img

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

প্রকাশিত :  ০৫:১৬, ২১ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:১৮, ২১ নভেম্বর ২০২৫

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছেন। গত বুধবার (১৯ নভেম্বর) এ কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম দিনে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছে।

বৃহস্পতিবার আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)' প্রকল্পের 'টিম লিডার' অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান।

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারছেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় জানান, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৪ জন এবং নারী ১৮৭ জন।

এরমধ্যে দক্ষিণ কোরিয়ায় ১,৭৪৫ জন, জাপানে ৬৯০ জন, চীনে ৩৬৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩ জন, লিবিয়ায় ৬১ জন, মিশরে ৫২ জন, উগান্ডায় ১৯ জন, মোজাম্বিক ১৫, মারিশাস ১৪, নাইজেরিয়া ১১ জন, লাইবেরিয়া ১১ জন, বতসোয়ানা ৯ জন, রিপাবলিক অব কঙ্গো ৬ জন, তানজানিয়া ৫ জন, কেনিয়া ৪ জন ও মরক্কোতে ৪ জন।

নিবন্ধতদের সাড়া মিলছে জানিয়ে কর্মকর্তারা বলেন, সন্ধ্যা ৬টায় নিবন্ধনের সংখ্যা ৩,৪২৩ এ উন্নীত হয়েছে। ২৩ নভেম্বর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে; এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর