img

১৬তম লন্ডন-বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব আগামী ১৯ অক্টোবর

প্রকাশিত :  ১৫:০২, ১৭ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:২৫, ১৭ অক্টোবর ২০২৫

১৬তম লন্ডন-বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব আগামী ১৯ অক্টোবর

বই মানুষের মনকে বড় করে। বইমেলা বড় মনের মানুষদের জড়ো করে। আগামী ১৯ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভ্যানুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য ১৬তম লন্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। উক্ত বইমেলায় বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রকাশনf সংস্থা অংশগ্রহণ করবে।

বইমেলার সাংস্কৃতিক উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের তথা উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন এবং পশ্চিম বঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মৌসুমি ভৌমিক। 

বইমেলাকে সফল করার জন্য লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সমন্বয় কমিটির এক সাধারণ সভা গত ৩০ শে অক্টোবর সন্ধ্যায় ব্রাডি আর্ট সেন্টারে প্রধান সমন্বয়ক,  উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় কবি গোলাম কবির ও কবি মুজিবুল হক মনিকে যুগ্ম-সমন্বয়ক এবং বিলেতের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামালকে সদস্য সচিব করে, ৩১ সদস্য বিশিষ্ট ১৬তম বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

প্রবাসীদের বৃহৎ বিনিয়োগ ও ব্যাংক পুনর্গঠনে অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানাই: বাংলাদেশ ব্যাংক গভর্নর

প্রকাশিত :  ০৮:২০, ২০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:৫৯, ২০ অক্টোবর ২০২৫

আইএমএফ এর মিটিং উপলক্ষে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুরের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের দেশে থাকা সম্পদ রক্ষা ও ব্যাংকের সঞ্চিত অর্থের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে পুনর্গঠিত পাঁচটি ব্যাংকে জমা থাকা প্রবাসীদের অর্থের বিষয়টি তিনি উপস্থাপন করেন । তিনি অভিজ্ঞ প্রবাসীদের বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতিতে যুক্ত করার আহ্বান জানান ।

সেকিল চৌধুরী বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের জন‍্য পুনর্গঠিত ব‍্যাংকের শেয়ার ক্রয়ের সুযোগ বৃদ্ধি ও ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রায় পুঁজিসংঠনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে প্রবাসীরা এখানে অংশগ্রহণ করতে পারে।

ইতিবাচক বাংলাদেশ, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে দেশে-বিদেশে বাংলাদেশ ব্যাংকের প্রচারণা করার ব্যাপারে সেকিল চৌধুরী গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন। গভর্নর তার বক্তব্যে প্রবাসীদের নানামুখী বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি পুনর্গঠিত ব‍্যাংক কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানান । এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে ইতিবাচক সহায়তা করবে বলে তিনি প্রবাসীদের আশ্বাস প্রদান করেন।

গভর্নর বলেন, দেশের সম্পদ রক্ষা ও পাচার রোধে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত কার্যকর সহায়তা প্রদান করতে পারেন। তিনি বলেন, পাচারকৃত সম্পদ উদ্ধারে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নিচ্ছে এ ব্যাপারে তিনি প্রবাসীদের সহায়তা কামনা করেন। গভর্নর বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশের সম্পদ পাচারের মতো অসৎ কাজকে নিরোৎসাহিত করা এবং এ ব্যাপারে লুটকারীরা যাতে প্রতিবন্ধকতার মুখে পড়ে সে ভূমিকা রাখতে পারেন।

আইনের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থ উদ্ধারে বাংলাদেশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে গভর্নর বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করছে । গভর্নর বলেন, ব‍্যাংকে সঞ্চিত প্রবাসীদের অর্থ নিরাপদ আছে এবং বাংলাদেশের ইতিবাচক বিষয ও ব‍্যাংকিং চ‍্যানেলে অর্থ প্রেরণের বিষয়ে দেশে-বিদেশে প্রচারণা চালানোর প্রস্তাবনার বিষয়ে গভর্নর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ঢাকায় ফিরে আলোচনার জন‍্য তিনি এনআরবি সেন্টারকে আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে এনআরবি সেন্টারের যুক্তরাষ্ট্র সহায় গ্রুপের সদস্য সানোয়ার চৌধুরী ও নাদির খান এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

কমিউনিটি এর আরও খবর