img

রাফায় ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

প্রকাশিত :  ০৫:৫৬, ২৯ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:০৭, ২৯ নভেম্বর ২০২৫

রাফায় ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুড়ঙ্গের ভেতরে ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরাইল। আজ শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেছে ইসরাইলি সেনারা। খবর মিডল ইস্ট মনিটরের। 

ইসরাইলি সেনারা আরও অভিযোগ করেছে, এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া ৩০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

তবে ইসরাইলের এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। 

সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ২০০ জন হামাস যোদ্ধা রাফার একটি সুড়ঙ্গে আটকা পড়েছে। তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্ততাকারীদের অনুরোধে এখনো সাড়া দেয়নি তেল আবিব। 

রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত তা এখনো ইসরাইলি সেনাদের দখলে আছে।

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত অক্টোবরে হামাস ও ইসরাইর একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।চুক্তির প্রথম ধাপের মধ্যে রয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে জিম্মিদের মুক্তি। এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে এতে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে  আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। 

img

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

প্রকাশিত :  ১৩:২১, ০৪ ডিসেম্বর ২০২৫

চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার।

সেন্টারটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহতের খবর বা ভবন ধসের তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ভূমিকম্পের পর অঞ্চলটিতে পরিবহন, বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।