img

২১ - ২৩ নভেম্বর টাওয়ার হ্যামলেটস টাউন হলে তিনদিনব্যাপী 'রাইটআইডিয়া ফেস্টিভ্যাল ২০২৫'

প্রকাশিত :  ২৩:১৮, ১৯ নভেম্বর ২০২৫

২১ - ২৩ নভেম্বর টাওয়ার হ্যামলেটস টাউন হলে তিনদিনব্যাপী 'রাইটআইডিয়া ফেস্টিভ্যাল ২০২৫'

পূর্ব লন্ডনের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সাহিত্য উৎসব \'রাইটআইডিয়া ফেস্টিভ্যাল ২০২৫\' আগামী ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত হবে। সবার জন্য উন্মুক্ত সম্পূর্ণ ফ্রি এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে লন্ডনের সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও আইডিয়া স্টোর আয়োজিত এই উৎসবটিতে অংশ নেবেন ব্রিটিশ সাহিত্য ও গণমাধ্যম জগতের বহুল পরিচিত লেখকবিশ্লেষককৌতুকশিল্পী ও কনটেন্ট নির্মাতারা। এ বছর উৎসবের লাইনআপে রয়েছেন রাজনৈতিক ভাষ্যকার অ্যাশ সরকারকৌতুকাভিনেতা ও রেডিও উপস্থাপক রবিন ইনসভ্রমণ লেখক মোনিশা রাজেশজনপ্রিয় ফ্যান্টাসি লেখক বেন অ্যারোনোভিচম্যাপ-ভিত্তিক ইউটিউব জুটি ম্যাপ মেনএবং আরও অনেকে।
উৎসবের তিন দিনে থাকবে নানামুখী সাহিত্য আলোচনাবই পরিচিতিগবেষণা-ভিত্তিক প্যানেল এবং সমকালীন সামাজিক ইস্যু নিয়ে আলাপচারিতা। গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে রয়েছে -
আবাসন সংকট ও হাউজিং ক্রাইসিস: সাংবাদিক পিটার আপস লন্ডনের আবাসন সংকট এবং তা সমাধানের সম্ভাব্য পথ নিয়ে তাঁর গবেষণা তুলে ধরবেন।
নিউরোডাইভার্সিটি ও মানসিক স্বাস্থ্য: লেখক ও কৌতুকাভিনেতা রবিন ইনস এডিএইচডি-সহ নিউরোডাইভার্সিটির অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন এবং মানসিক স্বাস্থ্যকে আরও স্বাভাবিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার গুরুত্ব ব্যাখ্যা করবেন।
এলজিবিটিকিউ+ অধিকার ও আন্দোলন: লেখক এলেন জোন্স তাঁর বই আউটরেইজ এর প্রেক্ষাপটে বর্তমান ব্রিটেনে এলজিবিটিকিউ+ কমিউনিটির চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।
বাংলা সংস্কৃতি ও রন্ধনশৈলী: ব্রিটিশ-বাংলাদেশি লেখক শাহনাজ আহসান তাঁর স্মৃতিকথামূলক রেসিপি-বই দ্যা জ্যাকফ্রুট ক্রনিক্যালস নিয়ে বিশেষ একটি সেশনে অংশ নেবেন। এতে ব্রিটিশ-বাংলাদেশি রান্নাপারিবারিক স্মৃতি এবং অভিবাসী জীবনের অভিজ্ঞতা উঠে আসবে।



এ ছাড়া উৎসবে বিভিন্ন শিশু-কিশোর কার্যক্রমবই বিক্রয়সৃজনশীল লেখালেখি কর্মশালা এবং লেখকদের সাথে সরাসরি প্রশ্নোত্তরপর্বও থাকবে।
ফেস্টিভ্যালের সব ইভেন্ট সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে হলেওআসন সীমিত হওয়ায় আগেভাগে বুকিং করার পরামর্শ দিয়েছে আয়োজকরা। ইতোমধ্যেই অনেক জনপ্রিয় সেশনের রেজিস্ট্রেশন দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে।
উল্লেখ্যটাওয়ার হ্যামলেটস লন্ডনের অন্যতম বহুজাতিক ও বহুসাংস্কৃতিক অঞ্চল। বিশেষ করে বাংলাদেশি-বংশোদ্ভূত সম্প্রদায় এখানে সংখ্যাগরিষ্ঠ। উৎসবের বিভিন্ন সেশনে বাংলা সংস্কৃতিরান্নাঅভিবাসী অভিজ্ঞতা এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি গুরুত্ব দেওয়ায় \'রাইটআইডিয়া ফেস্টিভ্যাল ২০২৫\' স্থানীয় পাঠকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর