জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
জালালাবাদ এসোসিয়েশন ইউকের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন ২০২৫ গত সোমবার (২৪ নভেম্বর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি অভিজাত রেস্টোরেন্টে অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে, আব্দুল অদুদ দিপক ও শামীম আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটিতে যত বেশি সামাজিক সংগঠন কাজ করবে আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য ভালো কিছু করার উৎসাহ ততবেশি তৈরী হবে। শিক্ষা, অর্থনীতি, সামাজিক এবং সেবামূলক কাজে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির অবদান ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে সামাজিক ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরী করায় আজকের প্রজন্ম সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। পূর্বসূরিদের রেখে যাওয়া পথে আজ তারা নিজেরা কাজ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষেত্র তৈরী করে যাচ্ছেন।
বক্তারা বিদায়ী কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, কমিউনিটির অনেক সংগঠনে দ্বায়িত্ব পালন করে মেয়াদ শেষ হওয়ার পর শান্তিপূর্ণভাবে অনেকেই বিদায় কিংবা অবসর নিতে চান না। কমিনিটির মানুষের জন্য সেবামূলক কাজ করার কথা বলে নিজেদের প্রয়োজনে সংগঠনকে ব্যবহার করে পরিবারের লোকদের কোন বা কোন ভাবে পদ-পদবীতে রেখে যেতে চান। আর এসব কারণে সেবামূলক কাজ কোনো ভাবেই আর করা সম্ভব হয় না।
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ\'র সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই\'র নেতৃত্বে বিশিষ্ট সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান জালালাবাদ এসোসিয়েশনের ২০২৫ এর নির্বাচন পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আলহাজ্ব মাহিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ\'র সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ইয়াকুব, টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের সাবেক মেওর আ ম অহিদ আহমেদ, ক্রয়েডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান কামালী, বিসিএ\'র সেক্রেটারী মিঠু চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ফয়জুল হক, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি প্রফেসর আব্দুল সহিদ, জালালাবাদ এসোসিয়েশন এর বিদায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান নতুন কমিটির সদস্যদের স্বাগত জানান এবং তিনি বলেন, একটি শক্তিশালি কমিটি উপহার দিতে পারায় নিজেকে ধন্য মনে করছি। আশাকরি এই কমিটি সিলেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
জালালাবাদ এসোসিয়েশন ইউকের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন ২০২৫ দ্বায়িত্ব গ্রহণ করেছেন আবুল কালাম আজাদ ছুটন সভাপতি, নাসির আহমেদ শাহীন সেক্রেটারি, শামীম আহমেদ চিফ ট্রেজারার, জামাল উদ্দিন মকদ্দুস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট । এছাড়াও সিলেট বিভাগের চার জেলার ৩ জন করে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন। সিলেট জেলা থেকে আসাদুজ্জামান আহমেদ, শহিদুল ইসলাম মামুন, সালেহ আহমেদ জিলান, মৌলভী বাজার জেলা থেকে ৩ জনের মধ্যে সাইফুল আলম লিখন এবং আব্দুল মুকিদ দ্বায়িত্ব পেয়েছেন। হবিগঞ্জ জেলা থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নজরুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ ও নিয়াজ চৌধুরী লিঙ্কন এবং সুনামগঞ্জ জেলা থেকে ৩ জনের মধ্যে ২ জন ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান ও আশিকুর রহমান দ্বায়িত্ব পেয়েছেন। কাউন্সিলর রিতা বেগম সহ-সভাপতি (মহিলা), দেলোয়ার আহমেদ যুগ্ম সম্পাদক মিজানুল চৌধুরী যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীর আলম যুগ্ম সম্পাদক, সরফরাজ আহমেদ শরফু যুগ্ম সম্পাদক, আব্দুর রউফ মিসবাহ যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীর আলম শিমু যুগ্ম সম্পাদক, হিফজুর রহমান চৌধুরী যুগ্ম কোষাধ্যক্ষ, মুস্তাক আহমেদ যুগ্ম কোষাধ্যক্ষ, শেখ শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক, মঈনুল ইসলাম সুহাগ সাংগঠনিক সম্পাদক, আবদুস সুফহান সাংগঠনিক সম্পাদক, বশির আহমেদ ফয়সল সাংগঠনিক সম্পাদক, ড. এনাম চৌধুরী প্রেস ও প্রচার সম্পাদক, কামরুজ্জামান চৌধুরী যুগ্ম প্রেস ও প্রচার সম্পাদক, আতাউর রহমান মিফতা অফিস সম্পাদক, মো. সাইফ আহমেদ সুইট সদস্য সচিব, গোলাম রব্বানী তৈমুর ধর্ম বিষয়ক সম্পাদক, ইকবাল খান যুব ও ক্রীড়া সম্পাদক, তারেক উদ্দিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শেখ কামাল ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফয়জুল হক, মিতু চৌধুরী, আব্দুল করিম, অলি উদ্দিন শামিম, মোহাম্মাদ নুর ব্যক্স, শেখ ফারুক আহমেদ, সৈয়দ হাসান আহমেদ, সৈয়দ আবুল মনসুর লিলু, শরিফুল ইসলাম, দিলাল আহমেদ, আবুল হাসনাত আজাদ সুহান, মনসুর আহমেদ শাওন, ব্যারিস্টার আবু সুহেল সাদাত, প্রফেসর আবদুল হাই, শফিকুর রহমান, ওছি মিয়া পাঠান, তুফজ্জল চৌধুরী ও আব্দুল কাহার।
উপদেষ্টা বোর্ড
১. পাশা খন্দকার এমবিই,
২. মোহাম্মদ আব্দুল মুনিম ওবিই,
৩. অলি খান এমবিই,
৪. নজরুল ইসলাম বাসন,
৫. মাহিদুর রহমান,
৬. মোহাম্মদ আব্দুল মালিক,
৭. ব্যারিস্টার লুৎফুর রহমান।



















