img

আনজুমানে আল ইসলাহ ইউকের কার্ডিফ শাখার কাউন্সিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :  ০৬:৩৪, ২৬ নভেম্বর ২০২৫

ক্বারি নুরুল ইসলাম প্রেসিডেন্ট, কামরুল ইসলাম বাবু সেক্রেটারি

আনজুমানে আল ইসলাহ ইউকের কার্ডিফ শাখার কাউন্সিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের  আওতাধীন ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ ব্রাঞ্চের ২০২৫-২০২৮ সেশনের কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৩ নভেম্বর ২০২৫, বাদ যোহর কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

কার্ডিফ ব্রাঞ্চের প্রেসিডেন্ট ক্বারি নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী ক্বারি মুজাম্মিল আলীর সঞ্চালনায় কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, নির্বাচন কমিশনার ছিলেন ওয়েলস ডিভিশনের জেনারেল সেক্রেটারি জনাব আনসার মিয়া।

বিশেষ অতিথি  ছিলেন– ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সাংবাদিক কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার ক্বারী শাহ তসলিম, এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ক্বারি নুরুল ইসলামকে পুনরায় প্রেসিডেন্ট, ক্বারি কামরুল ইসলাম বাবুকে জেনারেল সেক্রেটারি ও বেলাল খানকে ট্রেজারার নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিলু মিয়া, মোহাম্মদ ওজিউর রহমান মিজান, জয়েন্ট সেক্রেটারি হাফিয মাওলানা জালাল আহমদ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর আলম, অর্গেনাইজিং সেক্রেটারি মোহাম্মদ এমদাদ আলী, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি হাফিজ এমরান আহমদ, ট্রেইনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হাফিজ ইব্রাহিম আলী মাসুদ, ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়েজ মিয়া, এক্সিকিউটিভ মেম্বার দেওয়ান শাহনেওয়াজ  আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, মাহমুদ হোসাইন, মাওলানা মোহাম্মদ তাওহীদুল হক।

কাউন্সিল শেষে শপথ বাক্য পাঠ ও মোনাজাত পরিচালনা করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।

কমিউনিটি এর আরও খবর

img

বৃটেনের ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআনের সেমি ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৭:১৩, ০৩ ডিসেম্বর ২০২৫

বৃটেনের জনপ্রিয় চ্যানেল ইকরা টিভির উদ্যোগে ৩য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান সাউতুল কোরআন ২০২৫।গত ৩০ নভেম্বর শনিবার দীনব‍্যাপী ক্রয়ডন ইকরা ঊর্দু টিভির সু বিশাল স্টুডিও-তে সেমিনার অনুষ্ঠিত হয়। লন্ডন-লুটন, বার্মিংহাম,মিডল্যান্ড,লীডস, ব্রাডফোর্ডসহ যুক্তরাজ‍্যের বিভিন্ন শহর থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে গার্ডিয়ানরা তাদের সন্তানদের সাথে নিয়ে উপস্থিত হন।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালের জন্য ১২ জন প্রতিযোগিতা নির্বাচিত হন।

উপস্থাপনা করেন ইকরা টিভির উপস্থাপক আবুল হাসানাত।  বিচারক প্যানেলে ছিলেন সাউতুল কুরআনের প্রধান বিচারক ও ইকরা টিভির সিইও শায়খ হুজাইফা, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ক্বারী শায়খ সৈয়দ আনিসুল, ক্বারী শায়খ জিয়াদ, মুফতী শায়খ মুহাম্মদ মুহিদ। প্রতিযোগিতার সমন্বয়কের দায়ীত্ব পালন করেন ইকরা টিভির উপস্থাপক মুফতী ছালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত। 

প্রত্যেক প্রতিযোগি অত্যন্ত সুন্দর ও সুললিত কন্ঠে তেলাওয়াত করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।

গ্রান্ড ফিনালে প্রোগ্রাম আগামী ১৪ ডিসেম্বর লন্ডনের Mayfair Venue তে অনুষ্ঠিত হবে।সাউতুল কুরআন এর গ্রান্ড ফিনালের অংশগ্রহণ করে অনুষ্ঠান কে সর্বাত্মক সফল ও সার্থক করতে কুরআন প্রেমিক সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান বক্তারা। অনুষ্টানে অংশগ্রহনকারীরা অনলাইনে ফ্রি রেজিস্টেশন করতে আহবান জানানো হয়।

কমিউনিটি এর আরও খবর