লন্ডনে খেলাফত মজলিস মহাসচিব ড. কাদেরকে বিপিকেপির ৫ দফা স্মারকলিপি হস্তান্তর
লন্ডন, ১৬ নভেম্বর ২০২৫: যুক্তরাজ্যস্থ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি) লন্ডনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের কাছে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে পাঁচ দফা স্মারকলিপি হস্তান্তর করেছে। স্মারকলিপি হস্তান্তরের সময় বিপিকেপি নেতৃবৃন্দ ড. কাদেরের সরাসরি সমর্থন চান এবং প্রবাসীদের দীর্ঘদিনের অনিষ্পন্ন সমস্যা ও ভোগান্তি সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে বিষয়গুলো উত্থাপনের অনুরোধ জানান।
স্মারকলিপিতে এনআরবি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের সম্পত্তি সুরক্ষা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সকল আন্তর্জাতিক এয়ারলাইনের জন্য উন্মুক্তকরণ এবং লন্ডন–সিলেট রুটে বিমানের অতিরিক্ত ভাড়া কমানোর দাবি তুলে ধরা হয়। এছাড়া বিদেশে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করা এবং ৩০ ডিসেম্বরকে জাতীয় এনআরবি দিবস হিসেবে সরকারিভাবে অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। বিপিকেপির মতে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের অধিকার, নিরাপত্তা ও সেবার ক্ষেত্রে এখনো বহু সমস্যা রয়ে গেছে, যার সমাধানে রাজনৈতিক সহায়তা জরুরি।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিপিকেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুর রহমান, ভাইস চেয়ার মাইন্ উদ্দিন আনসার
আবদুল হালিম চৌধুরী, সেক্রেটারি মুস্তাক আলী বাবুল ,যুগ্ম সম্পাদক আনিসুর রহমান এবং মেম্বারশিপ সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া । নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীদের মানবিক, সামাজিক ও আইনগত নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
ড. আহমদ আব্দুল কাদের প্রবাসীদের দাবিগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন এবং বিষয়গুলো তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরও জানান, যথাযথ সুযোগে এই দাবি-দাওয়াগুলো সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার চেষ্টা করবেন। বিপি



















