img

পোস্টাল ভোটের জন্য পুনরায় আবেদন বাধ্যতামূলক – শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬

প্রকাশিত :  ১৮:২৬, ১৯ ডিসেম্বর ২০২৫

পোস্টাল ভোটের জন্য পুনরায় আবেদন বাধ্যতামূলক – শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬

নির্বাচনী আইন ২০২২ অনুযায়ী এখন থেকে তিন বছর পর পর পোস্টাল ভোটের জন্য পুনরায় আবেদন করতে হবে বলে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যেসব ভোটার ৩০ জানুয়ারি ২০২৪ বা তার আগে পোস্টাল ভোটের অনুমতি পেয়েছেন, তাঁদের ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নতুন আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আইন অনুযায়ী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার তাঁদের পোস্টাল ভোট বাতিল করবেন। এরপর ভোট দিতে হলে ভোটকেন্দ্রে যেতে হবে অথবা নতুন পোস্টাল ভোটের আবেদন করতে হবে কিংবা একজন প্রক্সি নিয়োগ করতে হবে। ভোটকেন্দ্রে ভোট দিতে হলে এখন সকল ভোটারকে বৈধ ছবি-সংবলিত পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের ইমেইল বা চিঠির মাধ্যমে যোগাযোগ করেছে। ইমেইল পাঠানো হয়েছে সরকারের নিরাপদ নোটিফাই সিস্টেম থেকে। যাদের ইমেইল নেই, তাঁদের চিঠি পাঠানো হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা সহ।
সবচেয়ে দ্রুত ও সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা। আবেদন করতে প্রয়োজন হবে জন্মতারিখ, ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর এবং সাদা কাগজে কালো কালিতে হাতে লেখা সইয়ের স্ক্যান বা ছবি আপলোড। যদি অনলাইনে আবেদন সম্ভব না হয়, তাহলে ইংল্যান্ডে কাগজের ফর্ম ডাউনলোড করা যাবে অথবা ইমেইল vote@towerhamlets.gov.uk বা 020 7364 0872 নাম্বারে ফোন করে ফর্ম চাওয়া যাবে।
নতুন নিয়মে অনলাইনে আবেদন করার সুযোগ এসেছে। পরিচয় যাচাইয়ের জন্য ডিডব্লিউপি এর রেকর্ডের সঙ্গে মিলানো হবে। পরিচয় যাচাই ব্যর্থ হলে অতিরিক্ত পরিচয়পত্র জমা দিতে হবে। যদি কেউ পোস্টাল ভোট বাতিল করতে চান, তাহলে লিখিতভাবে ইমেইল বা চিঠির মাধ্যমে জানাতে হবে। ঠিকানা: Electoral Services, TH206, Town Hall, 160 Whitechapel Road, London E1 1BJ।
পরবর্তী নির্ধারিত নির্বাচন মেয়র ও স্থানীয় কাউন্সিল নির্বাচন, যা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ৭ মে ২০২৬। যারা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে চান, তাঁদের ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.gov.uk/apply-postal-vote
 

কমিউনিটি এর আরও খবর

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

img

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

প্রকাশিত :  ০৫:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন। নেতার দেশে ফেরা ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাজ্য সময়  সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। 

এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি। সেখানেই অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।

বিএনপি নেতাদের আশা, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হবেন। 

ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা। বলা যায়, তারেক রহমানের ঘরে ফেরা নিয়ে চারদিকে সাজ সাজ রব।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে কাজ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি দেখছেন।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান।

এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তার দেশে ফেরা সম্ভব হয়নি। 

দীর্ঘ অপেক্ষার পর এবার সেই প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কমিউনিটি এর আরও খবর