img

প্রথমবারের মতো সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশিত :  ০৫:৪৭, ১২ অক্টোবর ২০২৫

প্রথমবারের মতো সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকার আওতায় আসবে, যাতে কেউ বাদ না পড়ে।

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, টাইফয়েডে এখনও দেশের শিশুদের মৃত্যু হয়— এটা আমাদের লজ্জার। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হবো ইনশাআল্লাহ।

এটি দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে টিকাটি, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহায়তায়।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

হোয়াটসঅ্যাপ থেকেই দেখা যাবে ফেসবুক প্রোফাইল

প্রকাশিত :  ১২:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

হোয়াটসঅ্যাপে ফোন নম্বরকে কাজে লাগিয়ে একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায়। এছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যেকোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায় ফোন নম্বর ব্যবহার করে। তবে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ হলেও বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরা পরিচিতদের ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারেন না। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা। সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের তথ্য অন্যরা দেখতে পারবেন।

মূলত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার একটি উপায় হচ্ছে, যাতে ভুয়া কিংবা প্রতারণামূলক অ্যাকাউন্ট থেকে প্রকৃত ব্যবহারকারীকে আলাদা করা যায়। হোয়াটসঅ্যাপে ফেসবুক প্রোফাইল লিংক যোগ করার এই নতুন ফিচার মেটার প্ল্যাটফর্মগুলোকে আরও সংযুক্ত করে তুলবে। আর আপনি চাইলে এক জায়গা থেকেই নিজেদের পরিচয়, সংযোগ এবং সামাজিক উপস্থিতি সহজে শেয়ার করতে পারবেন।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের এ ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা Settings → Profile → Edit অপশনে গিয়ে নিজেদের Facebook প্রোফাইলের URL যোগ করতে পারবেন। এরপর সেই লিংকটি প্রোফাইলের কনট্যাক্ট ইনফরমেশন অংশে দৃশ্যমান হবে। আপনি চাইলে এক ক্লিকেই সেই লিংকে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে পৌঁছে যাবেন। এ প্রক্রিয়াটি ইনস্টাগ্রাম লিংক যুক্ত করার মতোই সহজ হবে। এটি নির্ধারণ করতে পারবেন তাদের ফেসবুক লিংক, শুধু কনট্যাক্টস বা কেউই দেখতে পাবে না।

বর্তমানে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ (v2.25.29.16) ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে এটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। কিছু ব্যবহারকারীর কাছে পৌঁছানো হবে। আর কিছু বেটা পরীক্ষক ইতোমধ্যে এ সুবিধা পাচ্ছেন, আবার অনেকে এখনো পায়নি।

ফেসবুক লিংক যাচাই করা সম্পূর্ণ ঐচ্ছিক। তবে ব্যবহারকারীরা চাইলে মেটা অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইল যাচাই করতে পারবেন। ভ্যারিফায়েড লিংকের পাশে থাকবে ছোট একটি ফেসবুক আইকন, যা নির্দেশ করবে যে দুই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট একই ব্যক্তির। অন্যদিকে ভ্যারিফায়েফ লিংকগুলো সাধারণ ইউআরএল আকারে দেখা যাবে।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর