img

প্রথম আলো ও ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা লন্ডন বাংলা প্রেস ক্লাবের

প্রকাশিত :  ০৭:০০, ২১ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা লন্ডন বাংলা প্রেস ক্লাবের

যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব বাংলাদেশের জাতীয় সংবাদপত্র দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিস ভাংচুর, অগ্নিসংযোগ এবং ডেইলি নিউ এজ–এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রেস ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া, দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে ভাংচুর, সম্পাদক ও সাংবাদিকদের ওপর সাম্প্রতিক ন্যক্কারজনক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুতর বাধা।

বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুঃসময়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব তাদের পাশে রয়েছে । একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

একই বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন । তারা বলেন, ‘ওসমান হাদি গণতন্ত্রের জন্য নিবেদিত এক সাহসী সৈনিক ছিলেন এবং সেই সংগ্রামী পথেই তিনি শহীদ হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ নেতৃবৃন্দ ওসমান হাদির হত্যাকারী ও নেপথ্যের কারিগরদের, তথা নির্দেশদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।

তবে বিবৃতিতে নেতৃবৃন্দ  ‘বর্তমান সংকটময় পরিস্থিতিতে সবাইকে কোনো উস্কানিতে পা না দিয়ে সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়ে বলেন, হামলা বা অগ্নিসংযোগের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নয়, বরং তা তাদের প্রতি অশ্রদ্ধারই শামিল।’

তারা আরও বলেন, ‘বাংলাদেশে নানা মতাদর্শের গণমাধ্যম রয়েছে। ভিন্নমতের সঙ্গে যুক্তি ও তর্কের মাধ্যমে মত প্রকাশের সুযোগ ও অধিকার থাকবে; কিন্তু সহিংস আক্রমণ কোনোভাবেই সমাধান হতে পারে না\'।


কমিউনিটি এর আরও খবর

img

তারেক রহমান একজন রাজনৈতিক অভিভাবক

প্রকাশিত :  ০৭:৩৭, ২৩ ডিসেম্বর ২০২৫

আসসালামু আলাইকুম ।

মাননীয় নেতা, শ্রদ্ধেয় বড় ভাই,-

আজ কোটি কোটি মানুষ আপনার প্রতিক্ষায়, আপনাকে ঘিরে বাংলাদেশের মুক্তিকামী মানুষ আজ একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে, আপনাকে ঘিরে এক নতুন সুর্যের আলোকবর্তিকার প্রত‍্যাশায় বাংলাদেশে আজ অগনিত অসংখ্য মানুষ আপনার অপেক্ষার প্রহর গুনে ।

আপনি বাংলাদেশে যাবেন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে হতভাগা এই দেশটির কান্ডারী হবেন, আপনাকে অবলম্বন করে দুঃখ দুর্দশাগ্রস্ত হতভাগ্য মানুষগুলো আবারো নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করবে,- এমন স্বপ্ন নিয়েই আমরা আপনার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি ।

আজ আমাদের স্বপ্ন যখন বাস্তবের একেবারেই কাছাকাছি সকলের মতো আমিও আজ আনন্দে উদ্বেলিত, খুশিতে আত্মহারা । কিন্তু আপনার বাংলাদেশে যাওয়ার দিন যতই ঘনিয়ে আসছে কেনো জানি শুধু অনুভব করছি হৃদয়টা যেনো ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, কেবলি মনে হচ্ছে মাথার উপর বট গাছের ছায়ার মতো দাঁড়িয়ে থাকা অন্তরের সবচেয়ে আপন জনকে হারিয়ে যেনো আমি নিঃস্ব হতে চলেছি ।

শ্রদ্ধেয় ভাই, রাজনীতির কঠিন দাবা খেলায় আমার এই ছোট্ট জীবনে কতো ষড়যন্ত্র কতো প্রতিকুল পরিস্থিতি আমার রাজনৈতিক জীবনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু আপনি আপনার বিচক্ষণতা ও স্নেহের পরশ দিয়ে প্রতিবারই আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে সকল ষড়যন্ত্র ও প্রতিকূলতা থেকে রক্ষা করেছেন । আপনার বিদায়ের ক্ষণে আজ এই স্মৃতিগুলো আমার চলার গতি স্তব্ধ করে দেয় । আপনার স্নেহের ঋণে আপনার কাছে আমি এক মহাঋণী মানুষ ।

শ্রদ্ধেয় ভাই- আমি আপনার অনেক বিরক্তির কারণ হয়েছি, আপনাকে অনেক জ্বালিয়েছি । আপনার কাছে আমার অপরাধের শেষ নেই । আমার পাহাড়সম অপরাধ নিয়ে আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন ।

ভাই, আপনি কখনো কখনো আদর করে আমাকে \" আমার আবুল \" বলে ডাকতেন । আপনার স্নেহভরা এই আবুল ডাকটি আমার কাছে এক অমূল্য সম্পদ হয়ে রইলো । এটা আমার মতো ক্ষুদ্র একজন মানুষের জন্য এক বিশাল পাওয়া ছিল । এই স্মৃতি আমি আমৃত্যু লালন করবো ।

ভাই- আপনি লন্ডনে থাকবেন না, আর কখনো আপনার সংস্পর্শে যাওয়া হবেনা এই বিষয়টি আমাকে অনেক কষ্ট দেয়, চোখের জল আটকাতে পারিনা । ভাই, আমার মতো একজন নগণ্য মানুষ দীর্ঘদিন আপনার মতো এক বিশাল ব‍্যক্তিত্বের সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছিলাম এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন ।

আমি অন্তর দিয়ে বিশ্বাস করি আপনি আপনার মেধা, নেতৃত্ব গুন ও সততা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার মতো- দলের গন্ডি পেরিয়ে আপনি একদিন বাংলাদেশের সকল মানুষের নেতা হয়ে উঠবেন । আর সেদিন আমিও এই ভেবে অহংকার করবো যে, একজন নগণ্য কর্মী হিসেবে আমিও কোনো একদিন এই মহান মানুষটির সংগে ছিলাম ।

শ্রদ্ধেয় ভাই, এই কয়দিন নিজের সাথে  যুদ্ধ করেছি আপনাকে আমার এই কথাগুলো লিখবো কি লিখবো না এই ভেবে । শেষ পর্যন্ত অনুভব করেছি, যদি এই কথাগুলো আমি আপনাকে না বলতে পারি হতেও পারে হয়তো আমি দম আটকে মারাও যেতে পারি । আমার এই কথা গুলো আপনাকে লিখার কারণে যদি আমার কোনো অনধিকার চর্চা হয়ে থাকে এর জন্যে আমি আবারো আপনার পা ছুঁয়ে ক্ষমা চাচ্ছি । দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন ।

দোয়া করি আল্লাহ যেনো সব সময় আপনার সহায় হন, আপনার মঙ্গল করেন । পৃথিবীর সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ যেনো সব সময় আপনাকে রক্ষা করেন । আল্লাহ হাফেজ।


বিনীত

আপনার একান্ত অনুগত

মোঃ আবুল হোসেন ॥


কমিউনিটি এর আরও খবর