img

লুটনে ইউকেবিসিসিআই ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি উদ্বোধন, উদ্যোক্তাদের মিলনমেলা

প্রকাশিত :  ২১:৩৯, ১৬ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ২১:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

সিদ্দিকুর রাহমান জয়নাল প্রেসিডেন্ট, ফিরুজুল হক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শাহরিয়ার আহমেদ ভাইস প্রেসিডেন্ট, সাহিন উদ্দিন জেনারেল সেক্রেটারি, হুমায়ুন রাশিদ ট্রেজারার।

লুটনে ইউকেবিসিসিআই ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি উদ্বোধন, উদ্যোক্তাদের মিলনমেলা

লুটনের ক্রিসেন্ট হলে গত ১৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই (UKBCCI) ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি উদ্বোধন ও বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট।

দেড় শতাধিক উদ্যোক্তা, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় ব্যবসায়ীদের এক মিলনমেলায়। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে অতিথিদের আগমন ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।

অতিথিদের উদ্দেশে ভিডিও বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, তিনি এই রিজিয়নের সফলতা কামনা করেন।

স্বাগত বক্তব্য দেন ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট সিদ্দকুর রহমান জয়নাল। তিনি বলেন, “ইউকেবিসিসিআই শুধু ব্যবসায়িক সংগঠন নয়, এটি প্রবাসী উদ্যোক্তাদের ঐক্যের প্রতীক।ইস্ট অফ ইংল্যান্ড রিজিওনের দায়িত্ব দেওয়ার জন্য তিনি ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট এবং পরিচালকবৃন্দকে ধন্যবাদ জানান।” তিনি বলেন রিজিওনাল প্রেসিডেন্ট হিসেবে স্থানীয় ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আমাদের কাজ এগিয়ে যাবে।”

এ সময়  ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট  এম.জি. মওলা মিয়া এমবিইকে নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামাল উদ্দিন মকদ্দুস, ফয়সল আহমেদ এবং সিদ্দিকুর রহমান জয়নাল। সাথে সাথে সিআইপি নির্বাচিত হওয়ার জন্য শেফ অনলাইনের সিইও মুনিম সালিককে এই অর্জনের জন্য ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ইউকেবিসিসিআই ইস্ট অফ ইংল্যান্ড রিজিওন প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের সাহায্য করেছে। আছে সফল কিছু গল্প যা সত্যিই অনুপ্রেরণার। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সেন্ট্রাল লিগাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর ব্যারিস্টার আনওয়ার মিয়া, শাহিন উদ্দিন এবং শাহরিয়ার আহমেদ ।

অন্যান্যদের সাথে এ সময় কেন্দ্রীয় এবং রিজিওনাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল খালিক জামাল, মিডল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট ইমাম উদ্দিন, এবং লন্ডন রিজিয়ন কনভেনর কামরু আলী। কেন্দ্রের ফাইনান্স ডিরেক্টর ড: যশ, মেম্বারশিপ ডাইরেক্টর সাইফুল আলম এবং ডিরেক্টর করিম মিয়া শামীম অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর তানভীর মোহাম্মদ আজিম, নাজিয়া খানম অবিই, S&Co Accountancy’র ম্যানেজিং ডিরেক্টর সালিম আহমেদ, ফাইন্যান্স ও প্রপার্টি বিশেষজ্ঞ জ্যাগ হির, লুটনের ডেপুটি মেয়র শাহানারা নাসের।

মূল বক্তব্যে ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট এম. জি. মওলা মিয়া এমবিই বলেন, “বাংলাদেশি উদ্যোক্তারা আজ শুধু যুক্তরাজ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করেছেন। ইউকেবিসিসিআই রিজিওনাল কমিটিগুলোর মাধ্যমে আমরা স্থানীয় ব্যবসায়ীদের আরও সহজে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আরও বেশি করে রিজিওন স্হাপনের মাধ্যমে ইউকেবিসিআই সহজে স্থানীয় ব্যবসায়ীদের পরামর্শ প্রদান, সহযোগিতা এবং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি এবং ক্রিসেন্ট হলের পরিচালক আজাদ আলী। এরপর পরিবেশন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনার, যেখানে অতিথিরা উপভোগ করেন সুর, খাবার ও সৌহার্দ্যের মুহূর্ত।

অনুস্টানের শেষে নতুন কমিটি পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় অতিথিদের অনেকে বলেন, লুটনে এমন প্রাণবন্ত আয়োজন ব্যবসায়ী সমাজকে আরও কাছাকাছি এনেছে এবং ইউকেবিসিসিআইয়ের কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করেছে।

ছবিঃ জুবায়ের খান সেলিম

কমিউনিটি এর আরও খবর

img

প্রবাসীদের বৃহৎ বিনিয়োগ ও ব্যাংক পুনর্গঠনে অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানাই: বাংলাদেশ ব্যাংক গভর্নর

প্রকাশিত :  ০৮:২০, ২০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:৫৯, ২০ অক্টোবর ২০২৫

আইএমএফ এর মিটিং উপলক্ষে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুরের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের দেশে থাকা সম্পদ রক্ষা ও ব্যাংকের সঞ্চিত অর্থের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে পুনর্গঠিত পাঁচটি ব্যাংকে জমা থাকা প্রবাসীদের অর্থের বিষয়টি তিনি উপস্থাপন করেন । তিনি অভিজ্ঞ প্রবাসীদের বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতিতে যুক্ত করার আহ্বান জানান ।

সেকিল চৌধুরী বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের জন‍্য পুনর্গঠিত ব‍্যাংকের শেয়ার ক্রয়ের সুযোগ বৃদ্ধি ও ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রায় পুঁজিসংঠনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে প্রবাসীরা এখানে অংশগ্রহণ করতে পারে।

ইতিবাচক বাংলাদেশ, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে দেশে-বিদেশে বাংলাদেশ ব্যাংকের প্রচারণা করার ব্যাপারে সেকিল চৌধুরী গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন। গভর্নর তার বক্তব্যে প্রবাসীদের নানামুখী বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি পুনর্গঠিত ব‍্যাংক কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানান । এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে ইতিবাচক সহায়তা করবে বলে তিনি প্রবাসীদের আশ্বাস প্রদান করেন।

গভর্নর বলেন, দেশের সম্পদ রক্ষা ও পাচার রোধে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত কার্যকর সহায়তা প্রদান করতে পারেন। তিনি বলেন, পাচারকৃত সম্পদ উদ্ধারে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নিচ্ছে এ ব্যাপারে তিনি প্রবাসীদের সহায়তা কামনা করেন। গভর্নর বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশের সম্পদ পাচারের মতো অসৎ কাজকে নিরোৎসাহিত করা এবং এ ব্যাপারে লুটকারীরা যাতে প্রতিবন্ধকতার মুখে পড়ে সে ভূমিকা রাখতে পারেন।

আইনের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থ উদ্ধারে বাংলাদেশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে গভর্নর বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করছে । গভর্নর বলেন, ব‍্যাংকে সঞ্চিত প্রবাসীদের অর্থ নিরাপদ আছে এবং বাংলাদেশের ইতিবাচক বিষয ও ব‍্যাংকিং চ‍্যানেলে অর্থ প্রেরণের বিষয়ে দেশে-বিদেশে প্রচারণা চালানোর প্রস্তাবনার বিষয়ে গভর্নর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ঢাকায় ফিরে আলোচনার জন‍্য তিনি এনআরবি সেন্টারকে আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে এনআরবি সেন্টারের যুক্তরাষ্ট্র সহায় গ্রুপের সদস্য সানোয়ার চৌধুরী ও নাদির খান এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

কমিউনিটি এর আরও খবর