৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে বিকালে
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।
আলোচ্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ, একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ওয়েবকোটস লিমিটেড।
ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ এবং ওয়েবকোটস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। উল্লেখ্য, ওয়েবকোটস এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি।
আর একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং সোনালী আঁশ জুলাই–সেপ্টেম্বর, ২০২৫ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তাদের ইপিএস প্রকাশ করবে।


















