img

বায়ুদূষণে দিল্লিতে ভয়াবহ বিপর্যয়, স্কুল-কলেজে নতুন নির্দেশনা

প্রকাশিত :  ০৭:৪২, ২২ নভেম্বর ২০২৫

বায়ুদূষণে দিল্লিতে ভয়াবহ বিপর্যয়, স্কুল-কলেজে নতুন নির্দেশনা

দিল্লির পরিস্থিতি বায়ুদূষণের কারণে ক্রমশ অবনতি হচ্ছে । পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া সংস্থাকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্ধারিত মাঠের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।

শুক্রবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের (সিএকিউএম) নির্দেশনা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এনসিআর অঞ্চলের রাজ্য সরকার এবং দিল্লি প্রশাসনকে তৎক্ষণাৎ এমন সব অনুষ্ঠান পিছিয়ে দিতে হবে, কারণ বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

বুধবার জারি করা এক সার্কুলারে দিল্লির শিক্ষা ও ক্রীড়া অধিদপ্তর জানায়, দিল্লি সরকারের আওতাধীন সব স্কুল—সরকারি, বেসরকারি এবং এমসিডি, এনডিএমসি ও দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিএকিউএমের এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। জাতীয় ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ ও ক্রীড়া সংগঠনগুলোকেও একই নির্দেশ পালন করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

শুক্রবার দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৭০, যা ‘খুবই খারাপ’ হিসেবে চিহ্নিত। আগের দিনের ৩৯১ থেকে সামান্য কম হলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)।

img

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

প্রকাশিত :  ১৩:২১, ০৪ ডিসেম্বর ২০২৫

চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার।

সেন্টারটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহতের খবর বা ভবন ধসের তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ভূমিকম্পের পর অঞ্চলটিতে পরিবহন, বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।