প্রকাশিত :
০৭:০৮, ২৫ নভেম্বর ২০২৫
যুক্তরাজ্য এবং বাংলাদেশের অর্থনীতি ও পর্যটন খাতে বিশেষ অবদান রাখায় চলতি বছরের (২০২৫) বৃটিশ-বাংলাদেশী হু\'জহু প্রকাশনায় অন্তর্ভূক্ত হয়ে বিশেষ সম্মাননায় ভুষিত হয়েছেন লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন মিয়া। গত ১৮ নভেম্বর মঙ্গলবার লন্ডনের অভিজাত মেরিডিয়ান গ্র্যান্ড হলে ১৬তম ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি এই সম্মাননায় ভূষিত হন।
জাঁকজমক অনুষ্ঠানে তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সুলক আহমদ।
বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারি এনআরবি বাংলাদেশি ক্যাটাগরিতে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের জন্য হারুন মিয়া সিআইপি (কমার্শিয়ালী ইম্পর্টেন্ট পার্সন) নির্বাচিত হোন । ২০২৫ সালের ২৯ মে বাংলাদেশ সরকারের এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয় ।
হারুন মিয়া বাংলাদেশের শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক এবং ২০১০ থেকে ২০১৩ সাল এবং ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডেরও পরিচালক । রাজধানী ঢাকার প্রীতম হোটেলের ডিরেক্টর এবং বর্তমান চেয়ারম্যান । তিনি সিলেট এয়ারপোর্ট রোডের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ডাইরেক্টর এন্ড ভাইস চেয়ারম্যান ও সিলেট শহরের বালুচর আরামবাগ এলাকায় অবস্থিত সিলডন হাসপাতালের পরিচালক ।
হারুন মিয়া কুশিয়ারা নামে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি । এগুলো হলো- কুশিয়ারা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, কুশিয়ারা ট্রাভেলস লিমিটেড, কুশিয়ারা ক্যাশ অ্যান্ড ক্যারি, বাংলাদেশে কুশিয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেলস । এছাড়াও তিনি বাংলা ফ্রোজেন ফুড লিমিটেড ইউকের ডাইরেক্টর। 
হারুন মিয়া শুধু একজন বিশিষ্ট ব্যবসায়ীই নয়, প্রতিষ্ঠিত সমাজকর্মীও। সমাজসেবায় হারুন মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন আর্থ-সামাজিক ও সমাজকল্যাণমূলক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত । তিনি বাংলাদেশ সেন্টার লন্ডনের অন্যতম ট্রাস্টি, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে\'র সদস্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সদস্য, আল এমদাদ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, আল-এমদাদ ডিগ্রী কলেজ ট্রাস্ট ইউকে\'র চেয়ারম্যান, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) পরিচালক, সিলেট ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য, ব্রিটিশ চেক ক্যাশার্স অ্যাসোসিয়েশন এবং ইউকেএমটিএ-র সদস্য।
তিনি আল এমদাদ হাই স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির কোষাধ্যক্ষের দায়িত্বে থাকাকালিন আল-এমদাদ হাইস্কুল এন্ড কলেজে ব্যক্তিগতভাবে এবং দানশীল ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে ১ লাখ পাউণ্ডের বেশি অনুদান দিয়েছেন । তিনি অতি সম্প্রতি সুইডেনের উপসালা শহরের স্টেনহেগেন মসজিদের জন্য যুক্তরাজ্যে বিভিন্ন ফান্ডরেইজিং কর্মসূচির মাধ্যমে ৬শ\' হাজার পাউণ্ডের বেশি ফান্ডরেইজ করেছেন।
হারুন মিয়ার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লামাচন্দরপুর গ্রামে। তাঁর বাবার আলহাজ্ব মুবশ্বির আলী এবং মা সুরোজান বিবি। বাবা সত্তরের দশকে যুক্তরাজ্যে সুপরিচিত ব্যবসায়ী ছিলেন।
তিনি ৩ ভাই বোনের মধ্যে সবার বড় । ১৯৭২ সালে লন্ডন এসে স্থানীয় কলেজ থেকে ও\'লেভেল শেষ করে নিজেকে ব্যবসায় নিয়োজিত করেন। সেই থেকেই (১৯৭২ সাল) টাওয়ার হ্যামলেটসে বসবাস করছেন এবং এই এলাকাতেই তাঁর সব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন । জনাব হারুন মিয়া ১৯৮৩ সালে মিনারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।