img

রাম চরণের লন্ডন সফরে বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করল ব্রিটিশ সিকিউরিটি সার্ভিসদ্বয়

প্রকাশিত :  ১১:৫৫, ০৮ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:২৯, ০৮ মে ২০২৫

রাম চরণের লন্ডন সফরে বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করল ব্রিটিশ সিকিউরিটি সার্ভিসদ্বয়

ভারতের দক্ষিণী সিনেমার যশস্বী অভিনেতা রাম চরণ অভিনয়নৈপুণ্যে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন । ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদেরও একজন তিনি।অস্কারজয়ী RRR-এর এই তারকার লন্ডন সফরকে ঘিরে বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করছে ব্রিটিশ সিকিউরিটি J4 SECURITY ও CLOSE PROTECTION GLOBAL.

বিস্ময়কর ও জগদ্বিখ্যাত ম্যাডাম তুসো মিউজিয়ামে সুপারস্টার রাম চরণ–এর মোমের মূর্তি উন্মোচন ও লন্ডনের রয়্যাল আলবার্ট হলে অস্কারজয়ী সিনেমা RRR–এর বিশেষ অর্কেস্ট্রা অনুষ্ঠানে অংশগ্রহণ উপলক্ষে তার সাম্প্রতিক লন্ডন সফরে নিরাপত্তার দায়িত্বে ছিল যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় নিরাপত্তা সংস্থা J4 SECURITY ও CLOSE PROTECTION GLOBAL.

অস্কারজয়ী RRR সিনেমায় অনন্যঅসাধারণ অভিনয়ের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানো রাম চরণের এই আন্তর্জাতিক সফর ছিল অত্যন্ত হাই-প্রোফাইল। RRR–এর গান “Naatu Naatu” ২০২৩ সালে অস্কার জিতে নেয় সেরা মৌলিক গানের বিভাগে, যা ভারতের সিনেমার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।

 উল্লিখিত সংস্থাদ্বয় রাম চরণের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ সদস্যের একটি বিশেষায়িত নিরাপত্তা দল নিয়োগ করে, যার মধ্যে ১০ জন ছিলেন লাইসেন্সপ্রাপ্ত ক্লোজ প্রোটেকশন অফিসার (CPO)।

J4 SECURITY–এর সিইও জুয়েল চৌধুরী নিজে উপস্থিত থেকে পুরো অপারেশন তদারকি করেন। তার নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক পাঁচবারের ব্রিটিশ হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জুলিয়াস ফ্রান্সিস, যিনি কিংবদন্তি মাইক টাইসনের সঙ্গে লড়েছেন। আরও উপস্থিত ছিলেন হেভিওয়েট চ্যাম্পিয়ন জোসেফ ইয়াং এবং অভিজ্ঞ CPO জেসন স্কার্ব। তাদের নির্ভুল সময় ব্যবস্থাপনা, রুট সিকিউরিং, মিডিয়া ও ভক্তদের ভিড় সামলানো এবং পরিবারের সদস্যদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের দক্ষতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। 

img

বলিউডে এসেই ঝড় তোলা কে এই শানায়া কাপুর

প্রকাশিত :  ১০:০৩, ১৩ জুলাই ২০২৫

শানায়া কাপুর, বলিউডে স্টারকিডদের ভিড়ে আরেকটি নতুন নাম। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের এ তনয়া।

শানায়া শুধু অভিনয়েই নয়, স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছেন । 

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, যদিও সিনেমার পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি।

শানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে। 

তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।

‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-তে শানায়ার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।