img

প্লট দুর্নীতি: জয় ও পুতুলের কারাদণ্ড ৫ বছর করে

প্রকাশিত :  ০৭:০৮, ২৭ নভেম্বর ২০২৫

প্লট দুর্নীতি: জয় ও পুতুলের কারাদণ্ড ৫ বছর করে

ঢাকার পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর এবং সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিরুদ্ধে দুদক পৃথক তিনটি মামলা দায়ের করে। 

এ তিন মামলায় মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে। তিন মামলার আসামি শেখ হাসিনা। জয় ও পুতুল পৃথক এক মামলার আসামি।

মামলায় সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জয়ের এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অপর মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। তবে রাজউক-এর সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন। 

এর আগে, ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই তিন মামলায় রায় ঘোষণার জন্য আজ ২৭ নভেম্বর দিন ধার্য করেন।  

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তদন্ত শেষে গত ১০ মার্চ আরো দু’জনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এস এম রাশেদুল হাসান।

এছাড়াও রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদি হয়ে শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন। তদন্ত শেষে গত ১০ মার্চ শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কেয়া।

কমিউনিটি এর আরও খবর

img

বৃটেনের ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআনের সেমি ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৭:১৩, ০৩ ডিসেম্বর ২০২৫

বৃটেনের জনপ্রিয় চ্যানেল ইকরা টিভির উদ্যোগে ৩য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান সাউতুল কোরআন ২০২৫।গত ৩০ নভেম্বর শনিবার দীনব‍্যাপী ক্রয়ডন ইকরা ঊর্দু টিভির সু বিশাল স্টুডিও-তে সেমিনার অনুষ্ঠিত হয়। লন্ডন-লুটন, বার্মিংহাম,মিডল্যান্ড,লীডস, ব্রাডফোর্ডসহ যুক্তরাজ‍্যের বিভিন্ন শহর থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে গার্ডিয়ানরা তাদের সন্তানদের সাথে নিয়ে উপস্থিত হন।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালের জন্য ১২ জন প্রতিযোগিতা নির্বাচিত হন।

উপস্থাপনা করেন ইকরা টিভির উপস্থাপক আবুল হাসানাত।  বিচারক প্যানেলে ছিলেন সাউতুল কুরআনের প্রধান বিচারক ও ইকরা টিভির সিইও শায়খ হুজাইফা, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ক্বারী শায়খ সৈয়দ আনিসুল, ক্বারী শায়খ জিয়াদ, মুফতী শায়খ মুহাম্মদ মুহিদ। প্রতিযোগিতার সমন্বয়কের দায়ীত্ব পালন করেন ইকরা টিভির উপস্থাপক মুফতী ছালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত। 

প্রত্যেক প্রতিযোগি অত্যন্ত সুন্দর ও সুললিত কন্ঠে তেলাওয়াত করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।

গ্রান্ড ফিনালে প্রোগ্রাম আগামী ১৪ ডিসেম্বর লন্ডনের Mayfair Venue তে অনুষ্ঠিত হবে।সাউতুল কুরআন এর গ্রান্ড ফিনালের অংশগ্রহণ করে অনুষ্ঠান কে সর্বাত্মক সফল ও সার্থক করতে কুরআন প্রেমিক সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান বক্তারা। অনুষ্টানে অংশগ্রহনকারীরা অনলাইনে ফ্রি রেজিস্টেশন করতে আহবান জানানো হয়।

কমিউনিটি এর আরও খবর