img

লা লিগায় বার্সার নাটকীয় প্রত্যাবর্তন

প্রকাশিত :  ০৭:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

লা লিগায় বার্সার নাটকীয় প্রত্যাবর্তন

স্পেনের উত্তরাঞ্চলীয় শহর ওভিয়েদোয় লা লিগায় বার্সার ম্যাচে যেন অঘটনের গন্ধ পাওয়া যাচ্ছিল । নবাগত দল রিয়াল ওভিয়েদোর বিপক্ষে প্রথমার্ধ শেষ হলো বার্সেলোনার জন্য হতাশায় ডুবে। গোলকিপার জোয়ান গার্সিয়ার চরম ভুলে প্রায় ৪০ গজ দূর থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দিলেন রেইনা। সেই মুহূর্তে মনে হচ্ছিল, হ্যান্সি ফ্লিকের বার্সাকে হয়তো পয়েন্ট হারিয়েই ফিরতে হবে।

কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য চিত্র। একে একে এরিক গার্সিয়া, রবার্ট লেভানডফস্কি আর রোনালদ আরাউহোর গোলে নাটকীয় প্রত্যাবর্তন ঘটাল কাতালানরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে লা লিগার টেবিলে রিয়াল মাদ্রিদের পিছু নেওয়ার লড়াইয়ে টিকে রইল বার্সেলোনা।

ম্যাচ শুরুর পর থেকেই ওভিয়েদো খেলছিল আক্রমণাত্মক ফুটবল। কয়েকটি কর্নার ও তীব্র গতির আক্রমণে উচ্ছ্বসিত করল গ্যালারিভর্তি দর্শক। তাদের আরও আনন্দিত করল কিংবদন্তি সান্তি কাজোলরার প্রথম একাদশে নামা ৪০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার—আবারও লা লিগায় শুরুর একাদশে!

এমন আবহেই এলো অপ্রত্যাশিত মুহূর্ত। জোয়ান গার্সিয়ার ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দূরপাল্লার শটে রেইনা গোল করলে ১-০-তে এগিয়ে যায় ওভিয়েদো। বিরতিতে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে শুরুতেই কাসাদোর বদলে নামানো হয় ফ্রেঙ্কি ডি ইয়ংকে। তবে গোলের সুযোগ প্রথমে তৈরি করে ওভিয়েদোই। কিন্তু এরিক গার্সিয়ার ৫৫ মিনিটে করা সমতা ফেরানো গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফেরান তোরেসের শট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ডে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার গার্সিয়া।

এরপরই মাঠে নামানো হয় লেভানডভস্কিকে। মাঠে নামার ১০ মিনিটের মধ্যেই গোল করেন এই পোলিশ ফরোয়ার্ড। ৭০ মিনিটে তার শট প্রতিপক্ষের জালে জড়ালে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। শেষ দিকে হেডে আরাউহোর গোল ব্যবধান ৩-১ করে জয় নিশ্চিত করে।

ছয় ম্যাচ শেষে পরিষ্কার হলো—লা লিগা শিরোপার লড়াই রয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। নবাগত ওভিয়েদোকে হারালেও ফ্লিকের দলকে সাবধান হতে হবে—কারণ লেভান্তের বিপক্ষেও পয়েন্ট হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়ানো অভ্যাসে পরিণত হলে মৌসুমের কঠিন পরীক্ষায় বিপদে পড়তে পারে বার্সেলোনা।

তবে আপাতত, ওভিয়েদোর মাঠে পাওয়া এই জয়ে ফ্লিক স্বস্তি খুঁজবেন। আর সমর্থকরা দেখবেন—বার্সার তারকারা এখনো প্রতিকূল পরিস্থিতি সামলে দাঁড়াতে জানে।


img

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশিত :  ১৬:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন হারের তেঁতো স্বাদ পায় টাইগ্রেসরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এমন ম্যাচে অজিদের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। 

এই জয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অজিদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটি করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন দুই ওপেনার রুবাইয়া ঝিলিক ও ফারজানা হক। ২৪ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরে যান ফারজানা। 

এরপর ক্রিজে আসা শারমিনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ঝিলিক। দলীয় ৭২ রানে ৫৯ বলে ৪৪ রান করে আউট হন এই ওপেনার। ঝিলিকের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। অজিদের পক্ষে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহাম নেন ২টি করে উইকেট।     

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার।

তাদের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার। মারমুখি ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন হিলি। 

তাদের ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়েই ১৫১ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হিলি ৭৭ বলে ১১৩ ও লিচফিল্ড ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। এই হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের।