img

তরুণ স্বেচ্ছাসেবী ও নেতাদের সম্মাননা দিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত :  ১৮:২৮, ১৯ ডিসেম্বর ২০২৫

তরুণ স্বেচ্ছাসেবী ও নেতাদের সম্মাননা দিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ লিডার্স ও ইয়ুথ ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড’। এতে কমিউনিটির ৩৫ জন তরুণকে তাদের নেতৃত্ব, স্বেচ্ছাসেবী ভূমিকা ও সামাজিক অবদানের জন্য পুরস্কৃত করা হয়।  গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় ১২ সপ্তাহব্যাপী  অনুষ্ঠিত হয়ে যাওয়া \"ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\" প্রোগ্রামে অংশগ্রহনকারী তরুণ স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ারদের। পাশাপাশি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তুলে ধরা হয়, সারা বছর বিভিন্ন ইয়ুথ সেন্টারে কাজ করা আটটি বিভাগের মধ্যে নেতৃত্ব, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা এবং ইয়াং লিভিং কেয়ার থেকে বেরিয়ে আসা তরুণদের অবদান।
অসাধারণ সামাজিক কাজে জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় ১২ বছর বয়সী ক্যাথলিন উডস্টককে । শিশু অবস্থায় চোখের ক্যান্সার জয় করার পরও তিনি এলাকার যুব কেন্দ্রে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন ক্যাথলিন উডস্টক।  
অনুষ্ঠানে বরোর তরুন, ইয়ুথ ওয়ার্কার, পরিবার ও বন্ধু-স্বজনদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ।
তিনি বলেন, “কমিউনিটির ইতিবাচক কাজে তরুণদের সক্রিয় অংশগ্রহন সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভলান্টিয়ারিংয়ে যুক্ত হওয়ার মাধ্যমে নিজের মধ্যে শক্তিশালী ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তরুণদের এসব ইতিবাচক কাজ সত্যিই অসাধারণ।”
তিনি বলেন, “তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে হওয়া নানান প্রকল্প সম্পর্কে জানতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে \'ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\' প্রোগ্রাম আর কী অর্জন করে, তা দেখার অপেক্ষায় আছি। সময়, শ্রম ও শক্তি দিয়ে যারা ভলান্টিয়ারিং করেছে, তাদের সবাইকে ধন্যবাদ।”
অনুষ্ঠানে তরুন ভলান্টিয়ারদের নাচ ও অনুপ্রেরণামূলক বক্তব্যসহ নানা পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।  পুরো অনুষ্ঠান পরিচালনা করেন \"ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\" প্রোগ্রামের এরা খান এবং যুব কাউন্সিলের সদস্য ড্যানি মোহাম।
\"ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\"-এর ১২ সপ্তাহের এই কর্মসূচিতে ১৬ থেকে ২১ বছর এবং ২৫ বছর বয়সী পর্যন্ত সেন্ড তরুণরা প্রতি সপ্তাহে তিন ঘণ্টা করে বরোর বিভিন্ন ইয়ুথ সেন্টারে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
প্রোগ্রামটিতে তরুণদের নিজস্ব প্রকল্প, ক্যাম্পেইন বা যুব–নেতৃত্বাধীন সেশন পরিচালনা করা হয় । মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা বা সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পরিবর্তন নিয়ে সেশন পরচিালনা করা হয়।
কাউন্সিলের £১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অংশ হিসেবে এই প্রজেক্ট পরিচালনা করে ইয়ং টাওয়ার হ্যামলেটস। এতে তরুণদের জন্য সুযোগ, সহায়তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে।
\"ভয়েস অব ইয়ুথ ক্রিয়েটিং এমপাওয়ারমেন্ট\" প্রোগ্রামে অংশ নিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন: hayley.mullin@towerhamlets.gov.uk

কমিউনিটি এর আরও খবর

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

img

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

প্রকাশিত :  ০৫:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন। নেতার দেশে ফেরা ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাজ্য সময়  সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। 

এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি। সেখানেই অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।

বিএনপি নেতাদের আশা, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হবেন। 

ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা। বলা যায়, তারেক রহমানের ঘরে ফেরা নিয়ে চারদিকে সাজ সাজ রব।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে কাজ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি দেখছেন।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান।

এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তার দেশে ফেরা সম্ভব হয়নি। 

দীর্ঘ অপেক্ষার পর এবার সেই প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কমিউনিটি এর আরও খবর