img

রফিকুল হায়দারকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সম্বর্ধনা

প্রকাশিত :  ১১:০০, ১৮ ডিসেম্বর ২০২৫

রফিকুল হায়দারকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সম্বর্ধনা

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চীফ ট্রেজারার জনাব রফিকুল হায়দার পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার, ১৫ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ছোটন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় উপস্থিত সকলেই তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান কারী এওয়ার্ড -এর প্রতিষ্ঠাতা ইয়াওর খান, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, বাংলাদেশ ক্যাটারিং এসোসেয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এম বি,  জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সেক্রেটারি নাসির আহমেদ শাহীন, বাংলাদেশ ক্যাটারিং এসোসেয়েশনের ভাইস প্রেসিডেন্ট ফয়জুল হক, বাংলাদেশ সেন্টার এর সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, বাংলাদেশের সাবেক এম পি আলহাজ্ব সেলিম উদ্দিন, টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ভাইস প্রেসিডেন্ট অলি উদ্দিন শামিম, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর ফয়জুর রহমান, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সেক্রেটারি আব্দুল বাছির, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি মনসুর আহমেদ শাওন, মতিউর রহমান, আব্দুর রাজ্জাক, আনোয়ার খান, আব্দুস সোবহান, সাংবাদিক আব্বাস উজ্জামান, মোশতাক আহমেদ, আবুল কালাম, লিটনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে জনাব রফিকুল হায়দারের এই শিক্ষাগত অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে সংগঠন ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবর্ধিত অতিথি তাঁর অনুভূতি প্রকাশ করে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটি প্রবাসী কমিউনিটির মাঝে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। 


কমিউনিটি এর আরও খবর

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

img

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

প্রকাশিত :  ০৫:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন। নেতার দেশে ফেরা ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাজ্য সময়  সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। 

এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি। সেখানেই অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।

বিএনপি নেতাদের আশা, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হবেন। 

ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা। বলা যায়, তারেক রহমানের ঘরে ফেরা নিয়ে চারদিকে সাজ সাজ রব।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে কাজ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি দেখছেন।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান।

এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তার দেশে ফেরা সম্ভব হয়নি। 

দীর্ঘ অপেক্ষার পর এবার সেই প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কমিউনিটি এর আরও খবর