img

বাংলা হাউজিং কোভিড প্রজেক্টে টাওয়ার হ্যামলেটস ও হেকনীর মেয়রের অংশগ্রহণ

প্রকাশিত :  ১২:৪৪, ০৩ জানুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ১২:৫৭, ০৩ জানুয়ারী ২০২১

বাংলা হাউজিং কোভিড প্রজেক্টে টাওয়ার হ্যামলেটস ও হেকনীর মেয়রের অংশগ্রহণ

জনমত ডেস্ক : বাংলা হাউজিং এসোসিয়েশনের কোভিড সচেতনতা প্রজেক্টে অংশ নিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এবং লন্ডন বারাহ অব হেকনীর মেয়র ফিলিপ গ্লানভিল। টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস ভিডিও বার্তায় বলেন, করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন বাংলাদেশী মানুষ। বাংলা হাউজিং এসোসিয়েশনের বাংলা কোভিড ১৯ প্রজেক্ট খুবই সময়োপযোগী উদ্যোগ। আমি বাসিন্দাদের অনুরোধ করবো কোভিড সংক্রান্ত সরকারের নিয়ম কানুন মেনে চলার জন্য। তিনি বাংলা হাউজিং এসোসিয়েশনের কোভিড প্রজেক্টের সন্তুষ্টি প্রকাশ করেন।

মেয়র অব হেকনী ফিলিপ গ্লানভিল দীর্ঘ ওয়েবিনার মিটিংয়ে বাংলা হাউজিং এসোসিয়েশনের সিইও বশির উদ্দিনের সাথে আলোচনা করেন। তিনি বলেন, এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। এছাড়াও হেকনীতে বসবাসরত বাংলাদেশীদের করোনা সচেতনতার জন্য বাংলা হাউজিং যে প্রজেক্ট করছে সেটাকে অনুকরনীয় হিসাবে ধরে বাকি হাউজিং এসোসিয়েশনগুলোরও এই রকম উদ্যোগ নেয়া উচিত বলে তিনি মনে করেন।

বাংলা হাউজিং এসোসিয়েশনের সিইও বশির উদ্দিন বলেন, বাংলা কোভিড প্রজেক্টে দুই বারাহ‘র দুইজন মেয়রের অংশগ্রহণ এবং তাদের সন্তুষ্টি আমাদের কার্যক্রমের গুরুত্ব বাড়িয়েছে।

উল্লেখ্য, হেকনীতে অবস্থিত বাংলা হাউজিং এসোসিয়েশন কোভিডে সবচেয়ে বেশী আক্রান্ত বাংলাদেশী কমিউনিটিকে সচেতন করতে সরকারি নির্দেশনাকে বাংলায় অনুবাদ করে টাওয়ার হ্যামলেটস ও হেকনীর ১০ হাজার বাসিন্দার কাছে পৌছানোর লক্ষে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলায় ভিডিও নির্মাণ, লিফলেট বিতরন, বাসিন্দাদের ফোনে, বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে ওয়েবিনারের মাধ্যমে তাদের কার্যক্রম চলছে।

কমিউনিটি এর আরও খবর

img

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৯:৪৫, ০৩ ডিসেম্বর ২০২৪

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে\'র কার্যনির্বাহী কমিটির সভা গত ২ ডিসেম্বর ২০২৪ সোমবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

সভায় ১৫ সেপ্টেম্বর ২০২৪ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের কার্যনির্বাহী কমিটি, সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও ঢাকাদক্ষিণবাসী সহ সংস্লিস্ট সকলের সর্বাত্মক সহযোগিতার জন‍্য ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

২০২৫ সালের ২রা ফেব্রুয়ারী রবিবার ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জিসিএসই, এ লেভেল, ডিগ্রী ও মাষ্টার্স পরিক্ষায় উত্তির্ন ঢাকাদক্ষিণ এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী রামাদান মাসে যাকাত ফান্ডের মাধ‍্যমে উত্তোলিত পাউন্ড বাংলাদেশের গ্রামসমূহে অতীতের মতো যাকাত গ্রহীতাদের মধ‍্য নগদ বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃটেনে ঢাকাদক্ষিণ হাউস থেকে রেন্ট বাবৎ সংগৃহীত পাউন্ড দিয়ে বাংলাদেশে প্রতিটি গ্রামে ঘরহীন মানুষের মধ‍্যে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কোরআন তেলাওয়াত করেন ফান্ড রাইজিং সম্পাদক সোহেল আহমদ, উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, ভাইস প্রেসিডেন্ট ইয়ামীম দিদার, ভাইস প্রেসিডেন্ট দেলওয়ার আহমদ শাহান, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, ট্রেজারার জাকির হোসেন, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, অ্যাডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, ফান্ড রাইজিং সেক্রেটারি সোহেল আহমদ, ইসি মেম্বার আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল চৌধুরী, জুবায়ের সিদ্দিক এবং মামুন আহমদ।

অত‍্যন্ত আন্তরিকতার সাথে আলোচনায় উপস্থিত সকলেই আগামীর পথচলায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক মানবতার কল‍্যানে গৃহীত সকল পদক্ষেপে ঢাকাদক্ষিণবাসী ও সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই অব‍্যাহত থাকবে এই আশাবাদ ব‍্যক্ত করেন।

কমিউনিটি এর আরও খবর