img

শ্রীলঙ্কাকে হারালে ফাইনাল খেলবে বাংলাদেশ, যে রেকর্ড প্রেরণা যোগাচ্ছে টাইগারদের

প্রকাশিত :  ০৮:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে হারালে ফাইনাল খেলবে বাংলাদেশ, যে রেকর্ড প্রেরণা যোগাচ্ছে টাইগারদের

সপ্তাহ না ঘুরতেই এশিয়া কাপে আবারও মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের এবারের লড়াইয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বাড়তি অনুপ্রেরণা। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই যে সামনে অপেক্ষা করছে ‘ফাইনাল’!

এশিয়া কাপের সুপার ফোরে আজ রাতেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০১৮ সালের নিদহাস ট্রফি থেকে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক ক্রিকেটে এখন ‘নাগিন ডার্বি’ নামে পরিচিত। 

তবে এইবার বাংলাদেশের সমর্থকরা হয়তো আগের মতো বিরূপ অনুভব করছেন না। কারণ, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ই বাংলাদেশকে সুপার ফোরে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে।

দুই দিন আগেও শ্রীলঙ্কা ছিল বাংলাদেশের ‘পরম বন্ধু’। আফগানদের বিপক্ষে তাদের জয়েই লিটনদের সুপার ফোরে খেলার পথ তৈরি হয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশের সমর্থকরা সমর্থন দিয়েছিল লঙ্কানদের। গ্রুপ পর্বে দুই জয়ে নেট রান রেটে পিছিয়ে থাকা বাংলাদেশের সহজ সমীকরণ ছিল আফগানিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কাকে।

লঙ্কানদের সেই জয়েই বাংলাদেশ স্বপ্নপূরণ করেছে। সুপার ফোরে জায়গা করে নিয়েছে টাইগাররা। তবে এক দিনের ব্যবধানেই সুপার ফোরের ম্যাচে আবারও শ্রীলঙ্কা তাদের প্রতিপক্ষ।

সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল।

এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪ হারের মধ্যে মাত্র ৩টি জয় পেয়েছে—২০১২, ২০১৬ ও ২০১৮ সালে। উল্লেখ্য, এই তিন বারই বাংলাদেশ ফাইনালে পৌঁছেছিল। 

এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের একমাত্র হারও শ্রীলঙ্কার বিপক্ষে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে হওয়া দুই দলের সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজটা জিতেছিল বাংলাদেশ।

টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সংখ্যাতেও বড় ব্যবধানে এগিয়েই আছে শ্রীলঙ্কা।

২১ ম্যাচের ৮টিতে কেবল জিতেছে বাংলাদেশ। তবে শেষ ৫ ম্যাচের তিনটিতেই জয় পাওয়াটা আত্মবিশ্বাস জোগাবে লিটন দাসের দলকেও।

তবে আজকের ম্যাচে বাংলাদেশ দল প্রতিশোধের সঙ্গে খেলবে। সুপার ফোরে গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করা এবং অতীতের ট্রেন্ড অনুযায়ী ফাইনালে পৌঁছানোর আশা লিটন দাস ও তার দলের মোটিভেশনকে দ্বিগুণ করবে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতের এই মুখোমুখি লড়াই বাংলাদেশের জন্য হবে এক চ্যালেঞ্জ ও সুযোগের মিশ্রণ।

img

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশিত :  ১৬:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন হারের তেঁতো স্বাদ পায় টাইগ্রেসরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এমন ম্যাচে অজিদের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। 

এই জয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অজিদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটি করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন দুই ওপেনার রুবাইয়া ঝিলিক ও ফারজানা হক। ২৪ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরে যান ফারজানা। 

এরপর ক্রিজে আসা শারমিনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ঝিলিক। দলীয় ৭২ রানে ৫৯ বলে ৪৪ রান করে আউট হন এই ওপেনার। ঝিলিকের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। অজিদের পক্ষে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহাম নেন ২টি করে উইকেট।     

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার।

তাদের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার। মারমুখি ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন হিলি। 

তাদের ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়েই ১৫১ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হিলি ৭৭ বলে ১১৩ ও লিচফিল্ড ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। এই হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের।