সরকার কর্তৃক অনুমোদিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে লন্ডনে জনসভা
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে দ্রুত স্থাপনা নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার সর্বস্তরের প্রবাসীদের জনসভা গত ২৪ শে নভেম্বর ২০২৫ইং রোজ সোমবার সন্ধ্যা ৬ঘটিকার সময় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্টিত হয়েছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে নির্মাণ বাস্তবায়ন পরিষদ ইউকে’ কর্তৃক আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইচ । সদস্য সচিব অধ্যক্ষ মোঃছানাওর আলী কয়েছ ও যুগ্ম সদস্য সচিব মোঃদিলাওর হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি।
জনসভায় যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুনামগঞ্জ জেলার সকল উপজেলার প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুমোদিত স্হানে দ্রুত বিশ্ববিদ্যালয় নির্মান বাস্তবায়নের দাবিতে বক্তব্যে অংশগ্রহণ করেন যুগ্ম আহ্বায়ক রেজাউল কবির জায়গীরদার রাজা, সাবেক চেয়ারম্যান নূরুল আমীন, ডঃরোয়াব উদ্দিন, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী জামাল উদ্দীন হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, সাবেক পুলিশ ইন্সপেক্টর জনাব আহবাব মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী শিক্ষক জনাব খায়রুল ইসলাম,শান্তি গনজের রত্ন গর্ভা মা কবি ও সাহিত্যিক জনাবা ইমদাদুন খাঁন,যুগ্ম সদস্য সচিব প্রভাষক মাহবুবুর রউফ নয়ন,শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক,বাংলাদেশ শিক্ষক সমিতি ইউ,কে’র সভাপতি জনাব আবুল হোসেন,দিরাই উপজেলার বিশিষ্ট সমাজসেবী জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ জনাব আলাউদ্দিন আহমদ মুক্তা, ছাতক উপজেলা ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি জনাব মজির উদ্দিন,শিক্ষাবিদ কামরুজ্জামান চৌধুরী,সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ, দিরাই উপজেলার কৃতি সন্তান জনাব সাজ্জাদুর রহমান, জি এস সি কেন্দ্রীয় কমিটির মেম্বারশীপ সেক্রেটারি ও ছাতক যুব সংস্হা ইউ,কে’র সেক্রেটারি জনাব আব্দুল মালিক কুটি,সৈয়দপুর সামসিয়া সমিতির সভাপতি এবং জি এস সি ইষ্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক,ছাতক যুব সংস্হা এবং ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র প্রতিষ্ঠাতা সদস্য জনাব এমদাদুল হক,ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট এবং যুব সংস্হা ইউ,কে’র প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃফারুক আহমদ,দিরাই ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মিজানুর রহমান চৌধুরী,জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি জনাব আঙ্গুর আলী,সুনামগঞ্জ সমিতি ইউ,কে’র সেক্রেটারি জনাব সিজিল মিয়া,তরুণ রাজনীতিবিদ ও পরিষদের যুগ্ম সদস্য সচিব ফজলে রাব্বি স্মরণ,দিরাই শাল্লা কালচারাল এসোসিয়েশনের সভাপতি জনাব মহিউদ্দিন জগনু,জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সভাপতি জনাব চন্দন মিয়া,দিরাই ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি জনাব সরদার আমীর খসরু,শান্তি গনজ সমিতির সহ-সভাপতি জনাব ইকবাল হোসেন,শান্তি গনজের বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী জনাব শামীম আহমদ,জগন্নাথপুরের স্বনামধন্য শিক্ষক জনাব রেদোয়ান খাঁন,কাউন্সিলর জনাব ফয়জুর রহমান,জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি জনাব ইসতাব উদ্দিন আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আবুল হাসনাত কয়েছ,জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি জনাব তাহের কামালী,সুনামগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি জনাব জুবায়ের আহমদ হামজা, বিশিষ্ট সমাজসেবী জনাব আবদুর রব,অধ্যাপক আবদুর রব, ছাতক ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জনাব জাকির হোসেন সেলিম, স্বনামধন্য সাংবাদিক ও অনুবাদক
সৈয়দ জহরুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী জনাব আবুল হোসেন, সুনামগঞ্জের স্বনামধন্য সাংবাদিক জনাব সজিব আহমদ, শিক্ষানুরাগি জনাব জুলহাস আহমদ চৌধুরী,তরুণ সংগঠক শিপন আহমদ,জগন্নাথপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শামীম আহমদ তালুকদার,কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক মৌলনা তাজুল ইসলাম,শান্তি গনজের তরুণ সংগঠক আব্দুস সালাম,শান্তি গনজ সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক আনোয়ার হোসেন,সমাজসেবী তফজ্জুল হোসেন, ছাতকের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব গোলাম আযম তালুকদার,হিউম্যান রাইটস যুক্তরাজ্যের সভাপতি জনাব আশিকুল ইসলাম আশিক,সমাজসেবী আবু হেলাল,ছাতক ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জনাব ছয়ফুল আলম সুফিয়ান,শিক্ষানুরাগী আবুল মনসুর রুমেল,ছাতকের তরুণ সংগঠক জনাব মকবুল আহমদ,সমাজসেবি জনাব আবুল হোসেন,সমাজসেবী আজাদ মিয়া,সমাজসেবি আবুল কালাম, তরুণ সমাজকর্মী জনাব ছৈল মিয়া, সমাজকর্মী ছালেহ আহমদ, বিশিষ্ট সমাজসেবি জগমবর আলী,সমাজসেবি দিলবর আলী প্রমুখ।
পরিশেষে সভার পক্ষ থেকে সরকারের প্রতি অতিশীঘ্র বিশ্ববিদ্যালয় স্হাপনার নির্মাণ কাজ শুরু করতে তৎসংগে দেশে বিদেশে সুনামগঞ্জ বাসীকে স্বার্থান্বেষী মহলের সকল ষড়যন্ত্র প্রতিহত করে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



















