তরুণ স্বেচ্ছাসেবী ও নেতাদের সম্মাননা দিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল
টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ লিডার্স ও ইয়ুথ ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড’। এতে কমিউনিটির ৩৫ জন তরুণকে তাদের নেতৃত্ব, স্বেচ্ছাসেবী ভূমিকা ও সামাজিক অবদানের জন্য পুরস্কৃত করা হয়। গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় ১২ সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে যাওয়া \"ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\" প্রোগ্রামে অংশগ্রহনকারী তরুণ স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ারদের। পাশাপাশি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তুলে ধরা হয়, সারা বছর বিভিন্ন ইয়ুথ সেন্টারে কাজ করা আটটি বিভাগের মধ্যে নেতৃত্ব, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা এবং ইয়াং লিভিং কেয়ার থেকে বেরিয়ে আসা তরুণদের অবদান।
অসাধারণ সামাজিক কাজে জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় ১২ বছর বয়সী ক্যাথলিন উডস্টককে । শিশু অবস্থায় চোখের ক্যান্সার জয় করার পরও তিনি এলাকার যুব কেন্দ্রে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন ক্যাথলিন উডস্টক।
অনুষ্ঠানে বরোর তরুন, ইয়ুথ ওয়ার্কার, পরিবার ও বন্ধু-স্বজনদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ।
তিনি বলেন, “কমিউনিটির ইতিবাচক কাজে তরুণদের সক্রিয় অংশগ্রহন সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভলান্টিয়ারিংয়ে যুক্ত হওয়ার মাধ্যমে নিজের মধ্যে শক্তিশালী ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তরুণদের এসব ইতিবাচক কাজ সত্যিই অসাধারণ।”
তিনি বলেন, “তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে হওয়া নানান প্রকল্প সম্পর্কে জানতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে \'ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\' প্রোগ্রাম আর কী অর্জন করে, তা দেখার অপেক্ষায় আছি। সময়, শ্রম ও শক্তি দিয়ে যারা ভলান্টিয়ারিং করেছে, তাদের সবাইকে ধন্যবাদ।”
অনুষ্ঠানে তরুন ভলান্টিয়ারদের নাচ ও অনুপ্রেরণামূলক বক্তব্যসহ নানা পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন \"ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\" প্রোগ্রামের এরা খান এবং যুব কাউন্সিলের সদস্য ড্যানি মোহাম।
\"ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\"-এর ১২ সপ্তাহের এই কর্মসূচিতে ১৬ থেকে ২১ বছর এবং ২৫ বছর বয়সী পর্যন্ত সেন্ড তরুণরা প্রতি সপ্তাহে তিন ঘণ্টা করে বরোর বিভিন্ন ইয়ুথ সেন্টারে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
প্রোগ্রামটিতে তরুণদের নিজস্ব প্রকল্প, ক্যাম্পেইন বা যুব–নেতৃত্বাধীন সেশন পরিচালনা করা হয় । মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা বা সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পরিবর্তন নিয়ে সেশন পরচিালনা করা হয়।
কাউন্সিলের £১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অংশ হিসেবে এই প্রজেক্ট পরিচালনা করে ইয়ং টাওয়ার হ্যামলেটস। এতে তরুণদের জন্য সুযোগ, সহায়তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে।
\"ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\" প্রোগ্রামে অংশ নিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন: hayley.mullin@towerhamlets.



















