img

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

প্রকাশিত :  ১৭:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌছেছিল সুপার ফোরের দরজায়। এরপর গতকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা, প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভসূচনা করল বাংলাদেশ দল। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। তবে দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান এবং লিটন দাস। একসময় ৫০ রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার। 

তবে দলীয় ৬০ রানে লিটন ফিরে যান ব্যক্তিগত ২৩ রান করে। এরপর সাইফ একাই চার ছক্কার ইনিংস খেলতে থাকেন, তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। একসময় সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক। তখন ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন হৃদয়। এরপর ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন সাইফ। 

img

ফের বিয়ে করতে যাচ্ছেন ইংল্যান্ড কিংবদন্তি স্ট্রস

প্রকাশিত :  ০৭:০৩, ১৫ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:০৭, ১৫ নভেম্বর ২০২৫

ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রথম স্ত্রী রুথ স্ট্রাউসের মৃত্যুর ৭ বছর পর ৪৮ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তি আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন তার প্রেমিকা অ্যান্টোনিয়া লিনিয়াস পিটকে। 

স্ট্রস ‘স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্ট’-এ জানিয়েছেন যে এই অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন।

বিয়ের কারণে তিনি আগামী সপ্তাহে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে উপস্থিত থাকতে পারবেন না। স্ট্রস এবং লিনিয়াস-পিটকে প্রথমবার প্রকাশ্যে দুই বছর আগে লন্ডনের এক রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় দেখা যায়। 

এ ছাড়াও তারা এই গ্রীষ্মে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে রয়েল বক্সেও একসঙ্গে উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ২৯ ডিসেম্বর ফুসফুসের বিরল ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মারা যান স্ট্রসের প্রথম স্ত্রী রুথ ম্যাকডোনাল্ড। তাদের ১৫ বছরের সংসারে স্যামুয়েল (১৯) এবং লুকা (১৭) নামের দুই ছেলে রয়েছে।

রুথের মৃত্যুর পর ২০১৯ সালে স্ট্রস তার স্মৃতিতে ‘রুথ স্ট্রস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনটি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পরিবারের সহায়তা এবং নন-স্মোকিং লাং ক্যান্সারের গবেষণায় তহবিল দেয়।