ক্রিসমাস ও নববর্ষে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে পরিবর্তন
ক্রিসমাস ও নতুন বছরকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। এই সময় কমিউনিটির প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব গুরুত্বপূর্ণ তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ফ্যামিলি হাব এবং চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সেন্টারগুলো বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে বন্ধ থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে। এসব সেন্টারের শনিবারের কার্যক্রম ১০ জানুয়ারি ২০২৬ থেকে আবার শুরু হবে।
একই সময়ে ইয়ুথ সেন্টারগুলোতেও সীমিত আকারে সেবা দেওয়া হবে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সীমিত সেবা চালু থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। বিস্তারিত তথ্যের জন্য বাসিন্দাদের ইয়াং টাওয়ার হ্যামলেটস ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।
ক্রিসমাস ও নতুন বছরের ছুটির কারণে আবর্জনা, রিসাইক্লিং এবং খাবারের বর্জ্য সংগ্রহেও কিছু পরিবর্তন থাকবে। ২৫ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে কোনো সংগ্রহ সেবা বা ওয়েস্ট কালেকশন সার্ভিস থাকবে না। এ সময়ের কিছু নির্ধারিত সংগ্রহ এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হবে। ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর স্বাভাবিকভাবে সেবা চলবে এবং ৫ জানুয়ারি ২০২৬ থেকে আবার পুরোপুরি স্বাভাবিক সূচিতে সংগ্রহ শুরু হবে। একই দিন থেকে ক্রিসমাস ট্রি রিসাইক্লিং কার্যক্রমও শুরু হবে।
হাউজিং অপশনস ও হোমলেস সার্ভিসের ক্ষেত্রেও ছুটির প্রভাব পড়বে। এই সেবা বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ৪টা থেকে শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। তবে ব্যাংক হলিডে, উইকএন্ড (সপ্তাহান্ত) ও সন্ধ্যার সময় জরুরি পরিস্থিতিতে কাউন্সিলের আউট-অব-আওয়ার্স ব্যবস্থার মাধ্যমে সহায়তা পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ০২০ ৭৩৬৪ ৪০৭৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, যারা জরুরিভিত্তিতে গৃহহীন সেবার প্রয়োজন অনুভব করবেন তারা ২৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে পপলারের ক্রিস্প স্ট্রিট মার্কেটস্থ আইডিয়া স্টোর অথবা হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে সরাসরি যেতে পারবেন।
রেসিডেন্টস’ হাব সেবার ক্ষেত্রেও পরিবর্তন থাকবে। ক্রিসমাস ইভ, অর্থাৎ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শুধুমাত্র টাউন হল ও ক্যালভার্ট অ্যাভিনিউয়ের রেসিডেন্টস’ হাব খোলা থাকবে এবং সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বাভাবিকভাবে সেবা দেবে। ওই দিন বো আইডিয়া স্টোর, ক্রিস্প স্ট্রিট আইডিয়া স্টোর, ও কিউবিট টাউন লাইব্রেরির সেবা বন্ধ থাকবে। ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে সব রেসিডেন্টস’ হাব সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে।
উৎসবের এই সময়ে প্রয়োজনীয় সেবা নিতে আগেভাগে পরিকল্পনা করতে এবং হালনাগাদ তথ্যের জন্য কাউন্সিলের ওয়েবসাইট নিয়মিত দেখার জন্য কাউন্সিল বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে।



















