img

ক্রিসমাস ও নববর্ষে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে পরিবর্তন

প্রকাশিত :  ১৮:২২, ১৯ ডিসেম্বর ২০২৫

ক্রিসমাস ও নববর্ষে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে পরিবর্তন

ক্রিসমাস ও নতুন বছরকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। এই সময় কমিউনিটির প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব গুরুত্বপূর্ণ তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ফ্যামিলি হাব এবং চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সেন্টারগুলো বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে বন্ধ থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে। এসব সেন্টারের শনিবারের কার্যক্রম ১০ জানুয়ারি ২০২৬ থেকে আবার শুরু হবে।
একই সময়ে ইয়ুথ সেন্টারগুলোতেও সীমিত আকারে সেবা দেওয়া হবে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সীমিত সেবা চালু থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। বিস্তারিত তথ্যের জন্য বাসিন্দাদের ইয়াং টাওয়ার হ্যামলেটস ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।
ক্রিসমাস ও নতুন বছরের ছুটির কারণে আবর্জনা, রিসাইক্লিং এবং খাবারের বর্জ্য সংগ্রহেও কিছু পরিবর্তন থাকবে। ২৫ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে কোনো সংগ্রহ সেবা বা ওয়েস্ট কালেকশন সার্ভিস থাকবে না। এ সময়ের কিছু নির্ধারিত সংগ্রহ এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হবে। ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর স্বাভাবিকভাবে সেবা চলবে এবং ৫ জানুয়ারি ২০২৬ থেকে আবার পুরোপুরি স্বাভাবিক সূচিতে সংগ্রহ শুরু হবে। একই দিন থেকে ক্রিসমাস ট্রি রিসাইক্লিং কার্যক্রমও শুরু হবে।
হাউজিং অপশনস ও হোমলেস সার্ভিসের ক্ষেত্রেও ছুটির প্রভাব পড়বে। এই সেবা বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ৪টা থেকে শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। তবে ব্যাংক হলিডে, উইকএন্ড (সপ্তাহান্ত) ও সন্ধ্যার সময় জরুরি পরিস্থিতিতে কাউন্সিলের আউট-অব-আওয়ার্স ব্যবস্থার মাধ্যমে সহায়তা পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ০২০ ৭৩৬৪ ৪০৭৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, যারা জরুরিভিত্তিতে গৃহহীন সেবার প্রয়োজন অনুভব করবেন তারা ২৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে পপলারের ক্রিস্প স্ট্রিট মার্কেটস্থ আইডিয়া স্টোর  অথবা হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে সরাসরি যেতে পারবেন।
রেসিডেন্টস’ হাব সেবার ক্ষেত্রেও পরিবর্তন থাকবে। ক্রিসমাস ইভ, অর্থাৎ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শুধুমাত্র টাউন হল ও ক্যালভার্ট অ্যাভিনিউয়ের রেসিডেন্টস’ হাব খোলা থাকবে এবং সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বাভাবিকভাবে সেবা দেবে। ওই দিন বো আইডিয়া স্টোর, ক্রিস্প স্ট্রিট আইডিয়া স্টোর, ও কিউবিট টাউন লাইব্রেরির সেবা বন্ধ থাকবে। ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে সব রেসিডেন্টস’ হাব সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে।
উৎসবের এই সময়ে প্রয়োজনীয় সেবা নিতে আগেভাগে পরিকল্পনা করতে এবং হালনাগাদ তথ্যের জন্য কাউন্সিলের ওয়েবসাইট নিয়মিত দেখার জন্য কাউন্সিল বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে।

কমিউনিটি এর আরও খবর

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

img

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

প্রকাশিত :  ০৫:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন। নেতার দেশে ফেরা ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাজ্য সময়  সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। 

এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি। সেখানেই অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।

বিএনপি নেতাদের আশা, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হবেন। 

ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা। বলা যায়, তারেক রহমানের ঘরে ফেরা নিয়ে চারদিকে সাজ সাজ রব।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে কাজ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি দেখছেন।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান।

এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তার দেশে ফেরা সম্ভব হয়নি। 

দীর্ঘ অপেক্ষার পর এবার সেই প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কমিউনিটি এর আরও খবর