img

বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লাকে নাগরিক সংবর্ধনা

প্রকাশিত :  ১০:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫

বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লাকে নাগরিক সংবর্ধনা

বিলেতে বসবাসরত বাঙালি কমিউনিটির জন্য সোমবার, ১৫ ডিসেম্বর দুপুরটা ছিল এক গর্বের, আবেগের ও প্রেরণার। এইদিন বর্ণবাদ, সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের একজন অকুতোভয় কণ্ঠস্বর, এই আন্দোলনের রাজপথকর্মীদের নির্ভীক সহযোদ্ধা ও গণমাধ্যমের দায়িত্বশীল কর্মী আনসার আহমেদ উল্লার পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

সিটি অফ লন্ডনের গিল্ডহল ওয়েস্ট উইংয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠান জুড়ে ছিল সম্মান, ভালোবাসা ও আনসার আহমেদ  উল্লাহ’র সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। বক্তারা বলেন, আনসার আহমেদ উল্লার এই একাডেমিক অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি প্রবাসী বাঙালির চিন্তাশীল চর্চা, সামাজিক দায়বদ্ধতা ও প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতার প্রতীক। যিনি দীর্ঘদিন ধরে বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ থেকেছেন, যুদ্ধপরাধের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় থেকেছেন—তাঁর গবেষণালব্ধ এই সাফল্য আন্দোলনকেও করেছে আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সংবর্ধনা অনুষ্ঠানে সহযোদ্ধা, সহকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে বলেন, আনসার আহমেদ উল্লা প্রমাণ করেছেন, জ্ঞান ও সংগ্রাম কখনো আলাদা পথ নয়।

মিডিয়া হাউসে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণায় নিষ্ঠা, সমাজচিন্তায় গভীরতা এবং মানবিক মূল্যবোধে অবিচলতা, এই তিনের সম্মিলনই তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে।

আনসার আহমেদ উল্লাহ তাঁর বক্তব্যে এই সম্মানকে ব্যক্তিগত অর্জনের গণ্ডি ছাড়িয়ে পুরো কমিউনিটির অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ভালোবাসা ও স্বীকৃতি তাঁকে আগামীতেও সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে কাজ করে যাওয়ার প্রেরণা জোগাবে।

শেষ পর্যন্ত করতালি, ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় নাগরিক সংবর্ধনা। প্রবাসে থেকেও শেকড়, ইতিহাস ও মানবিক দায়বদ্ধতার প্রতি অবিচল থাকার যে দৃষ্টান্ত আনসার আহমেদ উল্লাহ স্থাপন করেছেন, এই সংবর্ধনা ছিল তারই সম্মিলিত স্বীকৃতি।

প্রবীন কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুকের সভাপতিত্বে ও বার্কিং ও ডেগেনামের কাউন্সিলার অজন্তা দেব রায়ের পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় স্বাগত বক্তব‍্য রাখেন কাউন্সিলম‍্যান শাহনান বখত।

উপস্থিত ছিলেন ও বক্তব‍্য রাখেন,  কমিউনিটি একটিভিষ্ট, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি লিডার  কাউন্সিলার রাজন উদ্দিন জালাল, কুইনম‍্যারি ইউনিভার্সিটির অধ‍্যাপক ও আনসার আহমেদ উল্লার পিএইচডি সুপারভাইজার আলেষ্টার ওয়েন, গ্রেটার লন্ডন এসেম্বলির প্রাক্তন সদস‍্য মুরাদ কোরেশী, আনসার আহমেদ উল্লাহ’র শাশুড়ি হোসনা মতিন, টাওয়ার হ‍্যামলেটসের সাবেক কাউন্সিলার নুর উদ্দিন আহমেদ, জামাল আহমেদ খান, কমিউনিটি একটিভিষ্ট পারভেজ কোরেশী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের বশির আহমেদ, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেইন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র যুক্তরাজ‍্য সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, আনসার আহমেদ উল্লার স্বজন জায়েদ আলী খুশনু, লুটন বারা কাউন্সিল অফিসার সহির উদ্দিন মিন্টু, লুটনের বাংলাদেশ ইয়ুথ লীগ সংগঠক ইরাক চৌধুরী, লুটন কাউন্সিলের কাউন্সিলার তাহির খান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার আহবাব হোসেইন, কমিউনিটি একটিভিষ্ট আব্দুল বাসির , লর্ড মেয়র অফিসের জেসমিন চৌধুরী, , কমিউনিটি একটিভিষ্ট সামিরুন চৌধুরী, নাজমা হোসেইন, হামিদা ইদ্রিস, সাংবাদিক আব্দুল মোমিন, সুয়েজ মিয়া ও সৈয়দ আনাস পাশা প্রমূখ।


 

কমিউনিটি এর আরও খবর

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

img

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

প্রকাশিত :  ০৫:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন। নেতার দেশে ফেরা ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাজ্য সময়  সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। 

এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি। সেখানেই অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।

বিএনপি নেতাদের আশা, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হবেন। 

ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা। বলা যায়, তারেক রহমানের ঘরে ফেরা নিয়ে চারদিকে সাজ সাজ রব।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে কাজ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি দেখছেন।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান।

এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তার দেশে ফেরা সম্ভব হয়নি। 

দীর্ঘ অপেক্ষার পর এবার সেই প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কমিউনিটি এর আরও খবর