img

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা (NEBTRA) এর স্মারকলিপি প্রদান

প্রকাশিত :  ০৬:১৫, ১৭ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:০২, ১৭ অক্টোবর ২০২৫

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা (NEBTRA) এর স্মারকলিপি প্রদান

ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটিরও বেশি বাংলাদেশী জীবন-জীবিকা, পড়াশোনাসহ বিভিন্ন কারণে প্রবাসী জীবন যাপন করছেনl প্রবাসী বাংলাদেশীরা প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা দেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন l কিন্তু দুর্ভাগ্য যে, দেশের নির্বাচনে এখনো পর্যন্ত এইসব প্রবাসী বাংলাদেশীদের ভোটের অধিকার নিশ্চিত হয়নি l তাই প্রবাসীদের ভোটাধিকারের দাবীতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টাস এসোসিয়েশন নেবট্রা (NEBTRA)র পক্ষ থেকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে l 

নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার নেতৃত্বে গত ১৪ অক্টোবর মঙ্গলবার একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন এর সাথে মত বিনিময় সভা শেষে স্মারকলিপিটি হস্তান্তর করেন l প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গনি চৌধুরী, মুমিন খান ও মোহাম্মদ জুনেদ আহমেদ,  সহ-সভাপতি শিপার আহমেদ ও তৈয়বুর রহমান শ্যামল, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খয়রুজ্জামান, সহ দপ্তর সম্পাদক আকমল হোসেন,  সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া, নির্বাহী সদস্য বশির আহমেদ, নাজিরুল ইসলাম খান, সৈয়দ সুমন আহমদ প্রমুখ l 

স্মারকলিপিতে নেবট্রা নেতৃবৃন্দ নিম্নোক্ত পাঁচটি দাবী তুলে ধরেন l

১. প্রবাসী ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করা,

২. ডাক-ভোট বা অনলাইন ভোটিং পদ্ধতির বাস্তবায়ন,

৩. দূতাবাসভিত্তিক ভোটকেন্দ্রের সম্ভাবনা যাচাই,

৪. সচেতনতা ও তথ্যপ্রচার কর্মসূচি,

৫. একটি স্থায়ী প্রবাসী ভোটার সেল গঠন l 

সভার শুরুতে নেবট্রা সভাপতি এম জি কিবরিয়া স্মারকলিপিটি পড়ে শোনান l পরে প্রতিনিধি দলের সদস্যরা সহকারী হাই কমিশনারের কাছে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চান l জবাবে সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সরকারের গৃহীত এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের বিবরণ দেন এবং আগামী নির্বাচনে প্রবাসীরা যেনো ভোট দিতে পারেন, সেজন্য বাংলাদেশের সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন বলে অবহিত করেন l সহকারী হাই কমিশনার এবং নেবট্রা নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদেরকে ভোটার তালিকায় নাম রেজিস্টার এবং এনআইডি কার্ডের জন্য আবেদনের পরামর্শ দেন l

কমিউনিটি এর আরও খবর

img

প্রবাসীদের বৃহৎ বিনিয়োগ ও ব্যাংক পুনর্গঠনে অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানাই: বাংলাদেশ ব্যাংক গভর্নর

প্রকাশিত :  ০৮:২০, ২০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:৫৯, ২০ অক্টোবর ২০২৫

আইএমএফ এর মিটিং উপলক্ষে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুরের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের দেশে থাকা সম্পদ রক্ষা ও ব্যাংকের সঞ্চিত অর্থের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে পুনর্গঠিত পাঁচটি ব্যাংকে জমা থাকা প্রবাসীদের অর্থের বিষয়টি তিনি উপস্থাপন করেন । তিনি অভিজ্ঞ প্রবাসীদের বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতিতে যুক্ত করার আহ্বান জানান ।

সেকিল চৌধুরী বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের জন‍্য পুনর্গঠিত ব‍্যাংকের শেয়ার ক্রয়ের সুযোগ বৃদ্ধি ও ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রায় পুঁজিসংঠনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে প্রবাসীরা এখানে অংশগ্রহণ করতে পারে।

ইতিবাচক বাংলাদেশ, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে দেশে-বিদেশে বাংলাদেশ ব্যাংকের প্রচারণা করার ব্যাপারে সেকিল চৌধুরী গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন। গভর্নর তার বক্তব্যে প্রবাসীদের নানামুখী বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি পুনর্গঠিত ব‍্যাংক কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানান । এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে ইতিবাচক সহায়তা করবে বলে তিনি প্রবাসীদের আশ্বাস প্রদান করেন।

গভর্নর বলেন, দেশের সম্পদ রক্ষা ও পাচার রোধে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত কার্যকর সহায়তা প্রদান করতে পারেন। তিনি বলেন, পাচারকৃত সম্পদ উদ্ধারে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নিচ্ছে এ ব্যাপারে তিনি প্রবাসীদের সহায়তা কামনা করেন। গভর্নর বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশের সম্পদ পাচারের মতো অসৎ কাজকে নিরোৎসাহিত করা এবং এ ব্যাপারে লুটকারীরা যাতে প্রতিবন্ধকতার মুখে পড়ে সে ভূমিকা রাখতে পারেন।

আইনের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থ উদ্ধারে বাংলাদেশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে গভর্নর বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করছে । গভর্নর বলেন, ব‍্যাংকে সঞ্চিত প্রবাসীদের অর্থ নিরাপদ আছে এবং বাংলাদেশের ইতিবাচক বিষয ও ব‍্যাংকিং চ‍্যানেলে অর্থ প্রেরণের বিষয়ে দেশে-বিদেশে প্রচারণা চালানোর প্রস্তাবনার বিষয়ে গভর্নর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ঢাকায় ফিরে আলোচনার জন‍্য তিনি এনআরবি সেন্টারকে আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে এনআরবি সেন্টারের যুক্তরাষ্ট্র সহায় গ্রুপের সদস্য সানোয়ার চৌধুরী ও নাদির খান এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

কমিউনিটি এর আরও খবর