img

বিভিন্ন দাবীতে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সংবাদ সম্মেলন

প্রকাশিত :  ০৯:২৬, ২৩ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৩৬, ২৩ নভেম্বর ২০২৫

বিভিন্ন দাবীতে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সংবাদ সম্মেলন

লন্ডন ২০ নভেম্বর ২০২৫: নামে থাকা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ, বিমান ভাড়া নিয়ে বৈষম্য রোধসহ বিমানের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবী জানিয়েছেন যুক্তরাজ‍্যের প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ইস্ট লন্ডনের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে হাইকমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে বলেও জানান নেতারা।

সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম হোসেন, আব্দুর রহিম বেগ, ইসলাম উদ্দিন, আসাদুজ্জামান শাহীন, খালেদ চৌধুরী, ইস্তাহার উদ্দিন, কদর উদ্দিন, ফারুক আহমেদ, দারা মিয়া, লায়েক মিয়া, মশিউর রহমান, ময়নুল ইসলাম সহ আরো অনেকে।


কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর