img

৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে বিকালে

প্রকাশিত :  ০৬:৫৯, ১৮ নভেম্বর ২০২৫

৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে বিকালে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

আলোচ্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ, একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ওয়েবকোটস লিমিটেড।

ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ এবং ওয়েবকোটস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। উল্লেখ্য, ওয়েবকোটস এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি।

আর একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং সোনালী আঁশ জুলাই–সেপ্টেম্বর, ২০২৫ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তাদের ইপিএস প্রকাশ করবে।

অর্থনীতি এর আরও খবর

img

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায়

প্রকাশিত :  ০৯:২৬, ০৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভিক্ত রায় দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন। অন্যদিকে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন। এখন নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।


অর্থনীতি এর আরও খবর