img

সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিকে লন্ডনে সংবর্ধনা দিলেন তাঁর প্রাক্তণ ছাত্রছাত্রীরা

প্রকাশিত :  ১৭:৪২, ০৫ নভেম্বর ২০২২

সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিকে লন্ডনে সংবর্ধনা দিলেন তাঁর প্রাক্তণ ছাত্রছাত্রীরা

যুক্তরাজ্য সফররত সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিকে লন্ডনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

ইউকেতে বসবাসরত আকঞ্জি স্যারের সাবেক ছাত্রছাত্রীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের ‘চিলড্রেন এডুকেশন সেন্টারে’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডঃ আব্দুল আহাদ। এমসি কলেজের সাবেক শিক্ষার্থী রিংকু দে এবং আব্দুর রশিদের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান পীর, এমসি কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান তাফাদার। 

অনুষ্ঠানে প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্যারের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এসময় স্যারের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্যারের সাথে তাদের নানা স্মৃতি উল্লেখ করে বলেন, “স্যার হলেন সিলেট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় স্যারদের মধ্যে অন্যতম।” তারা স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আগত স্যারের সাবেক সহকমীর্গণ স্যারের সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক। তারা স্যারের শিক্ষা দানের পদ্ধতির প্রশংসা করেন। সহকমীর্ হিসেবেও প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি অতুলনীয় ছিলেন বলে তারা উল্লেখ করেন। প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান পীর আকঞ্জি স্যারের ছাত্র জীবন সম্পর্কেও আলোকপাত করেন। অনুষ্ঠানে আগত স্যারের মাধ্যমিক বিদ্যালয়ের ছোট ভাই ডঃ রোয়াব উদ্দিন জানান, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্কুল জীবন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ক্লাস এইটের বৃত্তি পরীক্ষায় তিনি তৎকালীন সুনামগঞ্জ জেলার মধ্যে সবোর্চ্চ নাম্বার পান।


সংবর্ধিত অতিথি হায়াতুল ইসলাম আকঞ্জি তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। তিনি তাঁর চাকুরি জীবনের নানা স্মৃতি কথা সবার সামনে তুলে ধরেন। বিশেষ করে এমসি কলেজ এবং প্রিন্সিপাল হিসেবে তাঁর সর্বশেষ কর্মস্থল সিলেট সরকারি মহিলা কলেজে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। তাঁর সম্মানে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক এবং উপস্থিত তাঁর ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকের দিনটি তাঁর জন্যে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তিনি তাঁর সকল শিক্ষার্থীর সবার্ঙ্গীন মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডঃ আব্দুল আহাদের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি সবাইকে গান শুনান। এসময় তাঁর দু’জন ছাত্র—ছাত্রী বিনায়ক দেব জয় এবং রিংকু দে সঙ্গীত পরিবেশন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্যারের ছাত্রছাত্রীদের মধ্যে উপিস্থত ছিলেন, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, মোহাম্মদ তাউস মিয়া, মোহাম্মদ রাজা মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন সুহেল, আজিজুল হক, বিনায়ক দেব জয়, সলিসিটর কাওসার হোসেন কোরেশী, মখলিসুর রহমান, আখলাকুর রহমান, আব্দুর রকিব চৌধুরী, মোহাম্মদ মোতালেব মিয়া, ব্যারিস্টার চৌধুরী সুলতান মন্টি, মোহাম্মদ কামাল উদ্দিন, ইফতেখার চৌধুরী জাকির, হাফিজ আলম, একেএম সালেহ উদ্দিন শাহীন, রিংকু দে, সায়েমা ইসলাম, মোহাম্মদ জিবার হোসেন, জাকির হোসেন, কাওসার মাহফুজ, মিসবাহ উদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান, এম.এ ফাত্তাহ, ইমরানুল হক রাসেল, আতিকুল হোসেন চৌধুরী, মানিক মোহাম্মদ, এনাম চৌধুরী, বুলবুল, জাহেদ আহমদ, ওবায়দুল হক, সোহেল আহমদ, জাকির হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, রাজীব দাস, মোহাম্মদ আব্দুল মতিন, সোহেল আহমদ অনীক সহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।- খবর সংবাদ বিজ্ঞপ্তির 


