img

সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিকে লন্ডনে সংবর্ধনা দিলেন তাঁর প্রাক্তণ ছাত্রছাত্রীরা

প্রকাশিত :  ১৭:৪২, ০৫ নভেম্বর ২০২২

সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিকে লন্ডনে সংবর্ধনা দিলেন তাঁর প্রাক্তণ ছাত্রছাত্রীরা

যুক্তরাজ্য সফররত সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিকে লন্ডনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

ইউকেতে বসবাসরত আকঞ্জি স্যারের সাবেক ছাত্রছাত্রীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের ‘চিলড্রেন এডুকেশন সেন্টারে’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডঃ আব্দুল আহাদ। এমসি কলেজের সাবেক শিক্ষার্থী রিংকু দে এবং আব্দুর রশিদের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান পীর, এমসি কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান তাফাদার। 

অনুষ্ঠানে প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্যারের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এসময় স্যারের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্যারের সাথে তাদের নানা স্মৃতি উল্লেখ করে বলেন, “স্যার হলেন সিলেট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় স্যারদের মধ্যে অন্যতম।” তারা স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আগত স্যারের সাবেক সহকমীর্গণ স্যারের সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক। তারা স্যারের শিক্ষা দানের পদ্ধতির প্রশংসা করেন। সহকমীর্ হিসেবেও প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি অতুলনীয় ছিলেন বলে তারা উল্লেখ করেন। প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান পীর আকঞ্জি স্যারের ছাত্র জীবন সম্পর্কেও আলোকপাত করেন। অনুষ্ঠানে আগত স্যারের মাধ্যমিক বিদ্যালয়ের ছোট ভাই ডঃ রোয়াব উদ্দিন জানান, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্কুল জীবন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ক্লাস এইটের বৃত্তি পরীক্ষায় তিনি তৎকালীন সুনামগঞ্জ জেলার মধ্যে সবোর্চ্চ নাম্বার পান।


সংবর্ধিত অতিথি হায়াতুল ইসলাম আকঞ্জি তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। তিনি তাঁর চাকুরি জীবনের নানা স্মৃতি কথা সবার সামনে তুলে ধরেন। বিশেষ করে এমসি কলেজ এবং প্রিন্সিপাল হিসেবে তাঁর সর্বশেষ কর্মস্থল সিলেট সরকারি মহিলা কলেজে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। তাঁর সম্মানে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক এবং উপস্থিত তাঁর ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকের দিনটি তাঁর জন্যে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তিনি তাঁর সকল শিক্ষার্থীর সবার্ঙ্গীন মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডঃ আব্দুল আহাদের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি সবাইকে গান শুনান। এসময় তাঁর দু’জন ছাত্র—ছাত্রী বিনায়ক দেব জয় এবং রিংকু দে সঙ্গীত পরিবেশন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্যারের ছাত্রছাত্রীদের মধ্যে উপিস্থত ছিলেন, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, মোহাম্মদ তাউস মিয়া, মোহাম্মদ রাজা মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন সুহেল, আজিজুল হক, বিনায়ক দেব জয়, সলিসিটর কাওসার হোসেন কোরেশী, মখলিসুর রহমান, আখলাকুর রহমান, আব্দুর রকিব চৌধুরী, মোহাম্মদ মোতালেব মিয়া, ব্যারিস্টার চৌধুরী সুলতান মন্টি, মোহাম্মদ কামাল উদ্দিন, ইফতেখার চৌধুরী জাকির, হাফিজ আলম, একেএম সালেহ উদ্দিন শাহীন, রিংকু দে, সায়েমা ইসলাম, মোহাম্মদ জিবার হোসেন, জাকির হোসেন, কাওসার মাহফুজ, মিসবাহ উদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান, এম.এ ফাত্তাহ, ইমরানুল হক রাসেল, আতিকুল হোসেন চৌধুরী, মানিক মোহাম্মদ, এনাম চৌধুরী, বুলবুল, জাহেদ আহমদ, ওবায়দুল হক, সোহেল আহমদ, জাকির হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, রাজীব দাস, মোহাম্মদ আব্দুল মতিন, সোহেল আহমদ অনীক সহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।- খবর সংবাদ বিজ্ঞপ্তির 


কমিউনিটি এর আরও খবর

img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :  ০৮:৩৪, ১৯ অক্টোবর ২০২৫

নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার দাবী

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কার্যকরি নতুন কমিটিকে অভিষিক্ত করা হয়েছে। ব্রাডফোর্ড এর শাপলা কমিউনিটি সেন্টারে  ১৪ই অক্টোবর বেলা ২ ঘটিকায় সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই।

বিশেষ অতিথি হিসাবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, গ্রেটার সিলেট এর সাবেক সেক্রেটারি  ৭১ এর বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, ড. মনুজ জোসি এম বি ই ডি এল, কমিউনিটি ব্যাক্তিত্ব ড. শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান. রিজিওনাল  ট্র্বেজারার কাউন্সিলার ফুলজার আহমদ, সাউথ ওয়েষ্ট রিজিওনাল চেয়ারপার্সন নজমুল ইসলাম, জেনারেল সেক্রেটারি এডভোকেট মীর গোলাম মস্তোফা, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল, সাংবাদিক সৈয়দ ছাদেক আহমদ,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির,  ইউনিটি অব মৌলভীবাজার এর প্রেসিডেন্ট আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েষ্ট রিজিওনাল ট্রেজারার  সোহেল মিয়া, ও  সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ কাহের সহ কেন্দ্রীয়  অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রিজিওনাল নেতৃবৃন্দের  মধ্যে জামাল আলী জেপি, শাহাব উদ্দিন, মোহাম্মদ সালেহ, মোহাম্মদ রুকনুজ্জামান, কবির উদ্দিন, মসুদ চৌধুরী, সৈয়াদ আনোয়ার হোসেন,ও আব্দুল বাসিত সহ  প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্টান শেষে সমাপনী বক্তব্য রাখেন প্রবীন মুরব্বি জনাব হাজী কবির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন , এনামুল হক কে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।  

গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই, সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহব্বান জানিয়ে নতুন কমিটি আগামী দু\'বছর লকাল কমিউনিটির উন্নয়ণে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেট বাসীর দাবি দাওয়ার ক্যাম্পেইণে ও মানবতার কল্যাণে  কমিউনিটির  মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর প্রবাসীদের  বাংলাদেশে ও  বিমানবন্দরে নানা ধরনের হয়রানি বন্ধ,  নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা  ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার জোর  দাবী জানিয়েছেন।

নতুন কমিটির চেয়ারপার্সন কাউন্সিলার আসরাফ মিয়া সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল ২০২৫ ও ২০২৭ সালের জন্য নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন, এনামুল হক কে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।  

নতুন কমিটির সম্মানিত উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া,শাহাব উদ্দিন, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলার কামাল হোসেন, লালু মিয়া,মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন,ও ইসমাইল আলী মিরাস।

২০২৫ ও ২০২৭ সালের জন্য নব নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, ভাইস চেয়ারম্যান, মনওর আলী রুকনুজ্জামান, সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ লয়লু মিয়া,খালিদুর রহমান, আসক আলী, আব্দুল খালিক,পংকি মিয়া, জয়েন্ট সেক্রেটারি রুহেল মিয়া ও আব্দুল কুদ্দুস, জয়েন্ট ট্রেজারার শাহীন আহমেদ, ও আজমল হোসেন,অর্গানাইজিং সেক্রেটারি শাহিদুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি  জুনেদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কবির আহমেদ, জয়েন্ট মেম্বারশিপ সেক্রেটারি নাজমুল ইসলাম, সুন্দর আলী, ও গিয়াস উদ্দিন, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি শেখ মোহাম্মদ আলেক্স, জয়েন্ট প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি এমদাদুল হক ও মুসা আহমেদ, কালচারাল সেক্রেটারি নুরুজ্জামান জামাল, জয়েন্ট কালচারাল সেক্রেটারি মনির পারভেজ, স্পোর্টস সেক্রেটারি  আরজ আলী, জয়েন্ট  স্পোর্টস সেক্রেটারি হেলাল মিয়া, এডুকেশন সেক্রেটারি সয়ফুর রহমান, জয়েন্ট এডুকেশন সেক্রেটারি শেখ মোহাম্মদ লায়েক মিয়া,রিলিজিয়াস সেক্রেটারি  এম এ মান্নান, জয়েন্ট রিলিজিয়াস সেক্রেটারি লুতফুর রহমান, উইমেন্স অর্গানাইজিং সেক্রেটারি জয়নব আক্তার, ইসি মেম্বার মোহাম্মদ মালিক,সিরাজুল ইসলাম ও মোহাম্মদ সিরাজ মিয়া।

কমিউনিটি এর আরও খবর