টাইম\" (Discover the Digital World at Prime Time!) শিরোনামের একটি সেশনে ৫০ বছর বা তার বেশি বয়সের মানুষদের জন্য ডিজিটাল বইঅডিওবুকপত্রিকা ও ম্যাগাজিনের সুবিধা দেখানো হবে।
প্রাপ্তবয়স্কদের জন্য ড্রপ-ইন সেশন চলবে ক্রিস্প স্ট্রিট ও হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে। এই সেশনে অংশগ্রহণকারীরা চাকরির খোঁজপারিবারিক ইতিহাসঅনলাইন শপিংঅর্থ ও স্বাস্থ্য তথ্যসোশ্যাল মিডিয়া এবং ড্রাইভিং থিওরি প্র্যাকটিসসহ আরও অনেক বিষয়ে সহায়তা পাবেন।

বৃহস্পতিবার২৩ অক্টোবরডিজিটাল এক্সেসিবিলিটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরে। ব্যক্তিগতভাবে অন্ধ এবং আংশিক দৃষ্টিশক্তিহীনদের জন্য এই সেশনে নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে। সেশনটি পরিচালনা করবেন নিবন্ধিত অন্ধ প্রশিক্ষক দবিন্দার কুল্লার।
শিশুদের জন্য একই দিন আইডিয়া স্টোর ক্রিস্প স্ট্রিট ও হোয়াইটচ্যাপেলে কোড ক্লাব অনুষ্ঠিত হবে। ৮ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এই সেশনটি স্ক্রাচ (Scratch) এবং মাইক্রোবিট (Microbit) ব্যবহার করে নিজস্ব গেম ও অ্যানিমেশন তৈরি করার সুযোগ দেবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছেএই সপ্তাহব্যাপী ইভেন্টের মূল লক্ষ্য হলো ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্থানীয় মানুষদের অনলাইনে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলা।
বিস্তারিত তথ্য বা অংশগ্রহণের জন্য ভিজিট করুন: www.ideastore.co.uk/get-online

কমিউনিটি এর আরও খবর

বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মেয়র অফিস ও ইউনাইটেড ইস্ট এন্ড-এর মিডিয়া ব্রিফিং

img

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ: শনিবার হবে শান্তি মিছিল

প্রকাশিত :  ১৮:৩৭, ২১ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:১৯, ২১ অক্টোবর ২০২৫

শান্তি সমাবেশে অংশ নিতে মেয়র লুৎফর রহমান ও ড. গ্লিন রবিনসের আহবান

ইউকিপের মিছিলে অংশ নিয়ে টাওয়ার হ্যামলেটসে প্রবেশ করলে গ্রেফতার করতে পারে পুলিশ 

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটান পুলিশ। ‘গুরুতর অস্থিরতার আশঙ্কা’-র যথেষ্ট কারন থাকায় মেট পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টাউন হলে আয়োজিত এক জরুরি মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ  বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ইউকিপ-এর রেলি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এবং ইউনাইটেড ইস্ট এন্ড-এর চেয়ার ড. গ্লিন রবিনস বলেন, “তারপরও আমরা এক কমিউনিটি হিসাবে আমাদের ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে একটি শান্তি সমাবেশের  আয়োজন করব।”

উল্লেখ্য, পাবলিক অর্ডার অ্যাক্টের শর্ত অনুযায়ী ইউকিপ (UKIP) হোয়াইটচ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস বরো’র অন্য কোথাও তাদের প্রতিবাদ সমাবেশ করতে পারবে না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউকিপ তাদের প্রতিবাদ অন্য কোথাও আয়োজন করতে কোন বাধা নাই, এবং যারা টাওয়ার হ্যামলেটসে জড়ো হওয়ার চেষ্টা করবে, তারা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। দলটি জানিয়েছে, তারা লন্ডনের অন্য স্থানে মিছিলটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।

নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, “এই ফার-রাইট কর্মসূচি আমাদের স্থানীয় কমিউনিটিতে বিশৃঙ্খলা, আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি করতে পারত। কিন্তু আমরা জানি, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনও টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি — ভবিষ্যতেও পারবে না।”


এদিকে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ‘আমরা মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্তকে স্বাগত জানাই — টাওয়ার হ্যামলেটস থেকে প্রস্তাবিত মিছিলটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ। টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল বরো, এবং এখানে সম্প্রদায়গত সংহতির হারও সর্বোচ্চ। এই বছর একটি স্বাধীন জরিপে দেখা গেছে, ৯১% মানুষ বলেছেন যে তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে থাকেন।”

এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ “ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর” প্রস্তাব পাশ হয়েছে, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি “প্রত্যাখ্যান” করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে টার্গেট করে এখানে আসে।

একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে ইউকিপ ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র ও ড. গ্লিন রবিনস ছাড়াও উপস্থিত ছিলেন — টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মোস্ক এর চেয়ার মাওলানা শামসুল হক, স্ট্যান্ড আপ টু রেসিজম এর ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চ এর রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আবদুল্লাহ ফালিক, এমসিএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর দিলওয়ার খান, ডেপুটি মেয়র  কাউন্সিলর মাইযুম তালুকদার, পপলার ইউনিয়ন এর চেয়ার ও সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ড এর একটিভিস্ট সামিরা আলি, এবং টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরাম-এর প্রতিনিধি সুফিয়া আলম।

কমিউনিটি এর আরও খবর