কমিউনিটি এর আরও খবর

img

মাইল এন্ডে সাড়ে ৪ লাখ পাউন্ড ব্যয়ে আধুনিক ফুটবল পিচ চালু

প্রকাশিত :  ২১:৫৪, ১৭ অক্টোবর ২০২৫

সবার জন‍্য উন্নত স্পোর্টস সুবিধা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর – মেয়র লুৎফুর রহমান

পূর্ব লন্ডনের মাইল এন্ড পার্কের ফুটবল পিচের সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রায় ৪ লাখ ৩২ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বারার বাসিন্দাদের জন্য আরো বেশী লেজার সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে সম্প্রতি মাইল এন্ড এর ফুটবল পিচ গুলো পুনরায় চালু করা হয়েছে।

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন ও স্থানীয় কমিউনিটি গ্রুপকে সঙ্গে নিয়ে ফুটবল পিচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এসময় হেড অফ সার্ভিসেস ফর কালচার ক্যাপিটাল টিম ক্লি, হেড অফ সার্ভিসেস ফর লেইজার অপারেশন্স সায়মন জোনস এবং ডিরেক্টর অফ কালচার জহুর আলী সহ কাউন্সিলের স্পোর্টস সার্ভিসেস এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংস্কার হওয়া কাজের মধ্যে রয়েছে, পুরনো পিচগুলোর নিচের স্তরে নতুনভাবে সংস্কার, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পিচে শক প্যাড বসানো, উন্নতমানের কৃত্রিম ঘাসের স্তর স্থাপন, মজবুত ফেন্সিং, নতুন কিকবোর্ড, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পূর্ণ নতুন গোলপোস্ট বসানো হয়েছে।


নতুন ফুটবল পিচগুলো ওয়েবসাইটে গিয়ে বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ব্যবস্থাপনায় রয়েছে \'প্লে ফুটবল\'।

এই বিনিয়োগের ফলে সব বয়সের মানুষের জন্য আরও নিরাপদ ও আনন্দদায়ক খেলার পরিবেশ তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের জন্য উপযুক্ত স্থান গড়ে উঠবে, যা বাসিন্দাদের সক্রিয় থাকতে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, \"আমরা যখন লেজার সেন্টারগুলোকে আবারও বারার বাসিন্দাদের মালিকানায় ফিরিয়ে আনলাম, তখন থেকে খেলাধুলা, সুস্থতা এবং বিনোদনের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বিনিয়োগ সম্ভব হয়েছে। যার একটি উদাহরণ হলো মাইল এন্ডে এই চমৎকার নতুন ফুটবল পিচগুলোর আধুনিকায়ন। তৃণমূল পর্যায়ে ফুটবল এবং কমিউনিটি স্পোর্টস মানুষকে একত্রিত করতে, সুস্থ-সবল জীবন গড়ে এবং তরুণদের জন্য সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।\"


তিনি বলেন, \"আমরা যে পিকগুলো উন্মুক্ত করছি, তা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন। বারার বাসিন্দাদের জন্য আমরা উন্নতমানের স্পোর্টস সুবিধা দিতে বদ্ধপরিকর। আমি গর্বিত যে, এমন আধুনিক ও উচ্চ মানের স্পোর্টস স্পেস তৈরি করছি, যা টাওয়ার হ্যামলেটসের সবাই উপভোগ করতে পারবে।”

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন বলেন, “আমরা শুধু মাঠের উন্নয়নেই থেমে থাকছি না। জন ওরওয়েল - এর বয়লার প্লান্টে আপগ্রেডের কাজ চলছে,  মাইল এন্ড এর মাল্টি কোর্ট গুলোর আধুনিকায়ন হওয়ার পথে,  ইয়র্ক হল এবং হোয়াইটচ্যাপেল সেন্টারের আরও উন্নয়ন পরিকল্পনায় রয়েছে। আমরা পুরো বারাজুড়ে স্থায়ীভাবে উন্নয়ন করছি। এই প্রকল্পগুলো নিশ্চিত করে যে, আমাদের বাসিন্দারা আধুনিক, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক সুযোগ-সুবিধা পাবেন, যা আগামী বহু বছর ধরে কমিউনিটিকে সেবা দিয়ে যাবে।”

কমিউনিটি এর আরও খবর